খবরে আমরাঃ ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য পুলিশি তদন্ত শেষ করলেও সিবিআই চাইলে নতুন করে তদন্ত চালিয়ে যেতে পারবে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চের মতে, পুলিশের হাতে থাকা ভোট পরবর্তী হিংসা মামলায় চার্জশিট হয়ে গেলেও সিবিআই চাইলে নতুন করে ওই মামলাতেই তদন্ত শুরু করে ফের চার্জশিট দিতে পারবে। মারিশদা থানা এলাকায় একটি হিংসার ঘটনায় পুলিশ চার্জশিট দিলেও ফের সিবিআই এফআইআরের ভিত্তিতে তদন্ত সুরু করায় অভিযুক্তেরা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন। সিঙ্গল বেঞ্চ সিবিআইয়ের তদন্ত চালিয়ে যাওয়ায়র আবেদন খারিজ করে দেয়। কিন্তু সিবিআই ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চ গত মার্চের ওই নির্দেশ বিবেচনা করতে গিয়েই জানিয়েছে যে আইনে বিধান রয়েছে, অভিযোগকারী চাইলে ফের তদন্তের আদেন জানাতে পারেন, তাও চার্জশিটের পরে। অভিযোগকারী পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে আদালতে আসেননি। তাই সিবিআি যদি চায় নতুন করে তদন্ত করতে পারে।
রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত অগস্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় গত ২০২১ সালের ৩০ মার্চ মারিশদা থানায় খুন, হামলা ও মারধর নিয়ে অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই ঘটনার তদন্ত করে গত ৩০ জুন নিম্ন আদালতে চার্জশিট দাখিল করে। গত ৬ ডিসেম্বর নিম্ন আদালত বিচার প্রক্রিয়া শুরু করে দেয়। কিন্তু সিবিআই ২১ ডিসেম্বর ফের ওই চার্জশিটটিকে নতুন করে দাখিল করে তদন্ত শুরু করে। কিন্তু শুনানিতে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের যুক্তি ছিল, নতুন চার্জশিট নয়, পূর্বতন চার্জশিটটির ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু হয়েছে। যার আইনি বিধান রয়েছে। ডিভিশন বেঞ্চও পরযবেক্ষণে জানায়, নিম্ন আদালত চার্জশিট গ্রহণ করলেও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যা সিঙ্গল বেঞ্চে শুনানির সময়ে মামলাকারীরা সামনে আনেননি।