www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 8:35 am

ভারতে বর্তমানে 'গুরু' হিসাবে প্রেমানন্দ মহারাজের স্থান একদম সামনের দিকে। তাঁর শিষ্য ও ভক্তের সংখ্যা কয়েক লক্ষ।

ভারতে বর্তমানে ‘গুরু’ হিসাবে প্রেমানন্দ মহারাজের স্থান একদম সামনের দিকে। তাঁর শিষ্য ও ভক্তের সংখ্যা কয়েক লক্ষ। কিন্তু শারীরিক কারণে মার্চের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত তিনি কারোর সঙ্গে দেখা করবেন না। প্রেমানন্দ মহারাজের সাক্ষাৎ পেতে, তার কথা শুনতে, প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমান তাঁর দরবারে। কিন্তু হোলির আগে মহারাজের ভক্তদের জন্য এল দুঃখের খবর।

প্রতিদিন তাঁকে ভোরবেলা একবার চোখের দেখা দেখার জন্য অপেক্ষায় থাকেন শয়ে শয়ে ভক্ত। তিনি হলেন প্রেমানন্দ মহারাজ। গোটা ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর ভক্তকূল। হোলি পর্যন্ত দেখা মিলবে না প্রেমানন্দ মহারাজের। তিনি আর ভক্তদের দর্শন দেবেন না। কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে তাঁর পদযাত্রাও। পবিত্র হোলি উৎসবের সময় সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রেমানন্দ মহারাজ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ভজন মার্গ অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। হোলি উপলক্ষে রাস্তায় প্রচুর ভিড় থাকে। এমন পরিস্থিতিতে, প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০-১৪ মার্চ অবধি বন্ধ থাকবে পদযাত্রা এবং মহারাজের দর্শন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *