খবরে আমরাঃ গঠিত হল আসানসোল চেম্বার অফ কমার্সের নব নির্বাচিত কমিটি। এবারের কমিটিতে রয়েছে যুবদের আধিক্য। সংগঠনের সদস্যদের ভোটে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শম্ভু ঝা। সভাপতির পদে নির্বাচিত ওম প্রকাশ বাগাড়িয়া। সারাদিন সংগঠনের আভ্যন্তরিন আলোচনা, সদস্যদের মতামত গ্রহণ ও পরে নির্বাচন। ছিল নিজেদের মনোরঞ্জনের ব্যবস্থাও। আসানসোল শহরের ব্যবসার স্বার্থে নতুন যুবদের কমিটি কাজ করবে বলে আসা প্রকাশ করেছেন সদস্যরা।
জেলা
আসানসোল চেম্বারের নতুন কমিটি গঠিত
- Sri Pritam
- June 5, 2022
- Latest Update: June 5, 2022 12:20 am
- 288
- Less than a minute
- 0
You can share this post!
administrator