www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 19, 2024 6:37 pm

হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি, শনিবার মহাশিবরাত্রি পালিত হবে। ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ২ মিনিট থেকে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শুরু হবে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৪টে ১৮ মিনিটে চতুর্দশী সমাপ্ত হবে। যাঁরা মহাশিবরাত্রির উপবাস করবেন, তাঁরা পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৭ মিনিট থেকে দুপুর ৩টে ৩৩ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করতে পারেন।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার সারা দেশজুড়ে মহাশিবরাত্রি পালিত হবে। পুরাণ অনুসারে, ওই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। প্রতি বছর ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। ধর্মীয় গ্রন্থ ও শাস্ত্র অনুসারে, প্রতি মাসের চতুর্দশী তিথি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত হলে ভক্তের জীবনে কখনও কোনও বাধা আসতে পারে না। আর যদি কোনও বাধা তৈরি হয়ে থাকে, তাহলে এ দিন শিবের পুজো করলে তা দূর হয়ে যায়। বিবাহ সংক্রান্ত, আর্থিক অবস্থা সম্পর্কিত যে কোনও সমস্যা দূর হয়ে যাবে যদি নিয়ম মেনে শিবের আরাধনা করেন। (Spiritual)

শিবের প্রণাম মন্ত্র : (Siv Mantra)

নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়হেতবে
নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর
(যিনি শিব, যিনি শান্তমূর্ত্তি, যিনি সত্ত্ব রজঃ তমঃ এই তিন জগৎকারণের কারণ, তাঁহাকে প্রণাম করি। হে পরমেশ্বর, তোমাকে আত্মসমর্পণ করিতেছি, তুমি আমার গতি (আশ্রয়)

শিবের জপ মন্ত্র :

ওঁ নমঃ শিবায় নমঃ

শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র :

ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম
পুষ্টিবর্ধনম্উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্

শিবের গায়ত্রী মন্ত্র :

ওঁ তৎপুরুষায় বিদ্যাহে মহাদেবায়া
ধীমাহী তান্ন রুদ্রঃ প্রচোদয়াৎ

শিবের রুদ্র মন্ত্র :

‘ওম নমো ভগবতে রুদ্রায়’

শিবের  ধ্যান মন্ত্র: (Siv Dhyan Mantra)

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশ রজতগিরি নিভং চারুচন্দ্রাবতংসংরত্নাকল্পোজ্জ্বলাঙ্গং
পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম
পদ্মাসীনং সমন্তাৎ স্ততমমরগণৈব্যার্ঘকৃত্তিং
বসানংবিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়রং পঞ্চবকত্রং

শিব স্তোত্র : (Siv Stotro)

প্রভুমীশ-মনীশ-মশেষগুণং গুণহীন-মহীশ-গণাভরণাম।
রণ-নির্জ্জিত-দুর্জ্জয়-দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥১

গিরিরাজ-সুতান্বিত-বামতনুং তনু-নিন্দিত-রাজত-ভূমিধরম্‌।
বিধি-বিষ্ণু-শিরোধৃত-পাদযুগং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥২

শশলাঞ্ছিত-রঞ্জিত-সন্মুকুটং কটলম্বিত-সুন্দর-কৃত্তিপটম্‌।
সুরশৈবলিনী-কৃত-পূতজটং প্রণমামি শিবং শিব কল্পতরুম॥৩

নয়নত্রীয়-ভূষিত চারুমুখং মুখপদ্ম বিনিন্দিত কোটিবিধুম।
বিধু-খণ্ড-বিমণ্ডিত-ভাল-তটং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥৪

বৃষ রাজ-নিকেতনমাদি গুরুং গরলাশন-মাৰ্ত্তি-বিনাশ করিম।
বরদাভয়-শূলবিষাণ-ধরং প্রণমামি শিবং শিব-কল্পতরুম॥৫

মকরধ্বজ-মত্ত-মাতঙ্গ-হরং করিচর্ম্ম-বিলাস-বিশেকরমস্ফুরদাদ্ভূত
কীকস-মাল্যধরং প্রণমামি শিবং শিবকল্পতরুম॥৬

জগদুদ্ভবপালননাশকরং কারুণেশ-গুণত্ৰয়া-রূপধরম্‌।
প্রিয়মাধব-সাধুজনৈকগতিং প্রণমামি শিবং শিবকল্পতরুম্‌॥৭

প্রমথাধিপ সেবক রঞ্জনকং মুনি-যোগি-মনোহম্বুজ-ষট্‌পদকম।
ভজতোহখিল-দুঃখ সমৃদ্ধি হরং প্রণমামি শিবং শিবকল্পতরুম্‌॥৮

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *