যদি কোনও আন্ডারগ্রাউন্ড দল মূলস্ত্রোতে ফিরে আসতে চায় তাহলে সবরকমভাবে সাহায্য করা হবে। বৃহস্পতিবার গুয়াহাটিতে এমনই আশ্বাস দিলেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর।
বেশ কিছু যুবক সমাজের মূলস্রোতে ফিরে আসার ইচ্ছেপ্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন জঙ্গি সংগঠনের খাতায় নাম লেখানো ওই যুবকদের আর্জি, সরকার সম্মানীয় চুক্তির আশ্বাস দিলে তাঁরা আত্মসমর্পণ করবেন। শেষ বন্দুকটি সরকারের হাতে তুলে দেওয়া না পর্যন্ত তাঁর কাজ জারি থাকবে বলে জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর। উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি সংগঠনের সঙ্গেও দ্য আর্ট অফ লিভিং যোগাযোগ রেখেছে বলে জানিয়েছেন তিনি।
উত্তর-পূর্বাঞ্চলের সমস্যা নিয়ে বিভিন্ন দলের মানুষের একমঞ্চে আসা নিয়ে সন্তাষপ্রকাশ করেছেন শ্রী শ্রী রবিশঙ্কর । মতামত ভিন্ন হলেও এই আলোচনা থেকেই ঐকমত্যে আসা সম্ভব হবে বলে মনে করেন তিনি। কোনও একটি এলাকার সমৃদ্ধি দ্বন্দ্বের মধ্যে দিয়ে নয়, সহযোগিতার মধ্যেই দিয়েই আসে বলে মন্তব্য করেছেন দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা।