খবরে আমরা : বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে শনিবার অভিযুক্তকে সাজা শোনালো বারাকপুর জেলা আদালত। সোদপুর নাটগরের বাসিন্দা অভিজিৎ অধিকারীকে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের জেলের সাজা দিয়েছেন এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ জয়শঙ্কর রায়। দোষী অভিজিতকে একই সঙ্গে বধূ নির্যাতনের জন্যে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ) ধারায় অভিযুক্ত করে দু বছরের জেল এবং ২ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। নিয়ম মতো দুটি সাজাই একসঙ্গে চলবে। ঘোলা পুলিশের এই মামলা থেকে অবশ্য বার্ধক্যজনীত কারণে মানবিক হয়ে অভিজিতের বাবা তরুণ অধিকারী এবং মা চিত্রাকে মুক্তি দিয়েছেন বিচারক। মামলার বয়ান মোতাবেক, নাটগড় ঘোষপাড়ার বাসিন্দা হারাধন চ্যাটার্জীর ছোট মেয়ে রুমার বিয়ে হয় নাটগারেরই অভিজিতের সঙ্গে। বিয়ের সময়ে অভিজিৎ জানিয়েছিল তাঁর একটি বুটিক রয়েছে এবং সঙ্গে টিউশন করে সে মাসে ১০-১২ হাজার টাকা আয় করে। কিন্তু গত ২০০৬ সালের ১০ মে বিয়ের পর দেখা যায় সব মিথ্যে। অভিজিৎ কিছুই করে না। রুমার পরিবারের অভিযোগ ছিল, বিয়ের পর ঘরে এসে দেখে অভিজিৎ তাঁর সঙ্গে এক ছাদের তলায় থাকতে অস্বীকার করেছে। অভিজিতের একটি অবৈধ সম্পর্ক রয়েছে স্থানীয় মহিলার সঙ্গে। ওই মহিলাকে নিয়েই সে ঘরে থাকে দিনের পর দিন। এই নিয়ে রুমা আপত্তি তুল্লে শুরু হয় তাঁর উপর নির্যাতন। এমনকি শ্বশুর, শাশুড়ি পর্যন্ত শুনে উল্টে অভিজিৎকেই সমর্থন করতো। মাস ছয়েকের মধ্যেই দূরত্ব বাড়ে। দিনের পর দিন চলে নির্যাতন। একপ্রকার বাধ্য হয়ে রুমা প্রায়সই বাবার কাছে চলে আসতো। এর মধ্যে গত ২০০৭ এর ৫ নভেম্বর রুমা নিজের প্রয়োজনে ভোটের কার্ড চাইলে অভিজিৎ বেধড়ক মারে। রুমার নাক খাটো বিক্ষত হয়ে যায়। লাগাতার নির্যাতনের সে ২০০৮ সালের ১১ জানুয়ারী বিষ ও ফেনেইলে খেয়ে আত্মহতার চেষ্টা করে। প্রথমে তাকে ঘোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হোকে স্থানীয় বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ১৫ জানুয়ারী তাঁর মৃত্যু হয়। ঘোলা থানার পুলিশ অভিজিৎ ও তাঁর বাবা-মার বিরুদ্ধে বধূ নির্যাতন ওঃ আত্মহত্যায় প্ররোচনার মামলা শুরু করে। বিচার চলে এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ জয়শঙ্কর রায়ের এজলাসে। সেই মামলার রায় এলো আজ।
জেলা
বধূনির্যাতন ও আত্মহতার প্ররোচনার দায়ে স্বামীকে সাজা দিলো বারাকপুর আদালত
- Sri Pritam
- May 21, 2022
- Latest Update: May 21, 2022 3:10 pm
- 617
- Less than a minute
- 0
You can share this post!
administrator