www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 12, 2025 10:58 pm

দশকের পর দশক ধরে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই HMV কম্পানি। তারপরে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে হারিয়ে গেলো HMV।

দশকের পর দশক ধরে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই HMV কম্পানি। তারপরে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে হারিয়ে গেলো HMV। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় সংগীত জগতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকা এইচএমভি কোম্পানি আজ যেন শুধুই স্মৃতি। বন্ধ হয়ে গিয়েছে সুর তৈরি, আর নেই রেকর্ডিং এর ব্যস্ততা। দমদম এক সময়ে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। যেখানে একাধিক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যার মধ্যে অন্যতম একটি নাম ছিল এইচ এম ভি। এইচএমভি-র উত্থান ব্রিটিশ আমলে। মূলত গ্রামোফোন রেকর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে ভারতে আত্মপ্রকাশ করে HMV।

১৯০১ সালে ভারতে রেকর্ড ব্যবসার সূচনা করে ‘গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া’। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে তাদের শৈল্পিক বিস্তার। দমদমে তৈরি হয় এইচএমভি-র রেকর্ডিং সেন্টার। এইচএমভি কেবল একটি কোম্পানি ছিল না, এটি হয়ে উঠেছিল ভারতীয় সংগীত জগতের ধারক ও বাহক। নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লোকগান, ক্লাসিকাল সংগীত থেকে শুরু করে আধুনিক গান—সব ধরনের শিল্পীদের গান রেকর্ড করা হত এই সংস্থায়। লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মন্না দে, ভূপেন হাজারিকা সহ নানা বিখ্যাত শিল্পীর গানের রেকর্ডিং এখানেই রেকর্ড করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *