www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2024 5:30 pm
lemon

বাস্তু সমস্যা দূর করতে অনেকেই লেবু ও লঙ্কা ব্যবহার করেন। কিন্তু জানেন কি লেবু গাছ বাড়িতে লাগালেও বাস্তু দোষ কেটে যায়। এখানেই শেষ নয়, স্বাস্থ্য, আর্থিক লাভ, ব্যবসায় সাফল্য ইত্যাদিতেও লেবু (Lemon) একটা আশ্চর্যজনক উপাদান হিসাবে কাজ করে। বাস্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে লেবু গাছের। সেখানে ‘বুদ্ধাস হ্যান্ড’ (Buddha’s Hand) নামে পরিচিত লেবু গাছ। বাড়িতে লেবু গাছ লাগালে শান্তির আগমণ ঘটবে আপনার গৃহে। আসলে বাস্তুশাস্ত্রে (Vastu Tips) লেবু ও লেবু গাছ উভয়কে খুবই শুভ বলে মনে করা হয়।

পাতিলেবু আমাদের জীবনে অনেক উপকার করে। পাতিলেবু আমাদের শরীরের জন্য যেমন ভালো ঠিক তেমনি আমাদের গৃহে পজিটিভ এনার্জিকে (Vastu) রাখতে সাহায্য করে পাতিলেবু। এই পাতিলেবু আজ থেকে শুধু খাওয়ার জন্য বা রূপচর্চার জন্য ব্যবহার করবেন না, পাতিলেবু আপনার ঘরকে সুন্দর করতে সাহায্য করে ঘরের ভেতরে থাকা নানা অশুভ শক্তিকে দূর করে দেয়।

কঠোর পরিশ্রম করেও কিছুতেই সফল হচ্ছে না তাহলে সঙ্গে একটি করে লেবু (Lemon) চারটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দিরে আপনাকে পৌঁছতে হবে, হনুমান মন্দিরে গিয়ে সেখানে হনুমানজির সামনে বসে হনুমান চালিশা পাঠ করুন, তাতেই কিন্তু সাফল্য আসবে।

কোন ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে, যদি রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোন অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি রয়েছে, তাই এর জন্য আপনি বালিশের তলায় একটি সবুজ রংয়ের লেবু রেখে দেন লেবু শুকিয়ে গেলে সেটা সরিয়ে আরেকটি সবুজ লেবু রাখুন, এভাবে পাঁচ বার করলে দেখবেন, খারাপ স্বপ্ন দেখা থেকে আপনি কাটিয়ে উঠতে পেরেছে।

যদি দাম্পত্য কলহ দূর করতে চান, তাহলে একটি বড় বাটির মধ্যে জল ভর্তি করে তার মধ্যে একটি পাতিলেবু (lime) রেখে সেটি বেডরুমে রেখে দিতে পারেন, জলটি মোটামুটি চার-পাঁচ দিন অন্তর অন্তর পাল্টে ফেলবেন, এমন প্রতিকারটি একমাস করে দেখুন দাম্পত্য কলহ অনেকটা কেটে যাবে (Spiritual)।  

বাস্তুবিদরা জানান যে বাড়িতে থাকা কোন ব্যক্তি যদি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনি একটি আস্ত লেবুর উপর কালো কালিতে ৩০৭ লিখে ৭ বার এই ব্যক্তির চারপাশে ঘুরিয়ে দিতে পারেন, এতেও আপনি প্রতিকার মিলতে পারে।

প্রবেশদ্বার এর উপরে লেবু, লঙ্কা ঝোলাতে পারেন, লেবু কিন্তু আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না, তাই আর দেরি না করে, আর যেই প্রবেশদ্বারের ওপরে লেবু লঙ্কা ঝোলান (Spirituality)।

বাস্তু শাস্ত্র অনুসারে, যে বাড়িতে লেবু গাছ থাকে, সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে। সেখানে চট করে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তাই আপনি বাড়ির বাগানে কিংবা টবে লেবু গাছ লাগিয়ে বাড়ির শান্তি বজায় রাখতে পারেন।

এর পাশাপাশি বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য একটি লেবু নিয়ে বাড়ির চারিদিকে সাত বার ঘোরান। তারপর সেই লেবু দূরে কোথাও নিয়ে গিয়ে চার টুকরো করে চার দিকে ফেলে দিন। এমন কোনও জায়গায় ফেলবেন যেখানে মানুষের যাতায়াত কম। এর পাশাপাশি লেবু ফেলে পিছনের দিকে আর তাকাবেন না, বাড়ি চলে আসুন।

বাস্তু শাস্ত্র ছাড়াও জীবনে সাফল্য পেতেও লেবু ব্যবহার করুন। একটি লেবু আর চারটি লবঙ্গ নিয়ে হনুমানের মন্দিরে যান। তারপর ওই লেবুর ওপর চারটি লবঙ্গ গেঁথে হনুমানজির সামনে রেখে হনুমান চালিশা পাঠ করুন। এরপর ওই লেবু বাড়ি নিয়ে এসে যে কোনও শুভ কাজ শুরু করুন। এতে জীবনে সাফল্য আসতে বাধ্য।

অনেক সময় ছোট বাচ্চাদের সহজেই নজর লাগে। অনেক ক্ষেত্রে নজর লাগার শিকার বড়রাও হন। এর জন্য একটি লেবু নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাত বার ঘুড়িয়ে নিন। এরপর সেই লেবু দূরে কোথাও নিয়ে গিয়ে চার টুকরো করে চার দিকে ফেলে দিন। এতে নজর দোষ কেটে যাবে।

ব্যবসায় সাফল্য আনতে, অফিস ঘরের চার দেওয়ালে একটি লেবু সাত বার করে ঠেকিয়ে নিন। এরপর ওই লেবু চার টুকরো করে ঘরের চার কোণে রেখে দিন। সাতটা শনিবার পার করুন। দেখবেন ব্যবসায় সাফল্য এসেছে।

ভাগ্যের চাকা ঘোরাতে, একটি লেবু নিয়ে নিজের কপালে ঠেকিয়ে লেবুটিকে দু-টুকরো করে ডান দিকের লেবু বাম দিকে এবং বাম দিকের লেবু ডান দিকে ছুড়ে ফেলে দিন। এতে আপনার ভাগ্য বদলানো কেউ আটকাতে পারবে না।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে machinnamasta.in কোনও দায় নেই।)

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *