নাগরিক সমাজ প্রশংসায় ভরিয়ে তুলেছেন তাকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন। হয়েছে ছেড়ে যাওয়ার সময়। ভিড় কাটিয়ে কৃত্রিম পা নিয়ে কোনওমতে ওভার ব্রিজের সিঁড়ি টপকাচ্ছেন বিশেষভাবে সক্ষম এক যুবক। চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট! ত্রাতা হয়ে এলেন পুলিশকর্মী। কোথায় যেতে চান প্রশ্ন করেন, যুবক উত্তর দেন ট্রেন ধরবেন। তারপরই তাঁকে কাঁধে তুলে দৌড় দেন পুলিশকর্মী। সময় থাকতেই তুলে দেন ট্রেনের নির্দিষ্ট কামরাতেও।
এই দৃশ্য দেখে বাহবা দিচ্ছেন স্টেশনে উপস্থিত সকলে। সোশাল মিডিয়ায়তেও ভাইরাল সেই ভিডিও। পুলিশকর্মীর নাম অশ্বিনী কুমার। ঘটনার দিন রাতে তিনি খেয়াল এক যুবক যাঁর একটি পা কৃত্রিম। কোনওমতে সিঁড়ি উঠছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের সঙ্গে কথা বলার পর, পুলিশকর্মী তাঁকে কাঁধে তুলে নেন। বলিষ্ঠ কাঁধে যুবককে নিয়ে নেমে আসেন প্ল্যাটফর্মে। তারপর তুলে দেন ট্রেনের নিদির্ষ্ট কামরায়। সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবকও। পরে সেই ভিডিও নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন পুলিশকর্মী। ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সেই ভিডিওটি। পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।
