শীত মানেই উৎসবমুখর হবে বাঙালি।আগে মূলত বিভিন্ন ক্লাব সংগঠন এইসব উৎসবের আয়োজন করতো।এখন অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই সরকার স্পন্সর করে এইসব উৎসবের (Asansole Utsav)।
সেই উৎসবের অঙ্গ হিসাবেই শুরু হলো যষ্ঠ আসানসোল উৎসব । শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করলেন আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay), আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Satrugna Sinha), আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পৌরনিগমের আরেক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুরিয়া বিধায়ক হরেরাম সিং, পান্ডেবশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ অনেকেই। জানা এই উৎসবে ১২৮ টি স্টল এসেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা যথেষ্ট।গত দু’বছর মহামারীর পৃথিবী ছিল উৎসবহীন।তাই এবার মানুষ সম্পূর্ণভাবে উৎসবমুখী।