www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 9, 2025 12:38 pm

ভোটে লড়াও কারো কারো সখ হয়। এমনই একজনকে খুঁজে পাওয়া গেলো বিহারে। ভোটের বাদ্যি বেজে গিয়েছে বিহারে।

ভোটে লড়াও কারো কারো সখ হয়। এমনই একজনকে খুঁজে পাওয়া গেলো বিহারে। ভোটের বাদ্যি বেজে গিয়েছে বিহারে। ক্ষমতা দখলের লড়াইয়ে কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই ভিড়েই এবার তাল ঠুকলেন এক গ্যাস ডেলিভারি বয়। কিষাণগঞ্জের এই যুবক ছোটেলাল মাহাতো এবারও সিদ্ধান্ত নিয়েছেন বিহারের যুযুধান দুই জোট শিবিরের বিরুদ্ধে ব্যালটের লড়াইয়ে নামার। গত ২০ বছর ধরে বিহারে নির্বাচন লড়ে আসছেন এই যুবক। ছোটেলালের দীর্ঘদিনের স্বপ্ন সাংসদ কিংবা বিধায়ক হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গত ২০ বছর ধরে বিহারে লোকসভা ও বিধানসভা নির্বাচনে লড়াই করে আসছেন তিনি। অবশ্য তাঁর সেই স্বপ্ন এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পর ফের নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা করেছেন ছোটেলাল। জানা যাচ্ছে, ২০০০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়তে নামেন ওই যুবক। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। বয়সের মানদণ্ডে সেবার মনোনয়ন বাতিল হয়ে যায় ছোটেলালের। তবে প্রথমবার বাধাপ্রাপ্ত হলেও দমে যাননি যুবক। এরপর পুরসভা নির্বাচনে মনোনয়ন পেশ করেন। যদিও সেবার ভোটে হেরে যান তিনি। এরপর ২০০৪ সাল থেকে লাগাতার নির্বাচন লড়ে আসছেন ছোটে। প্রত্যেকবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। যদিও প্রতিবারই হারের মুখ দেখতে হয় তাঁকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *