আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল সারা বাংলা। জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে পথে নেমেছে। তারা কর্ম বিরতি পালন করছে। আর এই অবস্থাতেই বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক যুবকের। সেই বিষয় নিয়ে কুনাল ঘোষের পরে মুখ খুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিনা চিকিৎসায় অকালে প্রাণ চলে তাঁদের এক ছেলের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন ছিল, ‘জাস্টিস ফর আরজি কর যদি হয় তাহলে জাস্টিস ফর কোন্নগর কেন হবে না?’
বার তৃণমূল সাংসদের যুক্তি খন্ডালেন অভিনেত্রী সোহিনী সরকার। সোহিনী বলেন, এই মৃত্যু খুবই মর্মান্তিক, দুঃখজনক। কিন্তু তাদের লড়াই শুধুই কোনো একটি মৃত্যু নিয়ে নয়, সমস্ত সিস্টেমটার বিরুদ্ধে। তিনি বলেন, “আমি ওঁর বক্তব্য নিজে কানে শুনিনি। তবে যদি কেউ এমন মন্তব্য করে থাকেন তার জন্য আমি একটা কথা বলতে পারি। সবাই যে পথে নেমেছে, সবাই যে জাস্টিস চাইছে, আন্দোলন করছেন, অনেক দাবি সরকারের কাছে রাখছেন সেটা কিন্তু একজন মানুষের জন্য নয়। সেটা সমগ্র জাতির জন্য। এই পশ্চিমবঙ্গের জন্য।” একথা ঠিক জুনিয়র ডাক্তাররাই যেকোনো হাসপাতালের মেরুদন্ড। তারা কর্ম বিরতি পালন করলে বহু মানুষের ক্ষতি। কিন্তু তাদের কেন বার বার করে যেতে হচ্ছে এই কৰক বিরতিতে?
সোহিনী বলেন, বাংলা নয়, সারা ভারতে নারী সুরক্ষা নিয়ে এই আন্দোলন। সেই আন্দোলনে পতাকা বাদ দিয়ে তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, “আমাদের সিস্টেমের মধ্যে যে কোরাপশন আছে, সিস্টেমের মধ্যে অনেক গাফিলতি আছে অনেক দুর্বলতা আছে সেগুলো যদি ঠিক হয় তাহলে সবার জন্যই হবে।”