www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 31, 2023 12:51 pm

খবরে আমরাঃ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে বিধানসভার স্পিকারের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ফের চার সপ্তাহের মধ্যে্ স্পিকারকে বিজেপির আবেদন মতো দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। বিজেপির টিকিটে জিতে মুকুল তৃণমূলে যোগ দিয়েছেন, এমন অভিযোগে তারে বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করেছে বিজেপি। তারা মুকুলের যোগদানের সপক্ষে তৃণমূলের পেসবুক পেজে প্রকাশিত ছবি তুলে ধরেছিল। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দেন। স্পিকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোরপ্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদনকারী পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন, গত বছরের ১১ জুন যে সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক মুকুল তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সাংবাদিক বৈঠককে ‘প্রমাণ’ হিসেবে ধরে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

প্রসঙ্গত,মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজের দাবি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেন। গত মাসে বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ নির্দেশ দেয়, এক মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে কলকাতা হাইকোর্টকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *