খবরে আমরা : কাঠের জগন্নাথ তৈরি করে জেলা ছাড়িয়ে দেশ বিদেশে তাক লাগাচ্ছেন রঘুনাথগঞ্জের বাপ্পা দাস। রঘুনাথগঞ্জ ২ ব্লকের তেঘরী গ্রামের বাসিন্দা বাপ্পা দাস তৈরি কাঠের তৈরি অপূর্ব সুন্দর জগন্নাথ, বলরাম শুভদ্রার মূর্তি। দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে বাপ্পা দাসের হাতে তৈরি জগন্নাথ দেব।
মাত্র ১৫ বছর বয়স থেকে জগন্নাথ তৈরির হাতে খড়ি ঘুনাথগঞ্জ ২ব্লকের তেঘরী গ্রামের বাসিন্দা বাপ্পা দাসের। নিজের ঘরের জগন্নাথের মূর্তি দেখে দেখে শিশুকাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করেন তিনি। তারপর থেকে শুরু হয়ে যায় কাঠের জগন্নাথ তৈরির কাজ।
বাপ্পা দাসের কাঠের তৈরি অপূর্ব সুন্দর নিখুঁত জগন্নাথ, বলরাম শুভদ্রার মূর্তি এখন পাড়ি দিচ্ছে গোটা দেশ সহ দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেপাল, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। কাঠের উপর সুন্দর মূর্তি তৈরি করে সেই মূর্তি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়।
বাপ্পা দাস বলেন, এই জগন্নাথ একবার নিলে আর পাল্টাতে হবেনা। আজীবন থেকে যাবে। ফাল্গুন মাস থেকে রথযাত্রা পর্যন্ত প্রচুর অর্ডার থাকে জগন্নাথের। বাপ্পা দাস এর স্ত্রী অঙ্কিতা দাস তিনি বস্ত্র পাগড়ী সহ সাজ নিজে হাতে তৈরি করেন।