খনা বা ক্ষণা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী; যিনি বচন রচনার জন্যেই বেশি সমাদৃত। মূলতঃ খনার ভবিষ্যতবাণীগুলোই বঙ্গে ‘খনার বচন’ নামে বহুল পরিচিত। তাঁর বহু বচন জ্যোতিষ শাস্ত্রে এখনও খুবই প্রাসঙ্গিক।
এক.যখন কোন পুরুষ প্রেমে ছ্যাকা খায় তখন সে ভেবে জীবনে কখনো বিয়ে করবে না। আর যদি কোন মেয়ে প্রেমে ছ্যাকা খায় তখন যাকে সামনে পায় তাকেই বিয়ে করে নেয়।
দুই. বিবাহ মানে নিজ ঘরে অন্য এক মেয়ের দখলদারিত্ব কায়েম করা। আর ঘরের মালিক এ দখলদারিত্বের মূল্য দেয় প্রতিদিন।
তিন. বিবাহ মেয়েদের জন্য একটি সূখময় সপ্ন আর পুরুষের জন্য একটি কঠিন দায়িত্ব।
চার. যদি প্রতিটি মেয়ে জানতো তার বান্ধবী তার ব্যাপারে কী বলে, কি মনোভাব রাখে, তাহলে কোন মেয়ে বান্ধবী পেত না।
পাঁচ. পুরুষেরা অল্পতে সন্তুষ্ট হয় আর স্বপ্ন দেখে বেশী। কিন্তু মেয়েরা বেশীতেও সন্তুষ্ট হয় না আর স্বপ্ন দেখে কম।
ছয়. মেয়েরা হল মৌমাছি। সে আপনাকে মধু দেবে ঠিক কিন্তু হুল বসাবে।
সাত. বিয়ের আগে মেয়েরা তার পুরুষটিকে বীর মনে করে আর বিয়ের পর মনে করে একজন আসামী।