www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 15, 2025 1:00 pm

এমনিতেই বিয়েছে যৌতুক নেওয়া আইনত নিষিদ্ধ। ৫০ হাজারের বেশি ক্যাশ লেনদেন করাও নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা! বিয়ের অনুষ্ঠানে জলের মতো অর্থ ব্যয়ের এমনই এক ছবি এবার দেখা গেল উত্তরপ্রদেশের মিরাটে।

এমনিতেই বিয়েছে যৌতুক নেওয়া আইনত নিষিদ্ধ। ৫০ হাজারের বেশি ক্যাশ লেনদেন করাও নিষিদ্ধ। কিন্তু কে শোনে কার কথা! বিয়ের অনুষ্ঠানে জলের মতো অর্থ ব্যয়ের এমনই এক ছবি এবার দেখা গেল উত্তরপ্রদেশের মিরাটে। যেখানে ‘বিয়ের পিঁড়ি’তে বসা বরকে নগদে দেওয়া হল ২.৫ কোটি টাকা। জুতো চুরির অনুষ্ঠানে শ্যালিকা পেলেন ১১ লক্ষ। বিরাট বিরাট বাক্স থেকে নোটের বান্ডিল বের করে তা রীতিমতো বিলানো হচ্ছে। টাকা ব্যয়ের এহেন বহর দেখে থ নেটিজেনরা। কবি ভারত চন্দ্র রায় বহু বছর আগেই বলেছিলেন – পৃথিবী টাকার বেশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানে চলছে বেলাগাম টাকা বিলি। অনুমান করা হচ্ছে, মীরাটের ৫৮ নম্বর জাতীয় সড়কের উপর কোনও রিসর্টে বসেছিল এই বিয়ের আসর। ভিডিওতে কনেপক্ষের তরফে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘গাড়ির মধ্যে ২.৫৬ কোটি টাকা ক্যাশ রাখা রয়েছে। নিয়ে নিন। এর মধ্যে ৭৫ লক্ষ টাকা গাড়ি বাবদ। চাইলে গুনে নিতে পারেন।’ এর পর বরের জুতো চুরির অনুষ্ঠানে শ্যালিকার হাতে ধরানো হয় ৫০০ টাকার নোটের বান্ডিলে ১১ লক্ষ টাকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *