www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 9:25 am

তৃণমূল আছে তৃণমূলেই। সরস্বতী পুজোর আগের দিন মৃত্যু হয় নদিয়ার কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের।

তৃণমূল আছে তৃণমূলেই। সরস্বতী পুজোর আগের দিন মৃত্যু হয় নদিয়ার কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। এবার প্রয়াত বিধায়ক কাদের পক্ষে? তা নিয়ে বিবাদ দুই গোষ্ঠীর। দুই গোষ্ঠীই রবিবার প্রয়াত বিধায়কের স্মরণ সভার আয়োজন করেছিল। কিন্তু একটাকে বাতিল করতে হলো।
খবরে প্রকাশ, তাঁর মৃত্যুর পর নাসিরউদ্দিন ঘনিষ্ঠ বিধায়করা স্মরণ সভার ডাক দেন। রবিবার সেই স্মরণসভা হওয়ার কথা ছিল। এটির নেতৃত্বে ছিলেন উজ্জ্বল বিশ্বাস। এরপর দেখা গেল কৃষ্ণনগরের সাংসদও একই দিনের পাল্টা আরও একটি স্মরণসভার ডাক দেন। একই দিনে দু’টি স্মরণসভা ঘিরে স্বাভাবিকভাবেই জটিলতা তৈরি হয়। ক্ষুব্ধ হন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

এর পরেই উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে রাজ্য নেতৃত্ব। বার্তা দেওয়া হয়,তাঁর ডাকা স্মরণসভা তুলে নেওয়ার জন্য। সূত্রের খবর, উজ্জ্বল রাজ্য নেতৃত্বকে জানান, তাঁরা এই স্মরণসভা আগে ডেকেছেন। তাহলে কেন তিনি তা প্রত্যাহার করবেন? এরপর রবিবার মহুয়া নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘রাজ্য কমিটির নামে ডাকা স্মরণসভার কোনও দলীয় অনুমোদন ছিল না। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার ১৬ ফেব্রুয়ারি দুপুর ৩ টে দলের তরফে স্মরণসভা ডাকা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত নৈরাজ্যের ছবি উঠে আসলো নদীয়া থেকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *