শৈলেন সরকার:::
করোনার রেশ কাটিয়ে ফের শুরু হচ্ছে বার্নপুর উৎসব। ১৮ তম বার্নপুর উত্সব শুরু হচ্ছে আগামী ২৬মে থেকে। এই উৎসব চলবে আগামী ২৯ মে পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবে বার্নপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটি। এবারের বার্নপুর উৎসব হবে ভারতী ভবন প্রাঙ্গনে ও তার মূল হলে। উৎসবের চারদিনই অনুষ্ঠানে থাকবে স্থানীয়দের গান, আবৃত্তি ও নৃত্য। সাথে পরিবেশিত হবে কলকাতার নামী শিল্পীদের বিচিত্রানুষ্ঠান। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ টায়।
সমগ্র উৎসবটির সহযোগিতায় থাকছে সেল, আইএসপি ও ভারতী ভবন।
উৎসব কমিটির পক্ষ থেকে এই খবর প্রকাশিত হয়েছে। এই খবরে খুশির হাওয়া বার্নপুর জুড়ে।