বিশ্বের ধন কুবেররা যেখানেই যান, সেখানেই তৈরী হয় কোনো না কোনো খবর। মঙ্গলবার গৌতম আদানি গিয়েছিলেন মহাকুম্ভতে। সেখানেও তিনি তৈরী করলেন একটা অফবিট নিউজ। মঙ্গলবার, মহাকুম্ভের ইসকন ক্যাম্পে যান তিনি। সেখানে গিয়ে মহাপ্রসাদ তৈরির কাজে হাত লাগানোর পাশাপাশি, মহাপ্রসাদ বিলি করতেও দেখা যায় এই ভারতীয় ধনকুবেরকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল ৮টায় ব্যক্তিগত বিমান চেপে আমেদাবাদ থেকে প্রয়াগরাজ সস্ত্রীক পৌঁছে যান গৌতম আদানি।
মহাকুম্ভে গিয়ে সবার প্রথমেই তিনি চলে যান ইসকনের ক্যাম্পে। সোজা ঢুকে যান তাদের রান্নাঘরে। যোগ দেন রান্নার কাজেও। সম্প্রতি, ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভের মেলায় আগত পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন গৌতম আদানি। প্রতিদিন মহাকুম্ভ মেলা ৪০টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ হবে। অনুমান, প্রতিদিন মোট ৫০ লক্ষ পুণ্যার্থীদের খাওয়ানো হবে এই বিতরণ কেন্দ্রগুলি থেকে। গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। ১২ টি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। আর সেই পুণ্য তিথিতে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে আগামী মাসের ২৬ তারিখ পর্যন্ত।