www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 5, 2024 11:58 pm
shiva

শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তাঁর তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত ‘শিবলিঙ্গ’ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়।সমগ্র হিন্দু সমাজে শিবপূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে ও পাকিস্তানের কিছু অংশে শিবপূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পূজা কে সর্বশ্রেষ্ঠও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়।

শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। শিব সৃষ্টি-স্থিতি-প্রলয়রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দুধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের (Siv) প্রধান দেবতা। এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের (গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা) একটি রূপ তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা।

সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্ম স্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার,এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায়না,তিনি কালচক্র ও সংসারের সকল গুণ-অগুণ এর উর্দ্ধে। শিবের (Siva) অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে।সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন।আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী। তার দুই পুত্র বর্তমান। এঁরা হলেন গণেশ (Ganesa) ও কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়। শিবকে যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতাও মনে করা হয়। এছাড়াও তিনি চিকিৎসা বিদ্যা ও কৃষিবিদ্যারও আবিষ্কারক।

শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তাঁর তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত ‘শিবলিঙ্গ’ (SivLinga) নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়।সমগ্র হিন্দু সমাজে শিবপূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে ও পাকিস্তানের কিছু অংশে শিবপূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পূজা কে সর্বশ্রেষ্ঠও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়।

শিবের প্রণাম মন্ত্র :

নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর


(যিনি শিব, যিনি শান্তমূর্ত্তি, যিনি সত্ত্ব রজঃ তমঃ এই তিন জগৎকারণের কারণ, তাঁহাকে প্রণাম করি। হে পরমেশ্বর, তোমাকে আত্মসমর্পণ করিতেছি, তুমি আমার গতি (আশ্রয়)

শিবের জপ মন্ত্র :

ওঁ নমঃ শিবায় নমঃ

শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র :

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম
পুষ্টিবর্ধনম্উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্

শিবের গায়ত্রী মন্ত্র :

ওঁ তৎপুরুষায় বিদ্যাহে মহাদেবায়া
ধীমাহী তান্ন রুদ্রঃ প্রচোদয়াৎ

শিবের রুদ্র মন্ত্র :

‘ওম নমো ভগবতে রুদ্রায়’

শিবের  ধ্যান মন্ত্র:

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশ রজতগিরি নিভং চারুচন্দ্রাবতংসংরত্নাকল্পোজ্জ্বলাঙ্গং
পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম
পদ্মাসীনং সমন্তাৎ স্ততমমরগণৈব্যার্ঘকৃত্তিং
বসানংবিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়রং পঞ্চবকত্রং

শিব স্তোত্র :

প্রভুমীশ-মনীশ-মশেষগুণং গুণহীন-মহীশ-গণাভরণাম।
রণ-নির্জ্জিত-দুর্জ্জয়-দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥১

গিরিরাজ-সুতান্বিত-বামতনুং তনু-নিন্দিত-রাজত-ভূমিধরম্‌।
বিধি-বিষ্ণু-শিরোধৃত-পাদযুগং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥২

শশলাঞ্ছিত-রঞ্জিত-সন্মুকুটং কটলম্বিত-সুন্দর-কৃত্তিপটম্‌।
সুরশৈবলিনী-কৃত-পূতজটং প্রণমামি শিবং শিব কল্পতরুম॥৩

নয়নত্রীয়-ভূষিত চারুমুখং মুখপদ্ম বিনিন্দিত কোটিবিধুম।
বিধু-খণ্ড-বিমণ্ডিত-ভাল-তটং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥৪

বৃষ রাজ-নিকেতনমাদি গুরুং গরলাশন-মাৰ্ত্তি-বিনাশ করিম।
বরদাভয়-শূলবিষাণ-ধরং প্রণমামি শিবং শিব-কল্পতরুম॥৫

মকরধ্বজ-মত্ত-মাতঙ্গ-হরং করিচর্ম্ম-বিলাস-বিশেকরমস্ফুরদাদ্ভূত
কীকস-মাল্যধরং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥৬

জগদুদ্ভবপালননাশকরং কারুণেশ-গুণত্ৰয়া-রূপধরম্‌।
প্রিয়মাধব-সাধুজনৈকগতিং প্রণমামি শিবং শিবকল্পতরুম্‌॥৭

প্রমথাধিপ সেবক রঞ্জনকং মুনি-যোগি-মনোহম্বুজ-ষট্‌পদকম।
ভজতোহখিল-দুঃখ সমৃদ্ধি হরং প্রণমামি শিবং শিবকল্পতরুম্‌॥৮

Shiv Tandav Lyrics In Bengali

জটাটবীগলজ্জলপ্রবাহপাবিতস্থলে
গলেবলংব্য লংবিতাং ভুজংগতুংগমালিকাম্
ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর্বযং
চকার চংডতাংডবং তনোতু নঃ শিবঃ শিবম্ ‖ 1

জটাকটাহসংভ্রমভ্রমন্নিলিংপনির্ঝরী
-বিলোলবীচিবল্লরীবিরাজমানমূর্ধনি |
ধগদ্ধগদ্ধগজ্জ্বলল্ললাটপট্টপাবকে
কিশোরচংদ্রশেখরে রতিঃ প্রতিক্ষণং মম ‖ 2 ধরাধরেংদ্রনংদিনীবিলাসবংধুবংধুর
স্ফুরদ্দিগংতসংততিপ্রমোদমানমানসে
কৃপাকটাক্ষধোরণীনিরুদ্ধদুর্ধরাপদি
ক্বচিদ্দিগংবরে মনো বিনোদমেতু বস্তুনি ‖ 3 জটাভুজংগপিংগলস্ফুরত্ফণামণিপ্রভা
কদংবকুংকুমদ্রবপ্রলিপ্তদিগ্বধূমুখে
মদাংধসিংধুরস্ফুরত্ত্বগুত্তরীযমেদুরে
মনো বিনোদমদ্ভুতং বিভর্তু ভূতভর্তরি ‖ 4 সহস্রলোচনপ্রভৃত্যশেষলেখশেখর
প্রসূনধূলিধোরণী বিধূসরাংঘ্রিপীঠভূঃ
ভুজংগরাজমালযা নিবদ্ধজাটজূটক
শ্রিযৈ চিরায জাযতাং চকোরবংধুশেখরঃ ‖ 5

ললাটচত্বরজ্বলদ্ধনংজযস্ফুলিংগভা
-নিপীতপংচসাযকং নমন্নিলিংপনাযকম্
সুধামযূখলেখযা বিরাজমানশেখরং
মহাকপালিসংপদেশিরোজটালমস্তু নঃ ‖ 6 করালফালপট্টিকাধগদ্ধগদ্ধগজ্জ্বল
দ্ধনংজযাধরীকৃতপ্রচংডপংচসাযকে
ধরাধরেংদ্রনংদিনীকুচাগ্রচিত্রপত্রক
প্রকল্পনৈকশিল্পিনি ত্রিলোচনে মতির্মম ‖ 7

নবীনমেঘমংডলী নিরুদ্ধদুর্ধরস্ফুরত্
কুহূনিশীথিনীতমঃ প্রবংধবংধুকংধরঃ
নিলিংপনির্ঝরীধরস্তনোতু কৃত্তিসিংধুরঃ
কলানিধানবংধুরঃ শ্রিযং জগদ্ধুরংধরঃ ‖ 8 প্রফুল্লনীলপংকজপ্রপংচকালিমপ্রভা
-বিলংবিকংঠকংদলীরুচিপ্রবদ্ধকংধরম্
স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিদং
গজচ্ছিদাংধকচ্ছিদং তমংতকচ্ছিদং ভজে ‖ 9

অগর্বসর্বমংগলাকলাকদংবমংজরী
রসপ্রবাহমাধুরী বিজৃংভণামধুব্রতম্
স্মরাংতকং পুরাংতকং ভবাংতকং মখাংতকং
গজাংতকাংধকাংতকং তমংতকাংতকং ভজে ‖ 10 জযত্বদভ্রবিভ্রমভ্রমদ্ভুজংগমশ্বস
-দ্বিনির্গমত্ক্রমস্ফুরত্করালফালহব্যবাট্
ধিমিদ্ধিমিদ্ধিমিধ্বনন্মৃদংগতুংগমংগল
ধ্বনিক্রমপ্রবর্তিত প্রচংডতাংডবঃ শিবঃ ‖ 11

দৃষদ্বিচিত্রতল্পযোর্ভুজংগমৌক্তিকস্রজোর্
-গরিষ্ঠরত্নলোষ্ঠযোঃ সুহৃদ্বিপক্ষপক্ষযোঃ
তৃষ্ণারবিংদচক্ষুষোঃ প্রজামহীমহেংদ্রযোঃ
সমং প্রবর্তযন্মনঃ কদা সদাশিবং ভজে ‖ 12

কদা নিলিংপনির্ঝরীনিকুংজকোটরে বসন্
বিমুক্তদুর্মতিঃ সদা শিরঃস্থমংজলিং বহন্
বিমুক্তলোললোচনো ললাটফাললগ্নকঃ
শিবেতি মংত্রমুচ্চরন্ সদা সুখী ভবাম্যহম্ ‖ 13

ইমং হি নিত্যমেবমুক্তমুত্তমোত্তমং স্তবং
পঠন্স্মরন্ব্রুবন্নরো বিশুদ্ধিমেতিসংততম্
হরে গুরৌ সুভক্তিমাশু যাতি নান্যথা গতিং
বিমোহনং হি দেহিনাং সুশংকরস্য চিংতনম্ ‖ 14

পূজাবসানসমযে দশবক্ত্রগীতং যঃ
শংভুপূজনপরং পঠতি প্রদোষে
তস্য স্থিরাং রথগজেংদ্রতুরংগযুক্তাং
লক্ষ্মীং সদৈব সুমুখিং প্রদদাতি শংভুঃ ‖ 15

108 Names Of Lord Shiva In Bengali

ওঁ শিবায় নমঃ । 1
ওঁ মহেশ্বরায় নমঃ । 2
ওঁ শম্ভবে নমঃ । 3
ওঁ পিনাকিনে নমঃ । 4
ওঁ শশিশেখরায় নমঃ । 5
ওঁ বামদেবায় নমঃ । 6
ওঁ বিরূপাক্ষায় নমঃ । 7
ওঁ কপর্দিনে নমঃ । 8
ওঁ নীললোহিতায় নমঃ । 9
ওঁ শঙ্করায় নমঃ । 10
ওঁ শূলপাণিনে নমঃ । 11
ওঁ খট্বাঙ্গিনে নমঃ । 12
ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ । 13
ওঁ শিপিবিষ্টায় নমঃ । 14
ওঁ অম্বিকানাথায় নমঃ । 15
ওঁ শ্রীকণ্ঠায় নমঃ । 16
ওঁ ভক্তবত্সলায় নমঃ । 17
ওঁ ভবায় নমঃ । 18
ওঁ শর্বায় নমঃ । 19
ওঁ ত্রিলোকেশায় নমঃ । 20

108 Names Of Lord Shiva In Bengali

ওঁ শিতিকণ্ঠায় নমঃ । 21
ওঁ শিবাপ্রিয়ায় নমঃ । 22
ওঁ উগ্রায় নমঃ । 23
ওঁ কপালিনে নমঃ । 24
ওঁ কামারয়ে নমঃ । 25
ওঁ অন্ধকাসুরসূদনায় নমঃ । 26
ওঁ গঙ্গাধরায় নমঃ । 27
ওঁ ললাটাক্ষায় নমঃ । 28
ওঁ কলিকালায় নমঃ । 29
ওঁ কৃপানিধয়ে নমঃ । 30
ওঁ ভীমায় নমঃ । 31
ওঁ পরশুহস্তায় নমঃ । 32
ওঁ মৃগপাণয়ে নমঃ । 33
ওঁ জটাধরায় নমঃ । 34
ওঁ কৈলাসবাসিনে নমঃ । 35
ওঁ কবচিনে নমঃ । 36
ওঁ কঠোরায় নমঃ । 37
ওঁ ত্রিপুরান্তকায় নমঃ । 38
ওঁ বৃষাঙ্গায় নমঃ । 39
ওঁ বৃষভারূঢায় নমঃ । 40

108 Names Of Lord Shiva In Bengali

ওঁ ভস্মোদ্ধূলিতবিগ্রহায় নমঃ । 41
ওঁ সামপ্রিয়ায় নমঃ । 42
ওঁ স্বরময়ায় নমঃ । 43
ওঁ ত্রয়ীমূর্তয়ে নমঃ । 44
ওঁ অনীশ্বরায় নমঃ । 45
ওঁ সর্বজ্ঞায় নমঃ । 46
ওঁ পরমাত্মনে নমঃ । 47
ওঁ সোমসূর্যাগ্নিলোচনায় নমঃ । 48
ওঁ হবিষে নমঃ । 49
ওঁ য়জ্ঞময়ায় নমঃ । 50
ওঁ সোমায় নমঃ । 51
ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ । 52
ওঁ সদাশিবায় নমঃ । 53
ওঁ বিশ্বেশ্বরায় নমঃ । 54
ওঁ বীরভদ্রায় নমঃ । 55
ওঁ গণনাথায় নমঃ । 56
ওঁ প্রজাপতয়ে নমঃ । 57
ওঁ হিরণ্যরেতসে নমঃ । 58
ওঁ দুর্ধর্ষায় নমঃ । 59
ওঁ গিরিশায় নমঃ । 60

ওঁ অনঘায় নমঃ । 61
ওঁ ভুজঙ্গভূষণায় নমঃ। 62
ওঁ ভর্গায় নমঃ । 63
ওঁ গিরিধন্বনে নমঃ । 64
ওঁ গিরিপ্রিয়ায় নমঃ । 65
ওঁ কৃত্তিবাসসে নমঃ । 66
ওঁ পুরারাতয়ে নমঃ । 67
ওঁ ভগবতে নমঃ । 68
ওঁ প্রমথাধিপায় নমঃ । 69
ওঁ মৃত্যুঞ্জয়ায় নমঃ । 70
ওঁ সূক্ষ্মতনবে নমঃ । 71
ওঁ জগদ্ব্যাপিনে নমঃ । 72
ওঁ জগদ্গুরুবে নমঃ । 73
ওঁ ব্যোমকেশায় নমঃ । 74
ওঁ মহাসেনজনকায় নমঃ । 75
ওঁ চারুবিক্রমায় নমঃ । 76
ওঁ রুদ্রায় নমঃ । 77
ওঁ ভূতপতয়ে নমঃ । 78
ওঁ স্থাণবে নমঃ । 79
ওঁ অহির্বুধ্ন্যায় নমঃ । 80

শিবের অষ্ট শতনাম

ওঁ দিগম্বরায় নমঃ । 81
ওঁ অষ্টমূর্তয়ে নমঃ । 82
ওঁ অনেকাত্মনে নমঃ । 83
ওঁ সাত্ত্বিকায় নমঃ । 84
ওঁ শুদ্ধবিগ্রহায় নমঃ । 85
ওঁ শাশ্বতায় নমঃ । 86
ওঁ খণ্ডপরশবে নমঃ । 87
ওঁ রজসে নমঃ । 88
ওঁ পাশবিমোচনায় নমঃ । 89
ওঁ মৃডায় নমঃ । 90
ওঁ পশুপতয়ে নমঃ । 91
ওঁ দেবায় নমঃ । 92
ওঁ মহাদেবায় নমঃ । 93
ওঁ অব্যয়ায় নমঃ । 94
ওঁ হরয়ে নমঃ । 95
ওঁ ভগনেত্রভিদে নমঃ । 96
ওঁ অব্যক্তায় নমঃ । 97
ওঁ দক্ষাধ্বরহরায় নমঃ । 98
ওঁ হরায় নমঃ । 99
ওঁ পূষাদন্তভিদে নমঃ । 100
ওঁ অব্যগ্রায় নমঃ । 101
ওঁ সহস্রাক্ষায় নমঃ । 102
ওঁ সহস্রপদে নমঃ । 103
ওঁ অপবর্গপ্রদায় নমঃ । 104
ওঁ অনন্তায় নমঃ । 105
ওঁ তারকায় নমঃ । 106
ওঁ পরমেশ্বরায় নমঃ । 107
ওঁ ত্রিলোচনায় নমঃ । 10

Shivratri Katha In Bengali (শিবরাত্রি ব্রতকথা)

পুরাকালের কথা তখন এই কৈলাশশিখরে শিব-পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাঁদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব-পার্বতী।

একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ-দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন?
দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথীর রাত্রিকে শিবরাত্রি বলা হয়।এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রতপালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে।

হে দেবী, এই হল আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে অপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোল কলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয়।

শিব রাত্রির ব্রতকথা

শিব পার্বতীকে আরও বলেন, এবার শিবচতুদর্শী তিথির মাহাত্ম বলছি, শোন শিবমহাপুরাণ অনুসারে, বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু  জীবহত্যা করে বেড়াত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে, অনেক পশু পাখি শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল।

কিছুদূর আসতেই রাত্রি হয়ে গেল। ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হীংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়
ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল, সেই গাছটি ছিল বেলগাছ।160 আর সেই গাছের নিচে ছিল শিবলিঙ্গ । ব্যাধ গাছে নড়ে-চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি একটি বেলপাতা খসে পড়লো ঐ শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই।

পরদিন ব্যাধ সকালে বাড়ি ফিরে এলো। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এল।

আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন।

শিব রাত্রির ব্রতকথা

এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। জানালেন যম।তার কথা শুনে নন্দী বললেন,ধর্মরাজ, এতে কোন সন্দেহই নেই যে ঐ ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে। কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে।নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ।

তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল।শিব পার্বতীকে আরও বলেলেন, এই হল শিবরাত্রিব্রতের মাহাত্ম।

শিবের কথা শুনে হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিথি শিবরাত্রিব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তাঁরা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এ ভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে চালু হয়।

(সংগৃহীত)

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *