www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 29, 2024 9:12 am
brihaspati

জ্যোতিষশাস্ত্রে (Astrology), বৃহস্পতি গ্রহকে সুখ, গৌরব, সম্পদ, বিবাহিত জীবন, সন্তান এবং বিবাহের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে, যাদের কুণ্ডলীতে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ উচ্চ গৃহে অবস্থান করে, তারা সর্বদা শুভ ও শুভ ফল দেয়। অন্যদিকে, কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের দশা দুর্বল হলে ব্যক্তির জীবনে জ্ঞান, সম্মান ও সম্পদের অভাব দেখা দেয়। দুর্বল বৃহস্পতির কারণে মাঙ্গলিক কাজে বাধা আসতে শুরু করে। এর পাশাপাশি ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবেও অনেক কষ্ট করতে হয়।

সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলেও বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি।  এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক। কেবল চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি। অবশ্য কক্ষপথের কিছু বিন্দুতে মঙ্গল গ্রহের উজ্জ্বলতা বৃহস্পতির চেয়ে বেশি হয়ে থাকে। 

বৃহস্পতিবার (Thursday) বিষ্ণুর (Vishnu) পুজো করা হয়। পাশাপাশি এই দিনটি দেবগুরু বৃহস্পতি ও লক্ষ্মীকেও সমর্পিত। দেবগুরুর বৃহস্পতির পুজো (Brihaspati Puja) ও এই দিনের অধিপতি বৃহস্পতি হওয়ায় দিনটি বৃহস্পতিবার নামে পরিচিত। বৃহস্পতিবার কলা গাছে বিষ্ণুর পুজো করার বিধান রয়েছে। অনেকে এই তিথিতে উপবাসও করেন। বৃহস্পতিবার বিষ্ণুকে গুড়ো, ছোলা ও হলুদের ভোগ নিবেদন করা উচিত।

বৃহস্পতিবারের পুজোর দেবগুরুর ব্রতকথা ও আরতীর বিধান রয়েছে। আবার এই দিনে কিছু বিশেষ মন্ত্র জপ করার কথাও বলা হয়। এর ফলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়।s

সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানী (Astronomy) ও জ্যোতিষীদের (Astrologer)  কাছে পরিচিত। বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও আবর্তিত হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে।

জ্যোতিষশাস্ত্রে (Astrology), বৃহস্পতি গ্রহকে সুখ, গৌরব, সম্পদ, বিবাহিত জীবন, সন্তান এবং বিবাহের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে, যাদের কুণ্ডলীতে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ উচ্চ গৃহে অবস্থান করে, তারা সর্বদা শুভ ও শুভ ফল দেয়। অন্যদিকে, কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের দশা দুর্বল হলে ব্যক্তির জীবনে জ্ঞান, সম্মান ও সম্পদের অভাব দেখা দেয়। দুর্বল বৃহস্পতির কারণে মাঙ্গলিক কাজে বাধা আসতে শুরু করে। এর পাশাপাশি ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবেও অনেক কষ্ট করতে হয়।

এমন অবস্থায় দুর্বল বৃহস্পতি নিরাময় ও তার আশীর্বাদ পেতে বৃহস্পতিবার পূজা করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার দেবতাদের গুরু বৃহস্পতিকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন। সেই সঙ্গে ভগবান বৃহস্পতির কৃপায় ব্যক্তির সমস্ত কাজ সম্পন্ন হয়। বৃহস্পতিকে শান্ত করার জন্য, বৃহস্পতিবার কিছু বিশেষ মন্ত্র জপ করা খুব উপকারী বলে মনে করা হয়। আসুন জেনে নেই এই মন্ত্রগুলো সম্পর্কে…

বৃবববববহস্পতিe

                                        বৃহস্পতি মন্ত্র (Brihaspati Mantra)

ওঁ গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ

ওঁ বৃহস্পতয়ে নমঃ

ওঁ হ্রীং শ্রীং ক্লীং এং গ্লৌং 

গ্রহাধিপতয়ে বৃহস্পতয়ে বীং 

ঠঃ শ্রীং ঠঃ এং ঠঃ স্বাহা

বৃহস্পতি গায়ত্রী মন্ত্র 

ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় 

ধীমহিঃ তন্নঃ জীবঃ প্রচোদয়াৎ

বৃহস্পতি বীজ মন্ত্র 

ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে 

জপ সংখ্যা-১৯০০০ বার 

দেবতা-তারা 

ধূপ-দশাঙ্গ 

বার-বৃহস্পতিবার 

প্রশস্ত-বেলা ১২ পর্যন্ত 

                                           ধ্যান মন্ত্র

            রত্নশতাপদ বস্ত্র রাশিমলম দক্ষিণকিরন্তম্ করদাসিনম্,
            বাজারোকরম নিদ্ধাতম রত্নদিরশৌ পরম।
            মাখিলঙ্করম সম্ভুষিতম,
            বিদ্যাসাগর পরগাম সুরগুরুম বন্দে সুবর্ণপ্রভম।

বৃহস্পতি প্রণাম মন্ত্র 

দেবতানাংমৃষনাঞ্চ গুরুং 

কনকসন্নিভম্ বন্দ্যভূতং 

ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম্

বিষ্ণু রূপ পুজো মন্ত্র (Vishnu Puja)


বিষ্ণুর রূপ মন্ত্রে তাঁর রূপের বর্ণনা করা হয়েছে। বিষ্ণুর স্তুতির সর্বোত্তম মন্ত্র এটি। বৃহস্পতিবার এই মন্ত্র জপ করলে বিষ্ণু প্রসন্ন হন। মন্ত্রটি হল

শান্তাকারম ভূজঙ্গশয়নম পদ্মনাভং সুরেশম।
বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম।
লক্ষ্মীকান্তং কমল নয়নম যোগিভির্ধ্যা নগ্ম্যম।
বন্দে বিষ্ণু ভব ভয়হরং সর্ব লোকেকনাথম।
ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।


বিষ্ণু গায়ত্রী মন্ত্র


বিষ্ণুর গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায়। এর ফলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়। সকালবেলা এই মন্ত্র জপ করা অত্যন্ত লাভপ্রদ। মন্ত্রটি হল–

ওম নারায়ণায় বিদ্মহে। বাসুদেবায় ধীমহি। তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।।

বিষ্ণু কৃষ্ণ অবতার মন্ত্র

বিষ্ণুর কৃষ্ণ অবতারের মন্ত্র জপ করলে স্বয়ং দেবকী নন্দন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। মন্ত্রটি জেনে নিন–

শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেবায়।।


বিষ্ণুর বীজ মন্ত্র

বৃহস্পতিবার বিষ্ণুর বীজ মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। ১০৮ বার এই মন্ত্র জপ করবেন। এর মধ্যে প্রথম মন্ত্রটি হল বৃহস্পতির মূল মন্ত্র। ১০৮ বার এই মন্ত্র জপ করলে কোষ্ঠীতে উপস্থিত গুরু দোষ সমাপ্ত হয়। মন্ত্রটি হল–

ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।

ওম ক্লীং বৃহস্পতয়ে নমঃ।

ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরবে নমঃ।

ওম এং শ্রীং বৃহস্পতয়ে নমঃ।

ওম গুং গুরবে নমঃ।


বিষ্ণুর সরল মন্ত্র

বৃহস্পতিবার এই মন্ত্রটিও জপ করতে পারেন–

ওম অং বাসুদেবায় নমঃ

ওম আং সংকর্ষণায় নমঃ

ওম অং প্রদ্যুম্নায় নমঃ

ওম অং অনিরুদ্ধায় নমঃ

ওম নারায়ণায় নমঃ

করন্যাস মন্ত্র

ওম ব্রাং- অঙ্গুষ্ঠভ্যাং নমঃ।


ওম ব্রীং তর্জনীভ্যাং নমঃ।

ওম ব্রূং মধ্যমাভ্যাং নমঃ।

ওম ব্রৈং অনামিকাভ্যাং নমঃ।

ওম ব্রৌং কনিষ্ঠিকাভ্যাং নমঃ।

ওম ব্রঃ করতল কর পৃষ্ঠভ্যাং নমঃ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *