চলুন জেনে নিই মা বগলামুখী সম্পর্কে বিস্তারিত। কে এই মা বগলামুখী। দেবী বগলামুখীর স্বরূপ আলোচনার পূর্বে দশমহাবিদ্যা নিয়ে সামান্য হলেও বক্তব্যের প্রয়োজন আছে। কেন না, এই দশ মহাদেবীরই অন্যতমা হলেন বগলামুখী। মুণ্ডমাল তন্ত্র এই প্রসঙ্গে বলছে যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী/ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা/বগলা সিদ্ধিবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা/এতা দশ মহাবিদ্যাঃ সিদ্ধবিদ্যা প্রকীর্ত্তিতাঃ। অর্থাৎ এই দশমহাবিদ্যা হলেন যথাক্রমে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। এই ক্রম অনুসারে দশমহাবিদ্যার মধ্যে অষ্টমতমা হলেন বগলা বা বগলামুখী।
তন্ত্র মতে, এই বগলার (Ma Bagalamukhi) অর্থ হল যিনি বশীভূত বা সম্মোহিত করতে পারেন। অন্য দিকে, এর সঙ্গে যুক্ত হয়েছে মুখ শব্দটি। অর্থাৎ বগলামুখী-ই সেই দেবী যাঁর মুখের দিকে মাত্র একবার দৃষ্টিপাত করলেও অশুভ শক্তিরা সম্মোহিত এবং তার পরের ধাপে নির্জীব হয়ে পড়বে। তন্ত্রে দেবী বগলামুখীকে সাধারণত দ্বিভুজা রূপেই দেখা যায়। এক হাতে তিনি ধারণ করে থাকেন একটি মুষল, অন্য হাতে জিভ টেনে ধরেন অসুরের। তবে কখনও কখনও দেবীকে চতুর্ভুজা রূপেও তন্ত্র বর্ণনা করেছে। সে ক্ষেত্রে চার হাতে দেবী ধারণ করে থাকেন একটি মুষল, একটি খড়্গ, একটি নরকরোটি বা মড়ার মাথা দিয়ে তৈরি পানপাত্র এবং একটি সাঁড়াশি। এই সাঁড়াশি দিয়েই দেবী বগলামুখী জিভ টেনে ধরেন অসুরের।
বলা হয়, আজকের তিথিতে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই আবির্ভূতা হয়েছিলেন দেবী বগলা। স্বতন্ত্র তন্ত্রে দেবী বগলামুখীর জন্মসংক্রান্ত এই আশ্চর্য আখ্যানটি পাওয়া যায়। জানা যায়, একদা মদন নামে এক অসুর বাকসিদ্ধি অর্জন করেছিল। অর্থাৎ কথা দিয়ে সে বিশ্বে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করতে পারত। মদনাসুরের তৈরি এই ঝড় যখন সৃষ্টিকে বিপন্ন করে তোলে, তখন বিষ্ণু সৌরাষ্ট্র প্রদেশে গিয়ে হরিদ্রা নামের এক সরোবরের তীরে দেবীর ধ্যানে বসেন। বিষ্ণুর অসুরদমনের এই ইচ্ছা পূরণের জন্য এর পর দেবী বগলামুখী সেই হলুদের সরোবর থেকে উত্থিতা হন। প্রথমে তিনি ঝড় থামান, তার পরে মদনাসুরকে বধ করেন। সেই জন্যই তাঁকে এক হাতে অসুরের জিভ টেনে ধরে থাকতে দেখা যায়। হরিদ্রা সরোবরজাতা বলে তাঁর গাত্রবর্ণও পীত বা হলুদ, এঁর পরিধানও পীতবস্ত্র।
এ হেন দেবী বগলা সর্ব প্রকার শত্রু দমন করে ভক্তের জীবন সুখে এবং সার্থকতায় পরিপূর্ণ করে থাকেন। রুদ্রযামল তন্ত্রের অন্তর্গত বগলামুখী স্তোত্র অনুযায়ী দশমহাবিদ্যার মধ্যে অষ্টমতমা বগলামুখী বিপরীত অবস্থানের দেবী। অর্থাৎ এই দেবী জগতের যায়া কিছু, তাকে রূপান্তরিত করে দেওয়ার ক্ষমতা ধরেন ঠিক উল্টোটায়। তাই বলা হয়েছে, বগলামুখীর কৃপায় তর্কযুদ্ধে অত্যন্ত পটু ব্যক্তিও কথা বলার ক্ষমতা হারায়, দ্রুতগামী শত্রু রূপান্তরিত হয় পঙ্গুতে। তাঁর কৃপায় শত্রুদমন করতে হলে কী ভাবে পূজা করতে হবে, তা এবার জেনে নেওয়া যাক!
সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে গৃহের উত্তর দিকে একটি পিঁড়ি রেখে, তার উপরে হলুদ কাপড় বিছিয়ে মাতা বগলামুখীর অধিষ্ঠানক্ষেত্র রচনা করতে হবে। এর পর মায়ের একটি ছবি সেই পিঁড়িতে রেখে সামনে জলপূর্ণ মঙ্গলঘট স্থাপন করতে হবে, ছবি না থাকলে পিঁড়ির উপরেই মঙ্গলঘট বসাতে হবে। এবার পূজার সঙ্কল্প করে ছবিতে বা ঘটে একে একে সিঁদুর, চন্দন, বেলপাতা, পান, মরসুমি ফল, হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে। ধূপ এবং দীপ জ্বেলে দিতে হবে মায়ের ছবি বা মঙ্গলঘটের সামনে। এর পর পাঠ করতে হবে বগলামুখী কবচ। সব শেষে মাতার আরতি অন্তে পূজা সমাপন করা বিধেয়।
Mantra—-
মন্ত্র: ‘নমঃ হ্লীং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়ঃ জিহ্বাং কীলয় কীলয় পর বুদ্ধিং নাশয় নাশয় নমঃ হ্লীং বগলামুখী দেবীং স্বাহা’।
মা বগলামুখী ধ্যান ও শোস্ত্রমঃ (Bagalamukhi Dhyan, stotrom)
=============
মধ্যে সুধাব্ধিমণিমণ্ডপরত্নবেদী সিংহাসনোপরিগতাং পরিপীতবর্ণাম্।
পীতাম্বরং কণকমাল্যবিভূষিতাঙ্গীং দেবীং স্মরামি ধৃতমুদ্গর বৈরিজিহ্বাম্।।
জিহ্ববাগ্রমাদায় করেণ দেবীং,বামেন শত্রুন্ পরিপীড়য়ন্তীম্।
গদাভিঘাতেন চ দক্ষিণে ন পীতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি।
— মুণ্ডমালা তন্ত্র অনুসারে দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলাকামিনী। মা বগলামুখী। ইনি অষ্টম মহাবিদ্যা। ইনি হলুদ পুস্প খুব ভালোবাসেন। এঁনার পূজোয় হলুদ পুস্প, হলুদ সিঁদুর দেওয়া হয়। মা বগলা কে শত্রু নাশের জন্য পূজো করা হয়। আমাদের অন্তরে যে রিপু, স্বার্থপরতা, হিংসা, অহংকার রুপী যে শত্রু আছে – আমরা তার বিনাশের জন্য মায়ের চরণে প্রার্থনা জানাবো। মা যেন সেই শত্রু গুলিকে নিপাত করেন।
মা বগলামুখী জপমন্ত্র —- (Ma Bagalamukhi puja mantra)
ওঁ হ্লীং বগলামুখি
সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়
জিহ্বাং কীলয়
বুদ্ধিং বিনাশয় হ্লীং ওঁ স্বাহা
॥ শ্রীবগলামুখীস্তোত্রম্ ॥
শ্রীগণেশায় নমঃ ।
চলত্কনককুণ্ডলোল্লসিতচারুগণ্ডস্থলীং
লসত্কনকচম্পকদ্যুতিমদিন্দুবিম্বাননাম্ ।
গদাহতবিপক্ষকাং কলিতলোলজিহ্বাংচলাং
স্মরামি বগলামুখীং বিমুখবাঙ্মনস্স্তম্ভিনীম্ ॥ ১॥
পীয়ূষোদধিমধ্যচারুবিলদ্রক্তোত্পলে মণ্ডপে
সত্সিংহাসনমৌলিপাতিতরিপুং প্রেতাসনাধ্যাসিনীম্ ।
স্বর্ণাভাং করপীডিতারিরসনাং ভ্রাম্যদ্গদাং বিভ্রতীমিত্থং
ধ্যায়তি য়ান্তি তস্য সহসা সদ্যোঽথ সর্বাপদঃ ॥ ২॥
দেবি ত্বচ্চরণাম্বুজার্চনকৃতে য়ঃ পীতপুষ্পাঞ্জলীন্ভক্ত্যা
বামকরে নিধায় চ মনুং মন্ত্রী মনোজ্ঞাক্ষরম্ ।
পীঠধ্যানপরোঽথ কুম্ভকবশাদ্বীজং স্মরেত্পার্থিবং
তস্যামিত্রমুখস্য বাচি হৃদয়ে জাড্যং ভবেত্তত্ক্ষণাত্ ॥ ৩॥
বাদী মূকতি রঙ্কতি ক্ষিতিপতির্বৈশ্বানরঃ শীততি ক্রোধী
শাম্যতি দুর্জনঃ সুজনতি ক্ষিপ্রানুগঃ খঞ্জতি ।
গর্বী খর্বতি সর্ববিচ্চ জডতি ত্বন্মন্ত্রিণা য়ন্ত্রিতঃ
শ্রীর্নিত্যে বগলামুখি প্রতিদিনং কল্যাণি তুভ্যং নমঃ ॥ ৪॥
মন্ত্রস্তাবদলং বিপক্ষদলনে স্তোত্রং পবিত্রং চ তে
য়ন্ত্রং বাদিনিয়ন্ত্রণং ত্রিজগতাং জৈত্রং চ চিত্রং চ তে ।
মাতঃ শ্রীবগলেতি নাম ললিতং য়স্যাস্তি জন্তোর্মুখে
ত্বন্নামগ্রহণেন সংসদি মুখে স্তম্ভো ভবেদ্বাদিনাম্ ॥ ৫॥
দুষ্টস্তম্ভনমুগ্রবিঘ্নশমনং দারিদ্র্যবিদ্রাবণং
ভূভৃত্সন্দমনং চলন্মৃগদৃশাং চেতঃসমাকর্ষণম্ ।
সৌভাগ্যৈকনিকেতনং সমদৃশঃ কারুণ্যপূর্ণেক্ষণম্
মৃত্যোর্মারণমাবিরস্তু পুরতো মাতস্ত্বদীয়ং বপুঃ ॥ ৬॥
মাতর্ভঞ্জয় মদ্বিপক্ষবদনং জিহ্বাং চ সঙ্কীলয়
ব্রাহ্মীং মুদ্রয় দৈত্যদেবধিষণামুগ্রাং গতিং স্তংভয় ।
শত্রূংশ্চূর্ণয় দেবি তীক্ষ্ণগদয়া গৌরাঙ্গি পীতাম্বরে
বিঘ্নৌঘং বগলে হর প্রণমতাং কারুণ্যপূর্ণেক্ষণে ॥ ৭॥
মাতর্ভৈরবি ভদ্রকালি বিজয়ে বারাহি বিশ্বাশ্রয়ে
শ্রীবিদ্যে সময়ে মহেশি বগলে কামেশি বামে রমে ।
মাতঙ্গি ত্রিপুরে পরাত্পরতরে স্বর্গাপবর্গপ্রদে
দাসোঽহং শরণাগতঃ করুণয়া বিশ্বেশ্বরি ত্রাহি মাম্ ॥ ৮॥
সংরম্ভে চৌরসঙ্ঘে প্রহরণসময়ে বন্ধনে ব্যাধিমধ্যে
বিদ্যাবাদে বিবাদে প্রকুপিতনৃপতৌ দিব্যকালে নিশায়াম্ ।
বশ্যে বা স্তম্ভনে বা রিপুবধসময়ে নির্জনে বা বনে বা
গচ্ছংস্তিষ্ঠংস্ত্রিকালং য়দি পঠতি শিবং প্রাপ্নুয়াদাশু ধীরঃ ॥ ৯॥
ত্বং বিদ্যা পরমা ত্রিলোকজননী বিঘ্নৌঘসংছেদিনী
য়োষিত্কর্ষণকারিণী জনমনঃসম্মোহসন্দায়িনী ।
স্তম্ভোত্সারণকারিণী পশুমনঃসম্মোহসন্দায়িনী
জিহ্বাকীলনভৈরবী বিজয়তে ব্রহ্মাদিমন্ত্রো য়থা ॥ ১০॥
বিদ্যা লক্ষ্মীর্নিত্যসৌভাগ্যমায়ুঃ পুত্রৈঃ পৌত্রৈঃ সর্বসাম্রাজ্যসিদ্ধিঃ ।
মানো ভোগো বশ্যমারোগ্যসৌখ্যং প্রাপ্তং তত্তদ্ভূতলেঽস্মিন্নরেণ ॥ ১১॥
ত্বত্কৃতে জপসন্নাহং গদিতং পরমেশ্বরি ।
দুষ্টানাং নিগ্রহার্থায় তদ্গৃহাণ নমোঽস্তু তে ॥ ১২॥
পীতাম্বরাং চ দ্বিভুজাং ত্রিনেত্রাং গাত্রকোমলাম্ ।
শিলামুদ্গরহস্তাং চ স্মরে তাং বগলামুখীম্ ॥ ১৩॥
ব্রহ্মাস্ত্রমিতি বিখ্যাতং ত্রিষু লোকেষু বিশ্রুতম্ ।
গুরুভক্তায় দাতব্যং ন দেয়ং য়স্য কস্যচিত্ ॥ ১৪॥
নিত্যং স্তোত্রমিদং পবিত্রমিহ য়ো দেব্যাঃ পঠত্যাদরাদ্ধৃত্বা
য়ন্ত্রমিদং তথৈব সমরে বাহৌ করে বা গলে ।
রাজানোঽপ্যরয়ো মদান্ধকরিণঃ সর্পা মৃগেন্দ্রাদিকাস্তে
বৈ য়ান্তি বিমোহিতা রিপুগণা লক্ষ্মীঃ স্থিরা সিদ্ধয়ঃ ॥ ১৫॥
॥ ইতি শ্রীরুদ্রয়ামলে তন্ত্রে শ্রীবগলামুখীস্তোত্রং সমাপ্তম্ ॥
॥ শ্রীবগলামুখী অথবা পীতাম্বরীসহস্রনামাবলিঃ ॥ (Bagalamukhi sahasranam)
ওঁ ব্রহ্মাস্ত্রায় নমঃ ।
ওঁ ব্রহ্ম বিদ্যায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্ম মাত্রে নমঃ ।
ওঁ সনাতন্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মেশ্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মকৈবল্যবগলায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মচারিণ্যৈ নমঃ ।
ওঁ নিত্যানন্দায়ৈ নমঃ ।
ওঁ নিত্যসিদ্ধায়ৈ নমঃ ।
ওঁ নিত্যরূপায়ৈ নমঃ । ১০
ওঁ নিরাময়ায়ৈ নমঃ ।
ওঁ সন্ধারিণ্যৈ নমঃ ।
ওঁ মহামায়ায়ৈ নমঃ ।
ওঁ কটাক্ষক্ষেমকারিণ্যৈ নমঃ ।
ওঁ কমলায়ৈ নমঃ ।
ওঁ বিমলায়ৈ নমঃ ।
ওঁ নীলরত্নকান্তিগুণাশ্রিতায়ৈ নমঃ ।
ওঁ কামপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ কামরতায়ৈ নমঃ ।
ওঁ কামকামস্বরূপিণ্যৈ নমঃ । ২০
ওঁ মঙ্গলায়ৈ নমঃ ।
ওঁ বিজয়ায়ৈ নমঃ ।
ওঁ জায়ায়ৈ নমঃ ।
ওঁ সর্বমঙ্গলকারিণ্যৈ নমঃ ।
ওঁ কামিন্যৈ নমঃ ।
ওঁ কামিনীকাম্যায়ৈ নমঃ ।
ওঁ কামুকায়ৈ নমঃ ।
ওঁ কামচারিণ্যৈ নমঃ ।
ওঁ কামপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ কামরতায়ৈ নমঃ । ৩০
ওঁ কামকামস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ কামাখ্যায়ৈ নমঃ ।
ওঁ কামবীজস্থায়ৈ নমঃ ।
ওঁ কামপীঠনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ কামদায়ৈ নমঃ ।
ওঁ কামহায়ৈ নমঃ ।
ওঁ কাল্যৈ নমঃ ।
ওঁ কপাল্যৈ নমঃ ।
ওঁ করালিকায়ৈ নমঃ ।
ওঁ কংসার্যৈ নমঃ । ৪০
ওঁ কমলায়ৈ নমঃ ।
ওঁ কামায়ৈ নমঃ ।
ওঁ কৈলাসেশ্বরবল্লভায়ৈ নমঃ ।
ওঁ কাত্যায়ন্যৈ নমঃ ।
ওঁ কেশবায়ৈ নমঃ ।
ওঁ করুণায়ৈ নমঃ ।
ওঁ কামকেলিভুজে নমঃ ।
ওঁ ক্রিয়াকীর্ত্যৈ নমঃ ।
ওঁ কৃত্তিকায়ৈ নমঃ ।
ওঁ কাশিকায়ৈ নমঃ । ৫০
ওঁ মথুরায়ৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ কালাক্ষ্যৈ নমঃ ।
ওঁ কালিকায়ৈ নমঃ ।
ওঁ কালীধবলাননসুন্দর্যৈ নমঃ ।
ওঁ খেচর্যৈ নমঃ ।
ওঁ খমূর্ত্যৈ নমঃ ।
ওঁ ক্ষুদ্রাক্ষুদ্রক্ষুধাবরায়ৈ নমঃ ।
ওঁ খড্গহস্তায়ৈ নমঃ ।
ওঁ খড্গরতায়ৈ নমঃ । ৬০
ওঁ খড্গিন্যৈ নমঃ ।
ওঁ খর্পরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ গঙ্গায়ৈ নমঃ ।
ওঁ গৌর্যৈ নমঃ ।
ওঁ গামিন্যৈ নমঃ ।
ওঁ গীতায়ৈ নমঃ ।
ওঁ গোত্রবিবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ গোধরায়ৈ নমঃ ।
ওঁ গোকরায়ৈ নমঃ ।
ওঁ গোধায়ৈ নমঃ । ৭০
ওঁ গন্ধর্বপুরবাসিন্যৈ নমঃ ।
ওঁ গন্ধর্বায়ৈ নমঃ ।
ওঁ গন্ধর্বকলাগোপিন্যৈ নমঃ ।
ওঁ গরুডাসনায়ৈ নমঃ ।
ওঁ গোবিন্দভাবায়ৈ নমঃ ।
ওঁ গোবিন্দায়ৈ নমঃ ।
ওঁ গান্ধার্যৈ নমঃ ।
ওঁ গন্ধমাদিন্যৈ নমঃ ।
ওঁ গৌরাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ গোপিকামূর্তয়ে নমঃ । ৮০
ওঁ গোপীগোষ্ঠনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ গন্ধায়ৈ নমঃ ।
ওঁ গজেন্দ্রগামান্যায়ৈ নমঃ ।
ওঁ গদাধরপ্রিয়াগ্রহায়ৈ নমঃ ।
ওঁ ঘোরঘোরায়ৈ নমঃ ।
ওঁ ঘোররূপায়ৈ নমঃ ।
ওঁ ঘনশ্রেণ্যৈ নমঃ ।
ওঁ ঘনপ্রভায়ৈ নমঃ ।
ওঁ দৈত্যেন্দ্রপ্রবলায়ৈ নমঃ ।
ওঁ ঘণ্টাবাদিন্যৈ নমঃ । ৯০
ওঁ ঘোরনিঃস্বনায়ৈ নমঃ ।
ওঁ ডাকিন্যৈ নমঃ ।
ওঁ উমায়ৈ নমঃ ।
ওঁ উপেন্দ্রায়ৈ নমঃ ।
ওঁ উর্বশ্যৈ নমঃ ।
ওঁ উরগাসনায়ৈ নমঃ ।
ওঁ উত্তমায়ৈ নমঃ ।
ওঁ উন্নতায়ৈ নমঃ ।
ওঁ উন্নায়ৈ নমঃ ।
ওঁ উত্তমস্থানবাসিন্যৈ নমঃ । ১০০ ।
ওঁ চামুণ্ডায়ৈ নমঃ ।
ওঁ মুণ্ডিতায়ৈ নমঃ ।
ওঁ চণ্ড্যৈ নমঃ ।
ওঁ চণ্ডদর্পহরায়ৈ নমঃ ।
ওঁ উগ্রচণ্ডায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডচণ্ডায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডদৈত্যবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ চণ্ডরূপায়ৈ নমঃ ।
ওঁ প্রচণ্ডায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডাচণ্ডশরীরিণ্যৈ নমঃ । ১১০
ওঁ চতুর্ভুজায়ৈ নমঃ ।
ওঁ প্রচণ্ডায়ৈ নমঃ ।
ওঁ চরাচরনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ ছত্রপ্রায়শিরোবাহায়ৈ নমঃ ।
ওঁ ছলাচ্ছলতরায়ৈ নমঃ ।
ওঁ ছল্যৈ নমঃ ।
ওঁ ক্ষত্ররূপায়ৈ নমঃ ।
ওঁ ক্ষত্রধরায়ৈ নমঃ ।
ওঁ ক্ষত্রিয়ক্ষয়কারিণ্যৈ নমঃ ।
ওঁ জয়ায়ৈ নমঃ । ১২০
ওঁ জয়দুর্গায়ৈ নমঃ ।
ওঁ জয়ন্ত্যৈ নমঃ ।
ওঁ জয়দায়ৈ নমঃ ।
ওঁ পরায়ৈ নমঃ ।
ওঁ জায়িনীজয়িন্যৈ নমঃ ।
ওঁ জ্যোত্স্নাজটাধরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ অজিতায়ৈ নমঃ ।
ওঁ জিতেন্দ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ জিতক্রোধায়ৈ নমঃ ।
ওঁ জয়মানায়ৈ নমঃ ।
ওঁ জনেশ্বর্যৈ নমঃ । ১৩১
ওঁ জিতমৃত্যবে নমঃ ।
ওঁ জরাতীতায়ৈ নমঃ ।
ওঁ জাহ্নব্যৈ নমঃ ।
ওঁ জনকাত্মজায়ৈ নমঃ ।
ওঁ ঝঙ্কারায়ৈ নমঃ ।
ওঁ ঝঞ্ঝরীঝণ্টায়ৈ নমঃ ।
ওঁ ঝঙ্কারীঝকশোভিন্যৈ নমঃ ।
ওঁ ঝখাঝমেশায়ৈ নমঃ ।
ওঁ ঝঙ্কারীয়োনিকল্যাণদায়িন্যৈ নমঃ ।
ওঁ ঝঞ্ঝরায়ৈ নমঃ । ১৪০
ওঁ ঝমুরীঝারায়ৈ নমঃ ।
ওঁ ঝরাঝরতরায়ৈ পরায়ৈ নমঃ ।
ওঁ ঝঞ্ঝাঝমেতায়ৈ নমঃ ।
ওঁ ঝঙ্কারীঝণাকল্যাণদায়িন্যৈ নমঃ ।
ওঁ ঞমুনামানসীচিন্ত্যায়ৈ নমঃ ।
ওঁ ঞমুনাশঙ্করপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ টঙ্কারীটিটিকায়ৈ নমঃ ।
ওঁ টীকাটঙ্কিন্যৈ নমঃ ।
ওঁ টবর্গগায়ৈ নমঃ ।
ওঁ টাপাটোপায়ৈ নমঃ । ১৫০
ওঁ টটপতয়ে নমঃ ।
ওঁ টমন্যৈ নমঃ ।
ওঁ টমনপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ঠকারধারিণ্যৈ নমঃ ।
ওঁ ঠীকাঠঙ্কর্যৈ নমঃ ।
ওঁ ঠিকরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ঠেকঠাসায়ৈ নমঃ ।
ওঁ ঠকরতীঠামিন্যৈ নমঃ ।
ওঁ ঠমনপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ডারহায়ৈ নমঃ । ১৬০
ওঁ ডাকিন্যৈ নমঃ ।
ওঁ ডারাডামরায়ৈ নমঃ ।
ওঁ ডমরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ডখিনীডডয়ুক্তায়ৈ নমঃ ।
ওঁ ডমরূকরবল্লভায়ৈ নমঃ ।
ওঁ ঢক্কাঢক্কীঢক্কনাদায়ৈ নমঃ ।
ওঁ ঢোলশব্দপ্রবোধিন্যৈ নমঃ ।
ওঁ ঢামিনীঢামনপ্রীতায়ৈ নমঃ ।
ওঁ ঢগতন্ত্রপ্রকাশিন্যৈ নমঃ ।
ওঁ অনেকরূপিণ্যৈ নমঃ । ১৭০
ওঁ অম্বায়ৈ নমঃ ।
ওঁ অণিমাসিদ্ধিদায়িন্যৈ নমঃ ।
ওঁ অমন্ত্রিণ্যৈ নমঃ ।
ওঁ অণুকর্যৈ নমঃ ।
ওঁ অণুমদ্ভানুসংস্থিতায়ৈ নমঃ ।
ওঁ তারাতন্ত্রবত্যৈ নমঃ ।
ওঁ তন্ত্রতত্ত্বরূপায়ৈ নমঃ ।
ওঁ তপস্বিন্যৈ নমঃ ।
ওঁ তরঙ্গিণ্যৈ নমঃ ।
ওঁ তত্ত্বপরায়ৈ নমঃ । ১৮০
ওঁ তন্ত্রিকাতন্ত্রবিগ্রহায়ৈ নমঃ ।
ওঁ তপোরূপায়ৈ নমঃ ।
ওঁ তত্ত্বদাত্র্যৈ নমঃ ।
ওঁ তপঃপ্রীতিপ্রধর্ষিণ্যৈ নমঃ ।
ওঁ তন্ত্রয়ন্ত্রার্চনপরায়ৈ নমঃ ।
ওঁ তলাতলনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ তল্পদায়ৈ নমঃ ।
ওঁ অল্পদায়ৈ নমঃ ।
ওঁ কাম্যায়ৈ নমঃ ।
ওঁ স্থিরায়ৈ নমঃ । ১৯০
ওঁ স্থিরতরায়ৈ স্থিত্যৈ নমঃ ।
ওঁ স্থাণুপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ স্থাণুপরায়ৈ নমঃ ।
ওঁ স্থিতাস্থানপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ দিগম্বরায়ৈ নমঃ ।
ওঁ দয়ারূপায়ৈ নমঃ ।
ওঁ দাবাগ্নিদমনীদমায়ৈ নমঃ ।
ওঁ দুর্গায়ৈ নমঃ ।
ওঁ দুর্গপরাদেব্যৈ নমঃ ।
ওঁ দুষ্টদৈত্যবিনাশিন্যৈ নমঃ । ২০০ ।
ওঁ দমনপ্রমদায়ৈ নমঃ ।
ওঁ দৈত্যদয়াদানপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ দুর্গার্তিনাশিন্যৈ নমঃ ।
ওঁ দান্তায়ৈ নমঃ ।
ওঁ দম্ভিন্যৈ নমঃ ।
ওঁ দম্ভবর্জিতায়ৈ নমঃ ।
ওঁ দিগম্বরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ দম্ভায়ৈ নমঃ ।
ওঁ দৈত্যদম্ভবিদারিণ্যৈ নমঃ ।
ওঁ দমনাশনসৌন্দর্যায়ৈ নমঃ । ২১০
ওঁ দানবেন্দ্রবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ দয়াধরায়ৈ নমঃ ।
ওঁ দমন্যৈ নমঃ ।
ওঁ দর্ভপত্রবিলাসিন্যৈ নমঃ ।
ওঁ ধরণীধারিণ্যৈ নমঃ ।
ওঁ ধাত্র্যৈ নমঃ ।
ওঁ ধরাধরধরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ধরাধরসুতায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ সুধর্মাধর্মচারিণ্যৈ নমঃ ।
ওঁ ধর্মজ্ঞায়ৈ নমঃ । ২২০
ওঁ ধবলাধূলায়ৈ নমঃ ।
ওঁ ধনদায়ৈ নমঃ ।
ওঁ ধনবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ ধীরায়ৈ নমঃ ।
ওঁ অধীরায়ৈ নমঃ ।
ওঁ ধীরতরায়ৈ নমঃ ।
ওঁ ধীরসিদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ ধন্বন্তরিধরাধীরায়ৈ নমঃ ।
ওঁ ধ্যেয়ধ্যানস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ নারায়ণ্যৈ নমঃ । ২৩০
ওঁ নারসিংহ্যৈ নমঃ ।
ওঁ নিত্যানন্দনরোত্তমায়ৈ নমঃ ।
ওঁ নক্তানক্তাবত্যৈ নমঃ ।
ওঁ নিত্যায়ৈ নমঃ ।
ওঁ নীলজীমূতসন্নিভায়ৈ নমঃ ।
ওঁ নীলাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ নীলবস্ত্রায়ৈ নমঃ ।
ওঁ নীলপর্বতবাসিন্যৈ নমঃ ।
ওঁ সুনীলপুষ্পখচিতায়ৈ নমঃ ।
ওঁ নীলজম্বূসমপ্রভায়ৈ নমঃ । ২৪০
ওঁ নিত্যাখ্যায়ৈ ষোডশ্যৈ নমঃ ।
ওঁ বিদ্যায়ৈ নিত্যায়ৈ নমঃ ।
ওঁ নিত্যসুখাবহায়ৈ নমঃ ।
ওঁ নর্মদায়ৈ নমঃ ।
ওঁ নন্দনানন্দায়ৈ নমঃ ।
ওঁ নন্দানন্দ বিবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ য়শোদানন্দতনয়ায়ৈ নমঃ ।
ওঁ নন্দনোদ্যানবাসিন্যৈ নমঃ ।
ওঁ নাগান্তকায়ৈ নমঃ ।
ওঁ নাগবৃদ্ধায়ৈ নমঃ । ২৫০
ওঁ নাগপত্ন্যৈ নমঃ ।
ওঁ নাগিন্যৈ নমঃ ।
ওঁ নমিতাশেষজনতায়ৈ নমঃ ।
ওঁ নমস্কারবত্যৈ নমঃ ।
ওঁ নমসে নমঃ ।
ওঁ পীতাম্বরায়ৈ নমঃ ।
ওঁ পার্বত্যৈ নমঃ ।
ওঁ পীতাম্বরবিভূষিতায়ৈ নমঃ ।
ওঁ পীতমাল্যাম্বরধরায়ৈ নমঃ ।
ওঁ পীতাভায়ৈ নমঃ । ২৬০
ওঁ পিঙ্গমূর্ধজায়ৈ নমঃ ।
ওঁ পীতপুষ্পার্চনরতায়ৈ নমঃ ।
ওঁ পীতপুষ্পসমর্চিতায়ৈ নমঃ ।
ওঁ পরপ্রভায়ৈ নমঃ ।
ওঁ পিতৃপতয়ে নমঃ ।
ওঁ পরসৈন্যবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ পরমায়ৈ নমঃ ।
ওঁ পরতন্ত্রায়ৈ নমঃ ।
ওঁ পরমন্ত্রায়ৈ নমঃ ।
ওঁ পরাত্পরায়ৈ নমঃ । ২৭০
ওঁ পরায়ৈ বিদ্যায়ৈ নমঃ ।
ওঁ পরায়ৈ সিদ্ধ্যৈ নমঃ ।
ওঁ পরাস্থানপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ পুষ্পায়ৈ নমঃ ।
ওঁ নিত্যং পুষ্পবত্যৈ নমঃ ।
ওঁ পুষ্পমালাবিভূষিতায়ৈ নমঃ ।
ওঁ পুরাতনায়ৈ নমঃ ।
ওঁ পূর্বপরায়ৈ নমঃ ।
ওঁ পরসিদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ পীতানিতম্বিন্যৈ নমঃ । ২৮০
ওঁ পীতাপীনোন্নতপয়স্স্তন্যৈ নমঃ ।
ওঁ প্রেমাপ্রমধ্যমাশেষায়ৈ নমঃ ।
ওঁ পদ্মপত্রবিলাসিন্যৈ নমঃ ।
ওঁ পদ্মাবত্যৈ নমঃ ।
ওঁ পদ্মনেত্রায়ৈ নমঃ ।
ওঁ পদ্মায়ৈ নমঃ ।
ওঁ পদ্মমুখীপরায়ৈ নমঃ ।
ওঁ পদ্মাসনায়ৈ নমঃ ।
ওঁ পদ্মপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ পদ্মরাগস্বরূপিণ্যৈ নমঃ । ২৯০
ওঁ পাবন্যৈ নমঃ ।
ওঁ পালিকায়ৈ নমঃ ।
ওঁ পাত্র্যৈ নমঃ ।
ওঁ পরদায়ৈ নমঃ ।
ওঁ অবরদায়ৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ প্রেতসংস্থায়ৈ নমঃ ।
ওঁ পরানন্দায়ৈ নমঃ ।
ওঁ পরব্রহ্মস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ জিনেশ্বরপ্রিয়ায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ পশুরক্তরতপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ পশুমাংসপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ অপর্ণায়ৈ নমঃ ।
ওঁ পরামৃতপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ পাশিন্যৈ নমঃ ।
ওঁ পাশিকায়ৈ নমঃ ।
ওঁ পশুঘ্ন্যৈ নমঃ ।
ওঁ পশুভাষিণ্যৈ নমঃ ।
ওঁ ফুল্লারবিন্দবদন্যৈ নমঃ ।
ওঁ ফুল্লোত্পলশরীরিণ্যৈ নমঃ । ৩১০
ওঁ পরানন্দপ্রদায়ৈ নমঃ ।
ওঁ বীণায়ৈ নমঃ ।
ওঁ পশুপাশবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ ফূত্কারায়ৈ নমঃ ।
ওঁ ফূত্পরায়ৈ নমঃ ।
ওঁ ফেণ্যৈ নমঃ ।
ওঁ ফুল্লেন্দীবরলোচনায়ৈ নমঃ ।
ওঁ ফট্মন্ত্রায়ৈ নমঃ ।
ওঁ স্ফটিকায়ৈ নমঃ ।
ওঁ স্বাহায়ৈ নমঃ । ৩২০
ওঁ স্ফোটায়ৈ নমঃ ।
ওঁ ফট্স্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ স্ফাটিকাঘুটিকায়ৈ নমঃ ।
ওঁ ঘোরায়ৈ নমঃ ।
ওঁ স্ফটিকাদ্রিস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ বরাঙ্গনায়ৈ নমঃ ।
ওঁ বরধরায়ৈ নমঃ ।
ওঁ বারাহ্যৈ নমঃ ।
ওঁ বাসুকীবরায়ৈ নমঃ ।
ওঁ বিন্দুস্থায়ৈ নমঃ । ৩৩০
ওঁ বিন্দুনীবাণ্যৈ নমঃ ।
ওঁ বিন্দুচক্রনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ বিদ্যাধর্যৈ নমঃ ।
ওঁ বিশালাক্ষ্যৈ নমঃ ।
ওঁ কাশীবাসিজনপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ বেদবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ বিরূপাক্ষ্যৈ নমঃ ।
ওঁ বিশ্বয়ুজে নমঃ ।
ওঁ বহুরূপিণ্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মশক্ত্যৈ নমঃ । ৩৪০
ওঁ বিষ্ণুশক্ত্যৈ নমঃ ।
ওঁ পঞ্চবক্ত্রায়ৈ নমঃ ।
ওঁ শিবপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ বৈকুণ্ঠবাসিন্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ বৈকুণ্ঠপদদায়িন্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মরূপায়ৈ নমঃ ।
ওঁ বিষ্ণুরূপায়ৈ নমঃ ।
ওঁ পরব্রহ্মমহেশ্বর্যৈ নমঃ ।
ওঁ ভবপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ভবোদ্ভাবায়ৈ নমঃ । ৩৫০
ওঁ ভবরূপায়ৈ নমঃ ।
ওঁ ভবোত্তমায়ৈ নমঃ ।
ওঁ ভবপারায়ৈ নমঃ ।
ওঁ ভবাধারায়ৈ নমঃ ।
ওঁ ভাগ্যবত্প্রিয়কারিণ্যৈ নমঃ ।
ওঁ ভদ্রায়ৈ নমঃ ।
ওঁ সুভদ্রায়ৈ নমঃ ।
ওঁ ভবদায়ৈ নমঃ ।
ওঁ শুম্ভদৈত্যবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ ভবান্যৈ নমঃ । ৩৬০
ওঁ ভৈরব্যৈ নমঃ ।
ওঁ ভীমায়ৈ নমঃ ।
ওঁ ভদ্রকাল্যৈ নমঃ ।
ওঁ সুভদ্রিকায়ৈ নমঃ ।
ওঁ ভগিন্যৈ নমঃ ।
ওঁ ভগরূপায়ৈ নমঃ ।
ওঁ ভগমানায়ৈ নমঃ ।
ওঁ ভগোত্তমায়ৈ নমঃ ।
ওঁ ভগপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ভগবত্যৈ নমঃ । ৩৭০
ওঁ ভগবাসায়ৈ নমঃ ।
ওঁ ভগাকরায়ৈ নমঃ ।
ওঁ ভগসৃষ্টায়ৈ নমঃ ।
ওঁ ভাগ্যবত্যৈ নমঃ ।
ওঁ ভগরূপায়ৈ নমঃ ।
ওঁ ভগাসিন্যৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গপ্রিয়ায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গস্বরূপায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গবিনোদিন্যৈ নমঃ । ৩৮০
ওঁ ভগলিঙ্গরতায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ ভগমালায়ৈ নমঃ ।
ওঁ ভগকলায়ৈ নমঃ ।
ওঁ ভগাধারায়ৈ নমঃ ।
ওঁ ভগাম্বরায়ৈ নমঃ ।
ওঁ ভগবেগায়ৈ নমঃ ।
ওঁ ভগাপূষায়ৈ নমঃ ।
ওঁ ভগেন্দ্রায়ৈ নমঃ ।
ওঁ ভাগ্যরূপিণ্যৈ নমঃ । ৩৯০
ওঁ ভগলিঙ্গাঙ্গসম্ভোগায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গাসবাবহায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গসমাধুর্যায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গনিবেশিতায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গসুপূজায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গসমন্বিতায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গবিরক্তায়ৈ নমঃ ।
ওঁ ভগলিঙ্গসমাবৃতায়ৈ নমঃ ।
ওঁ মাধব্যৈ নমঃ ।
ওঁ মাধবীমান্যায়ৈ নমঃ । ৪০০ ।
ওঁ মধুরায়ৈ নমঃ ।
ওঁ মধুমানিন্যৈ নমঃ ।
ওঁ মন্দহাসায়ৈ নমঃ ।
ওঁ মহামায়ায়ৈ নমঃ ।
ওঁ মোহিন্যৈ নমঃ ।
ওঁ মহদুত্তমায়ৈ নমঃ ।
ওঁ মহামোহায়ৈ নমঃ ।
ওঁ মহাবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ মহাঘোরায়ৈ নমঃ ।
ওঁ মহাস্মৃত্যৈ নমঃ । ৪১০
ওঁ মনস্বিন্যৈ নমঃ ।
ওঁ মানবত্যৈ নমঃ ।
ওঁ মোদিন্যৈ নমঃ ।
ওঁ মধুরাননায়ৈ নমঃ ।
ওঁ মেনকায়ৈ নমঃ ।
ওঁ মানিনীমান্যায়ৈ নমঃ ।
ওঁ মণিরত্নবিভূষণায়ৈ নমঃ ।
ওঁ মল্লিকামৌলিকামালায়ৈ নমঃ ।
ওঁ মালাধরমদোত্তমায়ৈ নমঃ ।
ওঁ মদনাসুন্দর্যৈ নমঃ । ৪২০
ওঁ মেধায়ৈ নমঃ ।
ওঁ মধুমত্তায়ৈ নমঃ ।
ওঁ মধুপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ মত্তহংসীসমোন্নাসায়ৈ নমঃ ।
ওঁ মত্তসিংহমহাসন্যৈ নমঃ ।
ওঁ মহেন্দ্রবল্লভায়ৈ নমঃ ।
ওঁ ভীমায়ৈ নমঃ ।
ওঁ মৌল্যঞ্চমিথুনাত্মজায়ৈ নমঃ ।
ওঁ মহাকাল্যা মহাকাল্যৈ নমঃ ।
ওঁ মহাবুদ্ধয়ে নমঃ । ৪৩০
ওঁ মহোত্কটায়ৈ নমঃ ।
ওঁ মাহেশ্বর্যৈ নমঃ ।
ওঁ মহামায়ায়ৈ নমঃ ।
ওঁ মহিষাসুরঘাতিন্যৈ নমঃ ।
ওঁ মধুরায়ৈ কীর্তিমত্তায়ৈ নমঃ ।
ওঁ মত্তমাতঙ্গগামিন্যৈ নমঃ ।
ওঁ মদপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ মাংসরতায়ৈ নমঃ ।
ওঁ মত্তয়ুক্কামকারিণ্যৈ নমঃ ।
ওঁ মৈথুন্যবল্লভায়ৈ নমঃ । দেব্যৈ ৪৪০
ওঁ মহানন্দায়ৈ নমঃ ।
ওঁ মহোত্সবায়ৈ নমঃ ।
ওঁ মরীচয়ে নমঃ ।
ওঁ মারত্যৈ নমঃ ।
ওঁ মায়ায়ৈ নমঃ ।
ওঁ মনোবুদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ মোহায়ৈ নমঃ ।
ওঁ মোক্ষায়ৈ নমঃ ।
ওঁ মহালক্ষ্মৈ নমঃ ।
ওঁ মহত্পদপ্রদায়িন্যৈ নমঃ । ৪৫০
ওঁ য়মরূপায়ৈ নমঃ ।
ওঁ য়মুনায়ৈ নমঃ ।
ওঁ জয়ন্ত্যৈ নমঃ ।
ওঁ জয়প্রদায়ৈ নমঃ ।
ওঁ য়াম্যায়ৈ নমঃ ।
ওঁ য়মবত্যৈ নমঃ ।
ওঁ য়ুদ্ধায়ৈ নমঃ ।
ওঁ য়দোঃ কুলবিবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ রমারামায়ৈ নমঃ ।
ওঁ রামপত্ন্যৈ নমঃ । ৪৬০
ওঁ রত্নমালারতিপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ রত্নসিংহাসনস্থায়ৈ নমঃ ।
ওঁ রত্নাভরণমণ্ডিতায়ৈ নমঃ ।
ওঁ রমণ্যৈ নমঃ ।
ওঁ রমণীয়ায়ৈ নমঃ ।
ওঁ রত্যারসপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ রতানন্দায়ৈ নমঃ ।
ওঁ রতবত্যৈ নমঃ ।
ওঁ রঘূণাং কুলবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ রমণারিপরিভ্রাজ্যায়ৈ নমঃ । ৪৭০
ওঁ রৈধায়ৈ নমঃ ।
ওঁ রাধিকরত্নজায়ৈ নমঃ ।
ওঁ রাবীরসস্বরূপায়ৈ নমঃ ।
ওঁ রাত্রিরাজসুখাবহায়ৈ নমঃ ।
ওঁ ঋতুজায়ৈ নমঃ ।
ওঁ ঋতুদায়ৈ নমঃ ।
ওঁ ঋদ্ধায়ৈ নমঃ ।
ওঁ ঋতুরূপায়ৈ নমঃ ।
ওঁ ঋতুপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ রক্তপ্রিয়ায়ৈ নমঃ । ৪৮০
ওঁ রক্তবত্যৈ নমঃ ।
ওঁ রঙ্গিণ্যৈ নমঃ ।
ওঁ রক্তদন্তিকায়ৈ নমঃ ।
ওঁ লক্ষ্ম্যৈ নমঃ ।
ওঁ লজ্জায়ৈ নমঃ ।
ওঁ লতিকায়ৈ নমঃ ।
ওঁ লীলালগ্নানিতাক্ষিণ্যৈ নমঃ ।
ওঁ লীলায়ৈ নমঃ ।
ওঁ লীলাবত্যৈ নমঃ ।
ওঁ লোমহর্ষাহ্লাদিনপট্টিকায়ৈ নমঃ । ৪৯০
ওঁ ব্রহ্মস্থিতায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মরূপায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মণা বেদবন্দিতায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মোদ্ভবায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মকলায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মাণ্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মবোধিন্যৈ নমঃ ।
ওঁ বেদাঙ্গনায়ৈ নমঃ ।
ওঁ বেদরূপায়ৈ নমঃ ।
ওঁ বনিতায়ৈ নমঃ । ৫০০ ।
ওঁ বিনতাবসায়ৈ নমঃ ।
ওঁ বালায়ৈ নমঃ ।
ওঁ য়ুবত্যৈ নমঃ ।
ওঁ বৃদ্ধায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মকর্মপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ বিন্ধ্যস্থায়ৈ নমঃ ।
ওঁ বিন্ধ্যবাস্যৈ নমঃ ।
ওঁ বিন্দুয়ুগ্বিন্দুভূষণায়ৈ নমঃ ।
ওঁ বিদ্যাবত্যৈ নমঃ ।
ওঁ বেদধার্যৈ নমঃ । ৫১০
ওঁ ব্যাপিকায়ৈ নমঃ ।
ওঁ বর্হিণ্যৈ কলায়ৈ নমঃ ।
ওঁ বামাচারপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ বহ্নয়ে নমঃ ।
ওঁ বামাচারপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ বামাচাররতায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ বামদেবপ্রিয়োত্তমায়ৈ নমঃ ।
ওঁ বুদ্ধেন্দ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ বিবুদ্ধায়ৈ নমঃ ।
ওঁ বুদ্ধাচরণমালিন্যৈ নমঃ । ৫২০
ওঁ বন্ধমোচনতর্ত্র্যৈ নমঃ ।
ওঁ বারুণায়ৈ নমঃ ।
ওঁ বরুণালয়ায়ৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ শিবপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ শুদ্ধায়ৈ নমঃ ।
ওঁ শুদ্ধাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ শুক্লবর্ণিকায়ৈ নমঃ ।
ওঁ শুক্লপুষ্পপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ শুক্লায়ৈ নমঃ । ৫৩০
ওঁ শিবধর্মপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ শুক্লস্থায়ৈ নমঃ ।
ওঁ শুক্লিন্যৈ নমঃ ।
ওঁ শুক্লরূপশুক্লপশুপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ শুক্রস্থায়ৈ নমঃ ।
ওঁ শুক্রিণ্যৈ নমঃ ।
ওঁ শুক্রায়ৈ নমঃ ।
ওঁ শুক্ররূপায়ৈ নমঃ ।
ওঁ শুক্রিকায়ৈ নমঃ ।
ওঁ ষণ্মুখ্যৈ নমঃ । ৫৪০
ওঁ ষডঙ্গায়ৈ নমঃ ।
ওঁ ষট্চক্রবিনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ ষড্গ্রন্থিয়ুক্তায়ৈ নমঃ ।
ওঁ ষোঢায়ৈ নমঃ ।
ওঁ ষণ্মাত্রে নমঃ ।
ওঁ ষডাত্মিকায়ৈ নমঃ ।
ওঁ ষডঙ্গয়ুবত্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ষডঙ্গপ্রকৃত্যৈ নমঃ ।
ওঁ বশ্যৈ নমঃ ।
ওঁ ষডাননায়ৈ নমঃ । ৫৫০
ওঁ ষড্রসায়ৈ নমঃ ।
ওঁ ষষ্ঠীষষ্ঠেশ্বরীপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ষড্জবাদায়ৈ নমঃ ।
ওঁ ষোডশ্যৈ নমঃ ।
ওঁ ষোঢান্যাসস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ ষট্চক্রভেদনকর্যৈ নমঃ ।
ওঁ ষট্চক্রস্থস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ ষোডশস্বররূপায়ৈ নমঃ ।
ওঁ ষণ্মুখ্যৈ নমঃ ।
ওঁ ষট্পদান্বিতায়ৈ নমঃ । ৫৬০
ওঁ সনকাদি স্বরূপায়ৈ নমঃ ।
ওঁ শিবধর্মপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধসপ্তস্বর্যৈ নমঃ ।
ওঁ শুদ্ধায়ৈ নমঃ ।
ওঁ সুরমাত্রে নমঃ ।
ওঁ সুরোত্তমায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধমাত্রে নমঃ ।
ওঁ সিদ্ধাসিদ্ধস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ হরায়ৈ নমঃ । ৫৭০
ওঁ হরিপ্রিয়াহারায়ৈ নমঃ ।
ওঁ হরিণীহারয়ুজে নমঃ ।
ওঁ হরিরূপায়ৈ নমঃ ।
ওঁ হরিধরায়ৈ নমঃ ।
ওঁ হরিণাক্ষ্যৈ নমঃ ।
ওঁ হরিপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ হেতুপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ হেতুরতায়ৈ নমঃ ।
ওঁ হিতাহিতস্বরূপিণ্যৈ নমঃ ।
ওঁ ক্ষমায়ৈ নমঃ । ৫৮০
ওঁ ক্ষমাবত্যৈ নমঃ ।
ওঁ ক্ষীতায়ৈ নমঃ ।
ওঁ ক্ষুদ্রঘণ্টাবিভূষণায়ৈ নমঃ ।
ওঁ ক্ষয়ঙ্কর্যৈ নমঃ ।
ওঁ ক্ষিতীশায়ৈ নমঃ ।
ওঁ ক্ষীণমধ্যসুশোভনায়ৈ নমঃ ।
ওঁ অজায়ৈ নমঃ ।
ওঁ অনন্তায়ৈ নমঃ ।
ওঁ অপর্ণায়ৈ নমঃ ।
ওঁ অহল্যাশেষশায়িন্যৈ নমঃ । ৫৯০
ওঁ স্বান্তর্গতায়ৈ নমঃ ।
ওঁ সাধূনামন্তরানন্দরূপিণ্যৈ নমঃ ।
ওঁ অরূপায়ৈ নমঃ ।
ওঁ অমলায়ৈ নমঃ ।
ওঁ অর্ধায়ৈ নমঃ ।
ওঁ অনন্তগুণশালিন্যৈ নমঃ ।
ওঁ স্ববিদ্যায়ৈ নমঃ ।
ওঁ বিদ্যকাবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ বিদ্যায়ৈ নমঃ ।
ওঁ চার্বিন্দুলোচনায়ৈ নমঃ । ৬০০ ।
ওঁ অপরাজিতায়ৈ নমঃ ।
ওঁ জাতবেদায়ৈ নমঃ ।
ওঁ অজপায়ৈ নমঃ ।
ওঁ অমরাবত্যৈ নমঃ ।
ওঁ অল্পায়ৈ নমঃ ।
ওঁ স্বল্পায়ৈ নমঃ ।
ওঁ অনল্পাদ্যায়ৈ নমঃ ।
ওঁ অণিমাসিদ্ধিদায়িন্যৈ নমঃ ।
ওঁ অষ্টসিদ্ধিপ্রদায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ রূপলক্ষণসংয়ুতায়ৈ নমঃ । ৬১০
ওঁ অরবিন্দমুখায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ভোগসৌখ্যপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ আদিবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ আদিভূতায়ৈ নমঃ ।
ওঁ আদিসিদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ সীত্কাররূপিণ্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ সর্বাসনবিভূষিতায়ৈ নমঃ ।
ওঁ ইন্দ্রপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ ইন্দ্রাণ্যৈ নমঃ ।
ওঁ ইন্দ্রপ্রস্থনিবাসিন্যৈ নমঃ । ৬২০
ওঁ ইন্দ্রাক্ষ্যৈ নমঃ ।
ওঁ ইন্দ্রবজ্রায়ৈ নমঃ ।
ওঁ ইন্দ্রমদ্যোক্ষণ্যৈ নমঃ ।
ওঁ ঈলাকামনিবাসায়ৈ নমঃ ।
ওঁ ঈশ্বর্যৈ নমঃ ।
ওঁ ঈশ্বরবল্লভায়ৈ নমঃ ।
ওঁ জনন্যৈ নমঃ ।
ওঁ ঈশ্বর্যৈ নমঃ ।
ওঁ দীনাভেদায়ৈ নমঃ ।
ওঁ ঈশ্বরকর্মকৃতে নমঃ । ৬৩০
ওঁ উমায়ৈ নমঃ ।
ওঁ কাত্যায়ন্যৈ নমঃ ।
ওঁ ঊর্ধ্বায়ৈ নমঃ ।
ওঁ মীনায়ৈ নমঃ ।
ওঁ উত্তরবাসিন্যৈ নমঃ ।
ওঁ উমাপতিপ্রিয়ায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ ওঙ্কাররূপিণ্যৈ নমঃ ।
ওঁ উরগেন্দ্রশিরোরত্নায়ৈ নমঃ ।
ওঁ উরগায়ৈ নমঃ । ৬৪০
ওঁ উরগবল্লভায়ৈ নমঃ ।
ওঁ উদ্যানবাসিন্যৈ নমঃ ।
ওঁ মালায়ৈ নমঃ ।
ওঁ প্রশস্তমণিভূষণায়ৈ নমঃ ।
ওঁ ঊর্ধ্বদন্তোত্তমাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ উত্তমায়ৈ নমঃ ।
ওঁ ঊর্ধ্বকেশিন্যৈ নমঃ ।
ওঁ উমাসিদ্ধিপ্রদায়ৈ নমঃ ।
ওঁ উরগাসনসংস্থিতায়ৈ নমঃ ।
ওঁ ঋষিপুত্র্যৈ নমঃ । ৬৫০
ওঁ ঋষিচ্ছন্দায়ৈ নমঃ ।
ওঁ ঋদ্ধিসিদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ উত্সবোত্সবসীমন্তায়ৈ নমঃ ।
ওঁ কামিকায়ৈ নমঃ ।
ওঁ গুণান্বিতায়ৈ নমঃ ।
ওঁ এলায়ৈ নমঃ ।
ওঁ একারবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ এণীবিদ্যাধরায়ৈ নমঃ ।
ওঁ ওঙ্কারাবলয়োপেতায়ৈ নমঃ ।
ওঁ ওঙ্কারপরমায়ৈ নমঃ । কলায়ৈ ৬৬০
ওঁ বদবদবাণ্যৈ নমঃ ।
ওঁ ওঙ্কারাক্ষরমণ্ডিতায়ৈ নমঃ ।
ওঁ ঐন্দ্র্যৈ নমঃ ।
ওঁ কুলিশহস্তায়ৈ নমঃ ।
ওঁ লোকপরবাসিন্যৈ নমঃ ।
ওঁ ওঙ্কারমধ্যবীজায়ৈ নমঃ ।
ওঁ নমোরূপধারিণ্যৈ নমঃ ।
ওঁ পরব্রহ্মস্বরূপায়ৈ নমঃ ।
ওঁ অংশুকায়ৈ নমঃ ।
ওঁ অংশুকবল্লভায়ৈ নমঃ । ৬৭০
ওঁ ওঙ্কারায়ৈ নমঃ ।
ওঁ অঃফড্মন্ত্রায়ৈ নমঃ ।
ওঁ অক্ষাক্ষরবিভূষিতায়ৈ নমঃ ।
ওঁ অমন্ত্রায়ৈ নমঃ ।
ওঁ মন্ত্ররূপায়ৈ নমঃ ।
ওঁ পদশোভাসমন্বিতায়ৈ নমঃ ।
ওঁ প্রণবোঙ্কাররূপায়ৈ নমঃ ।
ওঁ প্রণবোচ্চারভাজে নমঃ ।
ওঁ হ্রীংকাররূপায়ৈ নমঃ ।
ওঁ হ্রীংকার্যৈ নমঃ । ৬৮০
ওঁ বাগ্বীজাক্ষরভূষণায়ৈ নমঃ ।
ওঁ হৃল্লেখাসিদ্ধিয়োগায়ৈ নমঃ ।
ওঁ হৃত্পদ্মাসনসংস্থিতায়ৈ নমঃ ।
ওঁ বীজাখ্যায়ৈ নমঃ ।
ওঁ নেত্রহৃদয়ায়ৈ নমঃ ।
ওঁ হ্রীম্বীজায়ৈ নমঃ ।
ওঁ ভুবনেশ্বর্যৈ নমঃ ।
ওঁ ক্লীঙ্কামরাজায়ৈ নমঃ ।
ওঁ ক্লিন্নায়ৈ নমঃ ।
ওঁ চতুর্বর্গফলপ্রদায়ৈ নমঃ । ৬৯০
ওঁ ক্লীঙ্ক্লীঙ্ক্লীংরূপিকায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ক্রীঙ্ক্রীঙ্ক্রীন্নামধারিণ্যৈ নমঃ ।
ওঁ কমলাশক্তিবীজায়ৈ নমঃ ।
ওঁ পাশাঙ্কুশবিভূষিতায়ৈ নমঃ ।
ওঁ শ্রীংশ্রীংকারায়ৈ নমঃ ।
ওঁ মহাবিদ্যায়ৈ নমঃ ।
ওঁ শ্রদ্ধায়ৈ নমঃ ।
ওঁ শ্রদ্ধাবত্যৈ নমঃ ।
ওঁ ঐঙ্ক্লীংহ্রীংশ্রীম্পরায়ৈ নমঃ ।
ওঁ ক্লীঙ্কার্যৈ নমঃ । ৭০০ ।
ওঁ পরমায়ৈ কলায়ৈ নমঃ ।
ওঁ হ্রীংক্লীংশ্রীংকারস্বরূপায়ৈ নমঃ ।
ওঁ সর্বকর্মফলপ্রদায়ৈ নমঃ ।
ওঁ সর্বাঢ্যায়ৈ নমঃ ।
ওঁ সর্বদেব্যৈ নমঃ ।
ওঁ সর্বসিদ্ধিপ্রদায়ৈ নমঃ ।
ওঁ সর্বজ্ঞায়ৈ নমঃ ।
ওঁ সর্বশক্ত্যৈ নমঃ ।
ওঁ বাগ্বিভূতিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ সর্বমোক্ষপ্রদায়ৈ নমঃ । দেব্যৈ ৭১০
ওঁ সর্বভোগপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ গুণেন্দ্রবল্লভায়ৈ বামায়ৈ নমঃ ।
ওঁ সর্বশক্তিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ সর্বানন্দময়্যৈ নমঃ ।
ওঁ সর্বসিদ্ধিপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ সর্বচক্রেশ্বর্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ সর্বসিদ্ধেশ্বর্যৈ নমঃ ।
ওঁ সর্বপ্রিয়ঙ্কর্যৈ নমঃ ।
ওঁ সর্বসৌখ্যপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ সর্বানন্দপ্রদায়ৈ নমঃ । দেব্যৈ ৭২০
ওঁ ব্রহ্মানন্দপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ মনোবাঞ্ছিতদাত্র্যৈ নমঃ ।
ওঁ মনোবুদ্ধিসমন্বিতায়ৈ নমঃ ।
ওঁ অকারাদিক্ষকারান্তায়ৈ নমঃ ।
ওঁ দুর্গায়ৈ নমঃ ।
ওঁ দুর্গার্তিনাশিন্যৈ নমঃ ।
ওঁ পদ্মনেত্রায়ৈ নমঃ ।
ওঁ সুনেত্রায়ৈ নমঃ ।
ওঁ স্বধাস্বাহাবষট্কর্যৈ নমঃ ।
ওঁ স্বর্বর্গায়ৈ নমঃ । ৭৩০
ওঁ দেববর্গায়ৈ নমঃ ।
ওঁ তবর্গায়ৈ নমঃ ।
ওঁ সমন্বিতায়ৈ নমঃ ।
ওঁ অন্তস্থায়ৈ নমঃ ।
ওঁ বেশ্মরূপায়ৈ নমঃ ।
ওঁ নবদুর্গায়ৈ নমঃ ।
ওঁ নরোত্তমায়ৈ নমঃ ।
ওঁ তত্ত্বসিদ্ধিপ্রদায়ৈ নমঃ ।
ওঁ নীলায়ৈ নমঃ ।
ওঁ নীলপতাকিন্যৈ নমঃ । ৭৪০
ওঁ নিত্যরূপায়ৈ নমঃ ।
ওঁ নিশাকার্যৈ নমঃ ।
ওঁ স্তম্ভিন্যৈ নমঃ ।
ওঁ মোহিন্যৈ নমঃ ।
ওঁ বশঙ্কর্যৈ নমঃ ।
ওঁ উচ্চাট্যৈ নমঃ ।
ওঁ উন্মাদ্যৈ নমঃ ।
ওঁ কর্ষিণ্যৈ নমঃ ।
ওঁ মাতঙ্গ্যৈ নমঃ ।
ওঁ মধুমত্তায়ৈ নমঃ । ৭৫০
ওঁ অণিমায়ৈ নমঃ ।
ওঁ লঘিমায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধায়ৈ নমঃ ।
ওঁ মোক্ষপ্রদায়ৈ নিত্যায়ৈ নমঃ ।
ওঁ নিত্যানন্দপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ রক্তাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ রক্তনেত্রায়ৈ নমঃ ।
ওঁ রক্তচন্দনভূষিতায়ৈ নমঃ ।
ওঁ স্বল্পসিদ্ধ্যৈ নমঃ ।
ওঁ সুকল্পায়ৈ নমঃ । ৭৬০
ওঁ দিব্যচারণশুক্রভায়ৈ নমঃ ।
ওঁ সঙ্ক্রান্ত্যৈ নমঃ ।
ওঁ সর্ববিদ্যায়ৈ নমঃ ।
ওঁ সপ্তবাসরভূষিতায়ৈ নমঃ ।
ওঁ প্রথমায়ৈ নমঃ ।
ওঁ দ্বিতীয়ায়ৈ নমঃ ।
ওঁ তৃতীয়ায়ৈ নমঃ ।
ওঁ চতুর্থিকায়ৈ নমঃ ।
ওঁ পঞ্চম্যৈ নমঃ ।
ওঁ ষষ্ঠ্যৈ নমঃ । ৭৭০
ওঁ বিশুদ্ধায়ৈ সপ্তম্যৈ নমঃ ।
ওঁ অষ্টম্যৈ নমঃ ।
ওঁ নবম্যৈ নমঃ ।
ওঁ দশম্যৈ নমঃ ।
ওঁ একাদশ্যৈ নমঃ ।
ওঁ দ্বাদশ্যৈ নমঃ ।
ওঁ ত্রয়োদশ্যৈ নমঃ ।
ওঁ চতুর্দশ্যৈ নমঃ ।
ওঁ পূর্ণিমায়ৈ নমঃ ।
ওঁ অমাবাস্যায়ৈ নমঃ । ৭৮০
ওঁ পূর্বায়ৈ নমঃ ।
ওঁ উত্তরায়ৈ নমঃ ।
ওঁ পরিপূর্ণিমায়ৈ নমঃ ।
ওঁ খড্গিন্যৈ নমঃ ।
ওঁ চক্রিণ্যৈ নমঃ ।
ওঁ ঘোরায়ৈ নমঃ ।
ওঁ গদিন্যৈ নমঃ ।
ওঁ শূলিন্যৈ নমঃ ।
ওঁ ভুশুণ্ডীচাপিন্যৈ নমঃ ।
ওঁ বাণায়ৈ নমঃ । ৭৯০
ওঁ সর্বায়ুধবিভূষণায়ৈ নমঃ ।
ওঁ কুলেশ্বর্যৈ নমঃ ।
ওঁ কুলবত্যৈ নমঃ ।
ওঁ কুলাচারপরায়ণায়ৈ নমঃ ।
ওঁ কুলকর্মসুরক্তায়ৈ নমঃ ।
ওঁ কুলাচারপ্রবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ কীর্ত্যৈ নমঃ ।
ওঁ শ্রিয়ৈ নমঃ ।
ওঁ রমায়ৈ নমঃ ।
ওঁ রামায়ৈ নমঃ । ৮০০ ।
ওঁ ধর্মায়ৈ সততং নমঃ ।
ওঁ ক্ষমায়ৈ নমঃ ।
ওঁ ধৃত্যৈ নমঃ ।
ওঁ স্মৃত্যৈ নমঃ ।
ওঁ মেধায়ৈ নমঃ ।
ওঁ কল্পবৃক্ষনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ উগ্রায়ৈ নমঃ ।
ওঁ উগ্রপ্রভায়ৈ নমঃ ।
ওঁ গৌর্যৈ নমঃ ।
ওঁ বেদবিদ্যাবিবোধিন্যৈ নমঃ । ৮১০
ওঁ সাধ্যায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধায়ৈ নমঃ ।
ওঁ সুসিদ্ধায়ৈ নমঃ ।
ওঁ বিপ্ররূপায়ৈ নমঃ ।
ওঁ কাল্যৈ নমঃ ।
ওঁ করাল্যৈ নমঃ ।
ওঁ কাল্যায়ৈ কলায়ৈ নমঃ ।
ওঁ দৈত্যবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ কৌলিন্যৈ নমঃ ।
ওঁ কালিক্যৈ নমঃ । ৮২০
ওঁ ক চ ট ত প বর্ণিকায়ৈ নমঃ ।
ওঁ জয়িন্যৈ নমঃ ।
ওঁ জয়য়ুক্তায়ৈ নমঃ ।
ওঁ জয়দায়ৈ নমঃ ।
ওঁ জৃম্ভিণ্যৈ নমঃ ।
ওঁ স্রাবিণ্যৈ নমঃ ।
ওঁ দ্রাবিণ্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ভেরুণ্ডায়ৈ নমঃ ।
ওঁ বিন্ধ্যবাসিন্যৈ নমঃ ।
ওঁ জ্যোতির্ভূতায়ৈ নমঃ । ৮৩০
ওঁ জয়দায়ৈ নমঃ ।
ওঁ জ্বালামালাসমাকুলায়ৈ নমঃ ।
ওঁ ভিন্নাভিন্নপ্রকাশায়ৈ নমঃ ।
ওঁ বিভিন্নাভিন্নরূপিণ্যৈ নমঃ ।
ওঁ অশ্বিন্যৈ নমঃ ।
ওঁ ভরণ্যৈ নমঃ ।
ওঁ নক্ষত্রসম্ভবানিলায়ৈ নমঃ ।
ওঁ কাশ্যপ্যৈ নমঃ ।
ওঁ বিনতাখ্যাতায়ৈ নমঃ ।
ওঁ দিতিজায়ৈ নমঃ । ৮৪০
ওঁ অদিত্যৈ নমঃ ।
ওঁ কীর্ত্যৈ নমঃ ।
ওঁ কামপ্রিয়ায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ কীর্ত্যাকীর্তিবিবর্ধিন্যৈ নমঃ ।
ওঁ সদ্যোমাংসসমালব্ধায়ৈ নমঃ ।
ওঁ সদ্যশ্ছিন্নাসিশঙ্করায়ৈ নমঃ ।
ওঁ দক্ষিণায়ৈ দিশে নমঃ ।
ওঁ উত্তরায়ৈ দিশে নমঃ ।
ওঁ পূর্বায়ৈ দিশে নমঃ ।
ওঁ পশ্চিমায়ৈ দিশে ৮৫০
ওঁ অগ্নিনৈরৃতিবায়ব্যেশান্যাদিদিশে নমঃ ।
ওঁ স্মৃতায়ৈ নমঃ ।
ওঁ ঊর্ধ্বাঙ্গাধোগতায়ৈ নমঃ ।
ওঁ শ্বেতায়ৈ নমঃ ।
ওঁ কৃষ্ণায়ৈ নমঃ ।
ওঁ রক্তায়ৈ নমঃ ।
ওঁ পীতকায়ৈ নমঃ ।
ওঁ চতুর্বর্গায়ৈ নমঃ ।
ওঁ চতুর্বর্ণায়ৈ নমঃ ।
ওঁ চতুর্মাত্রাত্মিকাক্ষরায়ৈ নমঃ ।
ওঁ চতুর্মুখ্যৈ নমঃ ।
ওঁ চতুর্বেদায়ৈ নমঃ ।
ওঁ চতুর্বিদ্যায়ৈ নমঃ ।
ওঁ চতুর্মুখায়ৈ নমঃ ।
ওঁ চতুর্গণায়ৈ নমঃ ।
ওঁ চতুর্মাত্রে নমঃ ।
ওঁ চতুর্বর্গফলপ্রদায়ৈ নমঃ ।
ওঁ ধাত্রীবিধাত্রীমিথুনায়ৈ নমঃ ।
ওঁ নার্যৈ নমঃ ।
ওঁ নায়কবাসিন্যৈ নমঃ । ৮৭০
ওঁ সুরামুদামুদবত্যৈ নমঃ ।
ওঁ মেদিন্যৈ নমঃ ।
ওঁ মেনকাত্মজায়ৈ নমঃ ।
ওঁ ঊর্ধ্বকাল্যৈ নমঃ ।
ওঁ সিদ্ধিকাল্যৈ নমঃ ।
ওঁ দক্ষিণাকালিকায়ৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ নীলায়ৈ সরস্বত্যৈ নমঃ ।
ওঁ সা ত্বং বগলায়ৈ নমঃ ।
ওঁ ছিন্নমস্তকায়ৈ নমঃ । ৮৮০
ওঁ সর্বেশ্বর্যৈ নমঃ ।
ওঁ সিদ্ধবিদ্যায়ৈ পরায়ৈ নমঃ ।
ওঁ পরমদেবতায়ৈ নমঃ ।
ওঁ হিঙ্গুলায়ৈ নমঃ ।
ওঁ হিঙ্গুলাঙ্গ্যৈ নমঃ ।
ওঁ হিঙ্গুলাধরবাসিন্যৈ নমঃ ।
ওঁ হিঙ্গুলোত্তমবর্ণাভায়ৈ নমঃ ।
ওঁ হিঙ্গুলাভরণায়ৈ নমঃ ।
ওঁ জাগ্রত্যৈ নমঃ ।
ওঁ জগন্মাত্রে নমঃ । ৮৯০
ওঁ জগদীশ্বরবল্লভায়ৈ নমঃ ।
ওঁ জনার্দনপ্রিয়ায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ জয়য়ুক্তায়ৈ নমঃ ।
ওঁ জয়প্রদায়ৈ নমঃ ।
ওঁ জগদানন্দকার্যৈ নমঃ ।
ওঁ জগদাহ্লাদিকারিণ্যৈ নমঃ ।
ওঁ জ্ঞানদানকর্যৈ নমঃ ।
ওঁ য়জ্ঞায়ৈ নমঃ ।
ওঁ জানক্যৈ নমঃ ।
ওঁ জনকপ্রিয়ায়ৈ নমঃ । ৯০০ ।
ওঁ জয়ন্ত্যৈ নমঃ ।
ওঁ জয়দায়ৈ নিত্যায়ৈ নমঃ ।
ওঁ জ্বলদগ্নিসমপ্রভায়ৈ নমঃ ।
ওঁ বিদ্যাধরায়ৈ নমঃ ।
ওঁ বিম্বোষ্ঠ্যৈ নমঃ ।
ওঁ কৈলাসাচলবাসিন্যৈ নমঃ ।
ওঁ বিভবায়ৈ নমঃ ।
ওঁ বডবাগ্নয়ে নমঃ ।
ওঁ অগ্নিহোত্রফলপ্রদায়ৈ নমঃ ।
ওঁ মন্ত্ররূপায়ৈ নমঃ । পরায়ৈ দেব্যৈ ৯১০
ওঁ গুরুরূপিণ্যৈ নমঃ ।
ওঁ গয়ায়ৈ নমঃ ।
ওঁ গঙ্গায়ৈ নমঃ ।
ওঁ গোমত্যৈ নমঃ ।
ওঁ প্রভাসায়ৈ নমঃ ।
ওঁ পুষ্করায়ৈ নমঃ ।
ওঁ বিন্ধ্যাচলরতায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ বিন্ধ্যাচলনিবাসিন্যৈ নমঃ ।
ওঁ বহ্বৈ নমঃ ।
ওঁ বহুসুন্দর্যৈ নমঃ । ৯২০
ওঁ কংসাসুরবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ শূলিন্যৈ নমঃ ।
ওঁ শূলহস্তায়ৈ নমঃ ।
ওঁ বজ্রায়ৈ নমঃ ।
ওঁ বজ্রহরায়ৈ নমঃ ।
ওঁ দুর্গায়ৈ নমঃ ।
ওঁ শিবায়ৈ নমঃ ।
ওঁ শান্তিকর্যৈ নমঃ ।
ওঁ ব্রহ্মাণ্যৈ নমঃ ।
ওঁ ব্রাহ্মণপ্রিয়ায়ৈ নমঃ । ৯৩০
ওঁ সর্বলোকপ্রণেত্র্যৈ নমঃ ।
ওঁ সর্বরোগহরায়ৈ নমঃ ।
ওঁ মঙ্গলায়ৈ নমঃ ।
ওঁ শোভনায়ৈ নমঃ ।
ওঁ শুদ্ধায়ৈ নমঃ ।
ওঁ নিষ্কলায়ৈ নমঃ ।
ওঁ পরমায়ৈ কলায়ৈ নমঃ ।
ওঁ বিশ্বেশ্বর্যৈ নমঃ ।
ওঁ বিশ্বমাত্রে নমঃ ।
ওঁ ললিতায়ৈ বাসিতাননায়ৈ নমঃ ।
ওঁ সদাশিবায়ৈ নমঃ ।
ওঁ উমায়ৈ ক্ষেমায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডিকায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডবিক্রমায়ৈ নমঃ ।
ওঁ সর্বদেবময়্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ সর্বাগমভয়াপহায়ৈ নমঃ ।
ওঁ ব্রহ্মেশবিষ্ণুনমিতায়ৈ নমঃ ।
ওঁ সর্বকল্যাণকারিণ্যৈ নমঃ ।
ওঁ য়োগিনীয়োগমাত্রে নমঃ ।
ওঁ য়োগীন্দ্রহৃদয়স্থিতায়ৈ নমঃ । ৯৫০
ওঁ য়োগিজায়ায়ৈ নমঃ ।
ওঁ য়োগবত্যৈ নমঃ ।
ওঁ য়োগীন্দ্রানন্দয়োগিন্যৈ নমঃ ।
ওঁ ইন্দ্রাদি নমিতায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ঈশ্বর্যৈ নমঃ ।
ওঁ ঈশ্বরপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ বিশুদ্ধিদায়ৈ নমঃ ।
ওঁ ভয়হরায়ৈ নমঃ ।
ওঁ ভক্তদ্বেষিভয়ঙ্কর্যৈ নমঃ ।
ওঁ ভববেষায়ৈ নমঃ । ৯৬০
ওঁ কামিন্যৈ নমঃ ।
ওঁ ভেরুণ্ডায়ৈ নমঃ ।
ওঁ ভবকারিণ্যৈ নমঃ ।
ওঁ বলভদ্রপ্রিয়াকারায়ৈ নমঃ ।
ওঁ সংসারার্ণবতারিণ্যৈ নমঃ ।
ওঁ পঞ্চভূতায়ৈ নমঃ ।
ওঁ সর্বভূতায়ৈ নমঃ ।
ওঁ বিভূত্যৈ নমঃ ।
ওঁ ভূতিধারিণ্যৈ নমঃ ।
ওঁ সিংহবাহায়ৈ নমঃ । ৯৭০
ওঁ মহামোহায়ৈ নমঃ ।
ওঁ মোহপাশবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ মন্দুরায়ৈ নমঃ ।
ওঁ মদিরায়ৈ নমঃ ।
ওঁ মুদ্রায়ৈ নমঃ ।
ওঁ মুদ্রামুদ্গরধারিণ্যৈ নমঃ ।
ওঁ সাবিত্র্যৈ নমঃ ।
ওঁ মহাদেব্যৈ নমঃ ।
ওঁ পরপ্রিয়বিনায়িকায়ৈ নমঃ ।
ওঁ য়মদূত্যৈ নমঃ । ৯৮০
ওঁ পিঙ্গাক্ষ্যৈ নমঃ ।
ওঁ বৈষ্ণব্যৈ নমঃ ।
ওঁ শঙ্কর্যৈ নমঃ ।
ওঁ চন্দ্রপ্রিয়ায়ৈ নমঃ ।
ওঁ চন্দ্ররতায়ৈ নমঃ ।
ওঁ চন্দনারণ্যবাসিন্যৈ নমঃ ।
ওঁ চন্দনেন্দ্রসমায়ুক্তায়ৈ নমঃ ।
ওঁ চণ্ডদৈত্যবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ সর্বেশ্বর্যৈ নমঃ ।
ওঁ য়ক্ষিণ্যৈ নমঃ । ৯৯০
ওঁ কিরাত্যৈ নমঃ ।
ওঁ রাক্ষস্যৈ নমঃ ।
ওঁ মহাভোগবত্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ মহামোক্ষপ্রদায়িন্যৈ নমঃ ।
ওঁ বিশ্বহন্ত্র্যৈ নমঃ ।
ওঁ বিশ্বরূপায়ৈ নমঃ ।
ওঁ বিশ্বসংহারকারিণ্যৈ নমঃ ।
ওঁ সর্বলোকানাং ধাত্র্যৈ নমঃ ।
ওঁ হিতকারণকামিন্যৈ নমঃ ।
ওঁ কমলায়ৈ নমঃ । ১০০০ ।
ওঁ সূক্ষ্মদায়ৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ধাত্র্যৈ নমঃ ।
ওঁ হরবিনাশিন্যৈ নমঃ ।
ওঁ সুরেন্দ্রপূজিতায়ৈ নমঃ ।
ওঁ সিদ্ধায়ৈ নমঃ ।
ওঁ মহাতেজোবত্যৈ নমঃ ।
ওঁ পরারূপবত্যৈ দেব্যৈ নমঃ ।
ওঁ ত্রৈলোক্যাকর্ষকারিণ্যৈ নমঃ । ১০০৮ ।
ইতি শ্রীবগলামুখী অথবা পীতাম্বরীসহস্রনামাবলিঃ সম্পূর্ণা ॥