www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 4, 2024 8:18 am

ভোট পরবর্তী হিংসার মামলায় ক্ষতিগ্রস্থদের শুধু নিরাপত্তা নয়, সাংসারিক জীবনও নিশ্চিত করতে হবে। রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, এখন পর্যন্ত যে ৩০৩ জন হলফনামা দিয়ে অভিযোগ জানিয়েছে তাদের সকলের শান্তিপূর্ণ বসবাসের ব্যবস্থা করতে হবে রাজ্যকে। অভিযোগকারীদের তালিকা জমা দিতে হবে ডিজিকে। ফের ১৯ এপ্রিল এই নিয়ে শুনানি হবে। বিজেপি অভিযোগ করে, প্রায় ৩০০টি অভিযোগের পুলিশ কিছু করেনি। বেশিরভাগ থানাই কোনো পদক্ষেপ করছে না। রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় বলেন আবেদনকারীর দাবি সম্পূর্ন ভিত্তিহীন। ফের বিজেপি অভিযোগ রাজ্য বার বার বলছে এই সমস্ত লোকজনের কোনো খোঁজই নেই।তাদের ফোন নাম্বার ভুয়ো।এসব বলে পুলিশ আসলে এড়িয়ে যাচ্ছে। কিছুই করছে না। প্রধান বিচারপতি বিজেপির আইনজীবী র কাছে জানতে চাইলেন কোন কোন জায়গায় চলছে। বিজেপির আইনজীবী জানান বর্ধমান , বীরভূম সহ সব জেলাতেই। এরপরে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, সিবিআই এর পক্ষ থেকে তদন্তের চতুর্থ রিপোর্ট আদালতে জমা করা হলো। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে জানতে চান সিবিআই তদন্তের কি অবস্থা? অ্যাডিশনাল সলিসিটর জেনারেল উত্তরে জানান তদন্ত চলছে এখনো।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *