খবরে আমরাঃ বাড়ি ফিরতে নারাজ স্ত্রী। তাই শ্যালিকাকে নিয়েই ফিরে গেলেন স্বামী। অভিযোগ, বাপের বাড়ি গিয়ে আর স্বামী গৃৃহে ফিরতে চাইছিলেন না স্ত্রী। তাঁকে আনতে শ্বশুরবাড়িও যান স্বামী। কিন্তু স্ত্রী নারাজ। তিনি কিছুতেই স্বামীর সঙ্গে যাবেন নাষ থাকবেন বাপের বাড়িতেই। তাই স্ত্রী-শ্বশুববাড়িকে শিক্ষা দিতে শ্যালিকাকে নিয়েই পিরে আসেন স্বামী। ঘটনাটি ঘটেছে পাটনার ছাপড়া জেলায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, জামাইয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন শ্বশুর। পরে মহিলা পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালিকা তার বাবার আগেই পুলিশে বাল্য বিবাহের অভিযোগ করেছিলেন। পুলিশ জামাই-শ্যালিকাকে আটক করে তানায় নিয়ে আসে। সেখানেই জানা যায়, জামাই ভয় দেখাতে শ্যালিকাকে দিয়ে মিথ্যা বাল্য বিবাহের অভিযোগ দায়ের করান. কিন্তু শ্যালিকার দাবি, তিনি স্বেচ্ছায় জামাই বাবুর সঙ্গে পালিয়ে এসেছিলেন। তার পরিবার জোর করেই বাল্য বিবাহ দিচ্ছিল। জামাই বাবু দিদিকে আনতে গিয়ে বিষয়টি জানতে পারেন। শ্যালিকা জামাইয়ের সঙ্গে কথা বলে পালাতে রাজী হয়ে যায়। সে ভেবেছিল, তার পালিয়ে াসার খবরে দিদি আবার জামাইবাবুর কাছে ফিরে যাবে এবং তার বাল্য বিবাহ আটকানো সম্ভব হবে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।