খবরে আমরাঃ কলমের খোঁচা বড্ড বেশি লেগে গিয়েছিল বিজেপি বিধায়কের। তাই বোধহয় মধ্যপ্রদেশে সাংবাদিকদের থানায় তুলে এনে অর্ধনগ্ন করে বসিয়ে রাখল পুলিশ। এবার এই নিগ্রহের প্রতিবাদে বর্ধমানের রাস্তায় নামল বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ এ্যাসোসিয়েশন। মধ্যপ্রদেশে কর্মরত সাংবাদিকদের ওপর পুলিশের মধ্যযুগীয় বর্বরতার তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে পথ সভা করল জেলার অন্যতম সাংবাদিক সংস্থা বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ এ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয় মনিমার্ট প্রাঙ্গণ থেকে মিছিল করে এসে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের কাছে এসে তারা বিক্ষোভে সামিল হন। সংগঠনের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও কর্মরত সাংবাদিক চিত্র সাংবাদিকদের নিরাপত্তার দাবী তোলা হয় । প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন , সংগঠনের প্রধান উপদেষ্টা সুভাষ সাঁই , উপদেষ্টা কাশীনাথ গাঙ্গুলী , সভাপতি পঞ্চানন মুখার্জি ,প্রাক্তন সভাপতি দিলীপ রাউত , কার্যকরী সভাপতি মাধব ঘোষ , সাধারণ সম্পাদক কৌশিক চক্রবর্ত্তী , সাংগঠনিক সম্পাদক দুরন্ত কুমার নাগ , কোষাধ্যক্ষ প্রদীপ চন্দ , কার্যকরী কমিটির সদস্য পিঙ্কি দত্তশর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এদিকে এই ঘটনার প্রতিবাদে কার্জন গেটে গান গেয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি জানান, এমন ঘটলে তিনি আবারও পথে নামবেন
জেলা
সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে পথে নামল বিডিজেএ
- Sri Pritam
- April 9, 2022
- Latest Update: April 9, 2022 8:56 pm
- 341
- Less than a minute
- 0
You can share this post!
administrator