www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 26, 2024 3:43 am
mamata banerjee

মুখ্যমন্ত্রীর 'জিহাদ' মন্তব্য নিয়ে এবার জনস্বার্থ মামলা মামলা দায়ের হলো। কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt)  প্রধান বিচারপতির (Chief Justice Prakash Srivastav) ডিভিশন বেঞ্চ মামলার প্রতিলিপি মমতা ব্যানার্জীকে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেশ্বটু তাঁর নামে সরাসরি অভিযোগ তোলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর ‘জিহাদ’ মন্তব্য নিয়ে এবার জনস্বার্থ মামলা মামলা দায়ের হলো। কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt)  প্রধান বিচারপতির (Chief Justice Prakash Srivastav) ডিভিশন বেঞ্চ মামলার প্রতিলিপি মমতা ব্যানার্জীকে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেশ্বটু তাঁর নামে সরাসরি অভিযোগ তোলা হয়েছে।

মামলাকারী নাজিয়া এলাহি খান। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য আশাতীত নয়। এমনকি তিনি এখনও এই মন্তব্য প্রত্যাহার করেননি। বিরোধী দল সম্পর্কে শাসকদলের এই মন্তব্য কি বাঞ্ছিত?

যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনালরেল, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, এই জনস্বার্থ মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। যে মন্তব্য করা হয়েছে কোনও ক্ষতির উদ্দেশে নয়। জিহাদ মানে ‘স্ট্রাগল’ এবং ‘ফাইট’। এতে কী বোঝা যাচ্ছে। অ্যাডভোকেট জেনারেলের মন্তব্য, আমি মনে করি, বিজেপি মানেই শুধু হিন্দুর পার্টি নয়। এবং তৃণমূল মানে মুসলিমের পার্টি নয়। বিজেপি বলে, কংগ্রেস মুক্ত ভারত। তবে কী কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করতে বলা হয়। সেটা যদি না হয়, তবে এখন এ নিয়ে অযথা ‘বিতর্ক’ করা অনুচিত।

দু পক্ষর বক্তব্যের এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন মামলার কপি মুখ্যমন্ত্রীকে পাঠাতে বলেছে। ২ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *