www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

June 21, 2025 5:01 pm

টিকটিকি নিয়ে অনেক প্রচলিত ধৰ্মীয় বিশ্বাস আমাদের আছে। ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে শরীরের কোনো কোনো অংশে টিকটিকি পড়লে তা যেমন শুভ, তেমনই কোনো কোনো অংশে তা অশুভ।

টিকটিকি নিয়ে অনেক প্রচলিত ধৰ্মীয় বিশ্বাস আমাদের আছে। ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে শরীরের কোনো কোনো অংশে টিকটিকি পড়লে তা যেমন শুভ, তেমনই কোনো কোনো অংশে তা অশুভ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং জ্যোতিষ মতে, মাথায় টিকটিকি পড়ার অর্থ হল যে রাজ্যলাভের সুখ মিলবে। আবার কারও যদি কানে টিকটিকি পড়ে, তাহলে তাঁর গয়না বা অলঙ্কার লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। যাঁর নাকে টিকটিকি পড়ে, তাঁর আবার সুগন্ধী জাতীয় কোনও দ্রব্য লাভের সম্ভাবনা থাকে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। যদি কারও বুকের পাঁজরে অথবা চোখে টিকটিকি পড়ার ঘটনা ঘটে, তাহলে তাঁর কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আবার পিঠে টিকটিকি পড়লে সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে। কারও যদি কোমরে টিকটিকি পড়ে যায়, তাহলে তিনি পোশাক পেতে পারেন। তাঁর পোশাক লাভের সম্ভাবনা বেড়ে যায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কারও হাতে যদি টিকটিকি পড়ে, তাহলে তাঁর অর্থলাভের প্রবল সম্ভাবনা থাকে। একইভাবে গলায় টিকটিকি পড়লে ধনসম্পদ আসতে পারে। অর্থাৎ টাকা আসতে পারে হাতে। আবার কারও মুখে টিকটিকি পড়ে গেলে মিষ্টি খাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ডান বাহু এবং বাঁ বাহুতে টিকিটিকি পড়লে মানসিক স্বস্তি মেলে। আবারও গুহ্যদ্বারে টিকটিকি পড়লে মৃত্যুভয়ের আশঙ্কা থাকে। জানুদেশে টিকটিকি পড়লে ঘোরার সম্ভাবনা বৃদ্ধি পায়। কারও পায়ের উপরে যদি টিকটিকি পড়ে, তাহলে দেশ ভ্রমণ হয় বলে জ্যোতিষশাস্ত্রে জানানো হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পায়ের তলা থেকে উপরের দিকে টিকটিকি পড়লে অমঙ্গলের ইঙ্গিত মেলে। অর্থাৎ পায়ের তলা থেকে উপরের অংশের মধ্যে টিকটিকি পড়লে অশুভ বলে বিবেচনা করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *