চলেছে মহাকুম্ভ স্নান। লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করবেন। কিন্তু সকলের পক্ষে তো আর সব সময় মহাকুম্ভতে যাওয়া সম্ভব হয় না। ভারতীয় ধর্ম শাস্ত্র বলছে, বাড়িতে বসেই আপনি মহাকুম্ভ স্নান করতে পারেন। ঘরে বসে গঙ্গা স্নানেও করেও পুণ্য লাভ করা যায়, তবে তার জন্য যেদিন আপনি এই স্নান সারবেন, তার জন্য ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। সূর্যোদয়ের প্রায় ১ ঘন্টা ৩৬ মিনিট আগেই স্নান করতে হবে। তবে সে সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে গঙ্গাকে স্মরণ করবেন। তারপর স্নানের সময় হরহর গঙ্গা নাম জপ করতে হবে আপনাকে। পাশাপাশি আপনার বাড়ির কাছে যেকোনও নদী কিংবা পুকুর থাকে, সেখানে স্নান করার পর সেখানে গিয়ে আপনি মা গঙ্গাকে প্রণাম করুন। সেই সঙ্গে জল হাতে নিয়ে মা গঙ্গাকে প্রণাম করবেন। সেই সঙ্গে মা গঙ্গার মন্ত্র জপ করবেন।
গঙ্গা স্নান সারার পর অবশ্যই গীতা, রামায়ণ, কিংবা শিব পুরাণ ইত্যাদি পড়ুন। সেই সঙ্গে উপোস থাকবেন। মহাকুম্ভে দান করলে শুভ ফল পাওয়া যায়। যেহেতু আপনি মহাকুম্ভে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে গরীব, অভাবী মানুষকে কাপড় টাকা বা খাদ্যদ্রব্য দান করুন। স্নানের সময় সাবান, ডিটারজেন্ট, কিংবা শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না। আর যেদিন আপনি এই স্নান সারবেন, সেদিন পেঁয়াজ, রসুন কিংবা মদ, সিগারেট ইত্যাদি খাবার থেকে খাওয়া থেকে দূরে থাকুন।