www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 27, 2024 11:14 am

খোকনের এই আয় বহির্ভূত সম্পত্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের হয়েছে। মামলা গ্রহণ করেছে আদালত। পূর্ব বর্ধমানের (purba bardhaman) এই বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন এলাকার বাসিন্দা বিধান চন্দ্র কুন্ডুর।

আয় বহির্ভুত সম্পত্তি নিয়ে এবার বর্ধমানের তৃনমূলের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তাঁর রাজনৈতিক জীবন ও বিধায়ক থাকার সময়ে লাগামছাড়া আয় করেছেন বলে অভিযোগ।

খোকনের এই আয় বহির্ভূত সম্পত্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের হয়েছে। মামলা গ্রহণ করেছে আদালত। পূর্ব বর্ধমানের (purba bardhaman) এই বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন এলাকার বাসিন্দা বিধান চন্দ্র কুন্ডুর।

তিনি প্রশ্ন তুলেছেন যে মাত্র পাঁচ বছরে হিসেব বহির্ভূত সম্পত্তি কিভাবে তৈরী করলেন বিধায়ক তাঁর তদন্ত প্রয়োজন। মামলায় অভিযোগ করা হয়েছে যে খোকন দাসের স্ত্রী পুরসভার ভাইস চেয়ারম্যান (বুরদান municipality)। এই মামলার আগামী শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (enforcement directorate) (ed) আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

জানা গিয়েছে এর আগে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের (anubrata mandol) গ্রেফতারের পর খোকনকে তলব করে জেরা করে সিবিআই। সূত্রে খবর, এবার সরাসরি তাঁর আয়ের উৎস খুঁজতে এবং বেহিসেবি আয়ের তদন্ত ইডিকে দিতে পারে আদালত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *