www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 5, 2024 3:56 pm
sun

সূর্যই (Surja Dev) সমস্ত শক্তির উৎস। প্রাণশক্তির বহমান ধারা সূর্যেরই দান বলে মনে করা হয়। ফলে, হিন্দুধর্মে সূর্যকে (sun) খুবই সম্ভ্রমের চোখে দেখা হয়। সূর্যকে বাস্তবিক দেবতা হিসেবেই দেখা হয়। তাই সকালে অনেকেই সূর্যকে অর্ঘ্যদান করেন। আর বিশ্বাস, সূর্যের আশীর্বাদে এর ফলে জীবনে পাওয়া যায়  সাফল্য, স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি। সূর্যের আশীর্বাদ জীবনে লাভ করা সম্ভব হলে নানা সংকট কেটে যেতে পারে। সূর্যদেবের আনুকূল্যে জীবনে যেমন আর্থিক লাভ হবে, তেমনই খ্যাতি অর্জন করতে পারবেন। জেনে নিন রবিবার (sunday) কোন কোন কাজ করলে সূর্যের কৃপা (Spiritual) আপনার উপর বর্ষিত হবে।

জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করার জন্য আমরা নানা ভাবে চেষ্টা করে থাকি। জীবনে সুখ শান্তি পেতে জ্যোতিষে (Astrology) নানা উপায়ের কথা উল্লেখ আছে। আজ আমরা আপনাদের জানাবো রবিবার কোন কোন কাজ করলে সৌভাগ্যের দ্বার খুলে যায়। হিন্দুধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে রবিবার দিনটি হল রবি অর্থাত্‍ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত।

সূর্যই (Surja Dev) সমস্ত শক্তির উৎস। প্রাণশক্তির বহমান ধারা সূর্যেরই দান বলে মনে করা হয়। ফলে, হিন্দুধর্মে সূর্যকে (sun) খুবই সম্ভ্রমের চোখে দেখা হয়। সূর্যকে বাস্তবিক দেবতা হিসেবেই দেখা হয়। তাই সকালে অনেকেই সূর্যকে অর্ঘ্যদান করেন। আর বিশ্বাস, সূর্যের আশীর্বাদে এর ফলে জীবনে পাওয়া যায়  সাফল্য, স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি। সূর্যের আশীর্বাদ জীবনে লাভ করা সম্ভব হলে নানা সংকট কেটে যেতে পারে। সূর্যদেবের আনুকূল্যে জীবনে যেমন আর্থিক লাভ হবে, তেমনই খ্যাতি অর্জন করতে পারবেন। জেনে নিন রবিবার (sunday) কোন কোন কাজ করলে সূর্যের কৃপা (Spiritual) আপনার উপর বর্ষিত হবে।

জ্যোতিষবিদ্যা (Astrologypost)অনুসারে, সূর্যদেবকে যথাবিহিত অর্ঘ্য প্রদান করলে খুশি হয়ে সূর্যদেবতা সমস্ত রকম দুঃখকষ্ট দূর করেন। জেনে নিন কী দিয়ে পূজা করলে সন্তুষ্ট হন সূর্যদেবতা।

সিন্দুর: সিন্দুর দিয়ে অর্ঘ্য দিলে প্রীত হন সূর্যদেবতা। এতে স্বাস্থ্য ভালো থাকে। উন্নতি হয়। শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়।

ফুল: হিন্দু ধর্মাচরণে ফুলের প্রভূত গুরুত্ব। সূর্যের ক্ষেত্রেও ফুল প্রদানের উপকারিতা আছে। সূর্যকে লাল ফুল আর জল প্রদান করলে জীবনে সাফল্য মেলে।

চাল: জলে চাল মিশিয়ে সূর্যকে প্রদান করলেও সুফল মেলে।

জ্যোতিষ শাস্ত্রে সূর্যের মাহাত্ম্য

হিন্দু শাস্ত্রে সূর্য পুজোকে অত্যন্ত শুভ মনে করা হয়। পাশাপাশি সূর্য কোষ্ঠীতে পিতার প্রতিনিধিত্ব করে থাকে। এই গ্রহকে আত্মার কারক মনে করা হয়। যে জাতকের কোষ্ঠীতে সূর্য শুভ প্রভাবে উপস্থিত থাকেন, তাঁরা ধন লাভের পাশাপাশি একাধিক লাভ অর্জন করতে পারেন। আবার যে জাতকের কোষ্ঠীতে সূর্য অশুভ প্রভাব প্রদান করে, তাঁদের নানান সমস্যার মুখে পড়তে হয়।

সূর্য পুজোর মাহাত্ম্য

জ্যোতিষ অনুযায়ী সূর্যের পুজো করলে সামাজিক পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। তাঁর আশীর্বাদে একাধিক কাজও সফল হতে পারে। ১ জানুয়ারি অবশ্যই সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন। তার পর সূর্যকে অর্ঘ্য দিন। সূর্য চালিসা পাঠ করতে ভুলবেন না। পাশাপাশি মাছকে আটার গুলি খাওয়ান, গুড় ও চাল মিশিয়ে জলে প্রবাহিত করে দিন।

সূর্য পুজোর উপায়

১. সূর্যকে সৌভাগ্য ও আরোগ্যের দেবতা হিসেবে গণ্য করা হয়। ১ জানুয়ারি উদিত সূর্যকে তামার লোটায় জল ভরে অর্ঘ্য দিন। এই জলে রোলী, লাল ফুল মেশাতে ভুলবেন না। ১ জানুয়ারির পর থেকে প্রতিদিন এই উপায় করুন।

২. সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় ওম ঘৃণি সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। অর্ঘ্যে জলে কখনও পা রাখবেন না।

৩. রবিবারের উপবাস করলে সমস্ত দুঃখ দূর হয়। পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করা যায়। ১ জানুয়ারি উপবাস শুরু করুন। তার পর ১২, ৩০ বা ৫২ রবিবার উপবাস করুন। নতুন বছরে এই উপায় করলে শুভ ফল পাবেন।

৪. সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর সূর্যমন্ত্র, গায়ত্রী মন্ত্র, আদিত্য হৃদয় স্তোত্র তিন বার পাঠ করুন।

৫. ২০২৩ সালের প্রতি রবিবার গম, তামা, ঘি, গুড় ইত্যাদি দান করে যান।

সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন

প্রতি রবিবার ভোরে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন। প্রতিদিনই সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া খুবই ভালো। তবে বিশেষ করে রবিবারে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন। সকালে উঠে স্নান সেরে তারপর সূর্যকে জলের অর্ঘ্য দিন। তামার পাত্র থেকে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করুন। তার মধ্য একটি লাল ফুল, রোলি, অক্ষত ও মিছরি রাখুন। এরপর ওই জল সূর্যের উদ্দেশ্যে নিবেদন করুন।

ঝাঁটা কিনুন

রবিবার ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে জ্যোতিষমতে মনে করা হয়। যে কোনও রবিবার বাজার থেকে একসঙ্গে তিনটি ঝাঁটা কিনুন। তারপর সোমবার কোনও মন্দিরে ওই তিনটি ঝাঁটা দান করে দিন। এর ফলে সূর্য দেবতার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।

কলাপাতায় মনের ইচ্ছে লিখুন

মনের সব ইচ্ছে পূরণ করতে রবিবার সকালে একটি কলাপাতা থেকে এক টুকরো ছিঁড়ে নিয়ে তাতে নিজের মনের ইচ্ছে লিখে ফেলুন। তারপর নদীর জলে এই কলাপাতাটি ভাসিয়ে দিন। প্রতি রবিবার এই কাজ করলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে।
একটি প্রদীপ জ্বালান

জীবনে সুখ, সমৃদ্ধি ও খ্যাতি লাভ করতে প্রতি রবিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নীচে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর জন্য রবিবার আটা দিয়ে একটি গোলাকার প্রদীপ নিজের হাতে বানান। এরপর এই চতুর্মুখী প্রদীপ কোনও অশ্বত্থ গাছের নীচে জ্বালিয়ে দিন। এর ফলে আপনার জীবন আনন্দে ভরে উঠবে।

দুধ নিবেদন করুন

প্রতি সোমবার বাবলা গাছের গোড়ায় একটু করে দুধ ঢেলে দিন। এর জন্য় রবিবার রাতে শুতে যাওয়ার আগে বালিশের পাশে এক গ্লাস দুধ রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবলা গাছের গোড়ায় ওই দুধ ঢেলে দিন। এর ফলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।

(Colleced)

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *