খবরে আমরাঃ আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের তদন্তে কোনও প্রভাব খাটানো যাবে না। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এমনই নির্দেশ। গত শুনানির পের এদিন পর্যন্ত তদন্তে কোনও অগ্রগতি হয়নি বলে আনিসের পরিবার অবিযোগ জানায়। রাজ্য সরকারও জানায়, হায়দরাবাদ থেকে ফরেনসিক তদন্তের রিপোর্ট ও মোবাইলের তথ্য সংক্রান্ত রিপোর্ট হাতে না পেলে তদন্ত একপ্রকার থেমে আছে। সরকারি আইনজীবী আমিতেস ব্যানার্জী বলেন, ফরেনসিক রিপোর্ট না আসা পর্য্যন্ত তদন্ত এগোনো যাচ্ছে না। হায়দ্রাবাদ থেকে যতক্ষণ না পর্যন্ত মোবাইল ফোনের তথ্য আসছে ততক্ষণ তদন্তের অগ্রগতি করা সম্ভব হচ্ছে না। আদালত জানতে চায় আগামী একমাসের মধ্যে ওই রিপোর্ট হাতে পাওয়ার সম্ভবনা রয়েছে কিনা। এরপরেই আদালত আগামী ১০ দিনের মধ্যে ওই রিপোর্ট জমা করতে সংস্থাকে নির্দেশ দেয়। সেই সঙ্গে জানিয়ে দেয়, পরবর্তী শুনানি ১৮ এপ্রিলের আগে তদন্ত শুরু করে ফের রিপোর্ট জমা করতে হবে। তাই সিটের উপরে কোনও হস্তক্ষেপ করা যাবে না।
রাজ্য
আনিস কাণ্ডে সিটের তদন্তে হস্তক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের
- Sri Pritam
- March 14, 2022
- Latest Update: March 14, 2022 11:55 am
- 266
- Less than a minute
- 0
You can share this post!
administrator