খবরে আমরাঃ সদ্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের হাজিরার আবেদন খারিজ করেছি। অনুব্রতের আবেদন ছিল গরু পাচার মামলায় সিবিআই জেরা থেকে মুক্তি দিক আদালত। সিবিআইয়ের নির্দেশ মতো আজই সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজির হওয়ার কথা ছিল অনুব্রতের। কিন্তু ভয় গ্রেফতারির। তাই এদিন সাত সকালেই কলকাতা হাই কোর্টে ফের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই দপ্তরে আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মর্মে তাঁকে তৃতীয় নোটিসটি পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে উল্লেখ ছিল, সোমবার বেলা ১১টায় সিবিআই দপ্তরে অনুব্রতকে সশরীরে হাজিরা দিতে হবে, গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। কিন্তু তার ঠিক আগেই এদিন অনুব্রত মণ্ডল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, তাঁকে যাতে কলকাতার সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয়। সূত্রের খবর, এর পাশাপাশি সিবিআইকেও তিনি চিঠি পাঠাবেন। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির আশঙ্কায় তাঁর এই পদক্ষেপ। বুধবার এই মামলার শুনানি। অনুব্রতর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সবপক্ষ।

রাজ্য
গ্রেফতারির ভয়, অনুব্রত ফের হাইকোর্টে, গরু পাচার মামলায় হাজিরা এড়াতে চান
- Sri Pritam
- March 14, 2022
- Latest Update: March 14, 2022 12:01 pm
- 715
- Less than a minute
- 0
You can share this post!
administrator