www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2024 2:51 pm

জ্যোতিষ গণনা অনুযায়ী ২০০ বছর দুটি অশুভ সংযোগ সৃষ্টি হতে চলেছে এই তিথিতে। যার ফলে তিনটি রাশির জাতকদের ওপর দুষ্প্রভাব পড়বে। এ সময় তাঁদের দুর্ঘটনার যোগ থাকবে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যায়।

মঙ্গলবার বছরের শেষ চন্দ্র গ্রহণ। জ্যোতিষ মতে গত দুশো বছরে প্রথম এই গ্রহণের খারাপ প্রভাব পড়তে চলেছে মানব জীবনে। গ্রহ নক্ষত্রের অবস্থানে এই গ্রহণ প্রভাব ফেলছে রাশিচক্রে। তাই সাবধানে থাকুন।

কার্তিক পূর্ণিমার দিনে সংগঠিত হতে চলেছে ২০২২-এর শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। জ্যোতিষ গণনা অনুযায়ী ২০০ বছর দুটি অশুভ সংযোগ সৃষ্টি হতে চলেছে এই তিথিতে। যার ফলে তিনটি রাশির জাতকদের ওপর দুষ্প্রভাব পড়বে। এ সময় তাঁদের দুর্ঘটনার যোগ থাকবে। এ ছাড়াও নানান সমস্যায় জীবন ঘিরে যেতে পারে। কোন অশুভ যোগ সৃষ্টি হতে চলেছে এবং কোন কোন রাশির (Astrology) জাতকদের সাবধানে থাকতে হবে জেনে নেওয়া যাক।

সূর্য গ্রহণের ১৫ দিন পর ৮ নভেম্বর সংগঠিত হতে চলেছে বছরের শেষ চন্দ্র গ্রহণ। এটি আংশিক চন্দ্র গ্রহণ এবং ভারতে চাঁদের গ্রস্তোদয় দেখা যাবে। অর্থাৎ গ্রহণের গ্রাসে থাকা চাঁদ উদয় হবে ভারতে।

চন্দ্র গ্রহণে অশুভ যোগ
জ্যোতিষ (Effects of planet) গণনা অনুযায়ী এই চন্দ্রগ্রহণে ২০০ বছর পর অত্যন্ত অশুভ সংযোগ সৃষ্টি হচ্ছে। এই সংযোগ কিছু রাশির জাতকদের জন্য অশুভ ফলাফল নিয়ে আসবে। আবার জ্যোতিষ শাস্ত্রে ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণকে অশুভ মনে করা হয়। চন্দ্রগ্রহণের সমস্ত তথ্য, কোন রাশির ওপর এর দুষ্প্রভাব পড়বে জেনে নেওয়া যাক।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য চন্দ্র গ্রহণ (Chandra Grahan 2022) অশুভ প্রমাণিত হতে পারে। কারণ মেষ রাশিতেই চন্দ্র গ্রহণ লাগবে। এই সময়কালে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি সিনিয়র বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় পরিবারের সদস্যদের সঙ্গেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কোথাও লগ্নির পরিকল্পনা করে থাকলে, সময় মোটেও অনুকূল নয়। অংশীদারীত্বের ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের লোকসানের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
চন্দ্রগ্রহণ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত কষ্টকর প্রমাণিত হবে। নিজের জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাদের। এমনকি চাকরিতে বাধার মুখে পড়তে পারেন। অন্য দিকে তুলা রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এ সময় সাবধানে গাড়ি চালাতে হবে। কারণ গ্রহণের প্রভাবে দুর্ঘটনার যোগ থাকছে।

ধনু রাশি
বছরের শেষ চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse 2022) ধনু রাশির জাতকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এ সময় কোনও অজ্ঞাত ভয়ে কাঁটা হয়ে থাকবেন। পাশাপাশি কর্মক্ষেত্র বা ব্যক্তিগত ক্ষেত্রে কোনও অবসাদ দেখা দিতে পারে। কোনও পুরনো অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায় বড়সড় চুক্তি সম্পাদন হতে হতে আটকে যাবে। অন্য দিকে এই রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতির প্রভাব থাকবে। জ্য়োতিষ পরামর্শ মেনে, গ্রহণের সময় ধনু রাশির জাতকরা বাড়ির বাইরে বেরোবেন না।

চন্দ্র গ্রহণে এই কাজ বন্ধ রাখুন
শাস্ত্র মতে গ্রহণের সময় রান্না করা বা খাবার খাওয়া উচিত নয়। আসলে চন্দ্র গ্রহণের সময়ে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই গ্রহণে এ ধরনের কাজ করা নিষিদ্ধ। আবার চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে বেরোতে নেই। কারণ এর ফলে গর্ভস্থ শিশুর ওপর অশুভ প্রভাব পড়ার ধারণা প্রচলিত আছে। গ্রহণের সময়ে ঘুমাতে নেই। আবার গাছপালা স্পর্শ করবেন না। এ সময়ে পূজার্চনা এড়িয়ে যাওয়া উচিত। এমনকি ঠাকুর-দেবতাও স্পর্শ করবেন না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *