www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 3, 2024 5:54 pm
legal aid service

এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে 'বেঞ্চ জাজ' হয়েছিলেন 'হাইকোর্ট  সংবাদদাতা' মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে গাড়ি দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ  সংক্রান্ত  মামলা উঠে। ১১৬ টি নথিভুক্ত মামলার ৯৩ টি নিস্পত্তি ঘটে।এই বেঞ্চে নিস্পত্তি মামলার অর্থের পরিমাণ ৬ কোটি ৩১ লাখ টাকার মত।এই বেঞ্চের  মূল বিচারক সৌরভ ভট্টাচার্য জাতীয় লোক আদালতে বিচার চাইতে আসা প্রবীণ বিচারপ্রার্থীদের অগ্রাধিকার দেন অন্যান্য বিচারপ্রার্থীদের সহমতের ভিক্তিতে।

পারিজাত মোল্লা

শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রীমতী সোনিয়া মজুমদারের  নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ২০ টি বেঞ্চ বসেছিল।

জেলার সদর আদালতে ১৭ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -”  এদিন জাতীয় লোক আদালতে  ৭২৬৯ মত মামলা নথিভুক্ত ছিল, এর মধ্যে নিস্পত্তি ঘটেছে ৫৯৬২ এর মত মামলা । নিস্পত্তি মামলার অর্থের পরিমাণ  ৮ কোটি টাকার ১৫ লাখ টাকার মত”। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ৬ নং বেঞ্চে পক্সো  বিচারক সৌরভ ভট্টাচার্যের  নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল।

এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ জাজ’ হয়েছিলেন ‘হাইকোর্ট  সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে গাড়ি দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ  সংক্রান্ত  মামলা উঠে। ১১৬ টি নথিভুক্ত মামলার ৯৩ টি নিস্পত্তি ঘটে।এই বেঞ্চে নিস্পত্তি মামলার অর্থের পরিমাণ ৬ কোটি ৩১ লাখ টাকার মত।এই বেঞ্চের  মূল বিচারক সৌরভ ভট্টাচার্য জাতীয় লোক আদালতে বিচার চাইতে আসা প্রবীণ বিচারপ্রার্থীদের অগ্রাধিকার দেন অন্যান্য বিচারপ্রার্থীদের সহমতের ভিক্তিতে।

বিচারকের এহেন মানবিকতায় মুগ্ধ অনেকেই।  এছাড়া অন্যান্য বেঞ্চে ট্রাফিক, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক  প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।হাওড়া জেলা আদালতে বেঞ্চ জাজ হিসাবে শিক্ষক, আইনজীবী, সমাজসেবী সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন জগতের মানুষজনকে যুক্ত করা হয়েছিল।  জানা গেছে শতকরা ৯০ ভাগ মামলা এদিন সারাদিন ব্যাপি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *