www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 27, 2024 5:17 am
amavasya

ফাল্গুন অমাবস্যায় (Falguni Amavasya) শিবের পুজো করলে মৃত্যু, ভয়, কষ্ট, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি একাঝিক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। উল্লেখ্য বছরে এক বা দুবার সোমবতী অমাবস্যা থাকে। ২০ ফেব্রুয়ারি বছরের প্রথম সোমবতী অমাবস্যা। এ বছর ফাল্গুন অমাবস্যায় (Spirituality) শিব যোগ থাকছে। এই যোগ মহাদেবকে সমর্পিত। আবার সোমবার মহাদেবের (Spiritual) দিন। অন্য দিকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত গৌরী যোগের পাশাপাশি শুভ যোগ থাকবে।

আজ, রবিবার শিব চতুর্দশী সেষে শুরু অমাবস্যা তিথি। দুপুরে চতুর্দশী শেষে অমাবস্যা শুরু হলেও যেহেতু অমাবস্যা সূর্যোদয় পেয়েছে সোমবার তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে। অনেকে এই দিনটিকে সোমবতী অমাবস্যা নামে পরিচিত।

হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে কোনও পবিত্র নদীতে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। আগামী ২০ ফেব্রুয়ারি, সোমবার, ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। সোমবার (Monday) হওয়ায় এটি সোমবতী অমাবস্যা নামে পরিচিত। এই দিনে শিব ও পার্বতীর (Siv) (Parvati) পুজো করা হয়।

বিবাহিত স্ত্রীরা নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য সোমবতী অমাবস্যার উপবাস করেন। এর পর অশ্বত্থ গাছের পরিক্রমা করেন তাঁরা। অন্যান্য অমাবস্যার তুলনায় সোমবতী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পিতৃ দোষ থেকে মুক্তি পেতে এই অমাবস্যা তিথিতে স্নান দান করা উচিত। আবার কোষ্ঠীতে কালসর্প দোষ থাকলে, তাঁরাও এই তিথিতেই দান করে অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সোমবতী অমাবস্যার (Sombati Amavasya) দিনে স্নান ও দান করলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। আবার দান করলে গ্রহ দোষ দূর হয়। উল্লেখ্য, চলতি বছর শুভ যোগে এই অমাবস্যা পালিত হবে। এখানে সোমবতী অমাবস্যার সময় জেনে নিন।

সোমবতী অমাবস্যার শুভক্ষণ

১৯ ফেব্রুয়ারি দুপুর ৩ টা ৪১ মিনিট থেকে সোমবতী অমাবস্যা শুরু হবে। ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ২১ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে।

শুভ যোগে সোমবতী অমাবস্যা

জ্যোতিষ অনুযায়ী ফাল্গুন অমাবস্যা তিথিতে একাধিক শুভ সংযোগ সৃষ্টি হচ্ছে। ফাল্গুন অমাবস্যায় (Falguni Amavasya) শিবের পুজো করলে মৃত্যু, ভয়, কষ্ট, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি একাঝিক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। উল্লেখ্য বছরে এক বা দুবার সোমবতী অমাবস্যা থাকে। ২০ ফেব্রুয়ারি বছরের প্রথম সোমবতী অমাবস্যা। এ বছর ফাল্গুন অমাবস্যায় (Spirituality) শিব যোগ থাকছে। এই যোগ মহাদেবকে সমর্পিত। আবার সোমবার মহাদেবের (Spiritual) দিন। অন্য দিকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত গৌরী যোগের পাশাপাশি শুভ যোগ থাকবে। এই তিথি ও শুভ যোগে শিব-পার্বতীর পুজো করলে মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন।

সোমবতী অমাবস্যার উপায়

এই তিথিতে পূর্বপুরুষদের নাম নিয়ে জলের মধ্যে তিল মিশিয়ে তর্পণ করুন। দক্ষিণ দিকে দাঁড়িয়ে তর্পণ করবেন। এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। পূর্বপুরুষদের নামে গীতার সপ্তম অধ্যায় পাঠ করলে সুফল পাবেন। লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সোমবতী অমাবস্যার সন্ধ্যাবেলা ঈশান কোণে প্রদীপ জ্বালিয়ে রাখুন। লাল কাপড় দিয়ে প্রদীপের সলতে বানাবেন। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের ওপর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *