www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 21, 2025 12:08 am

'ভূত' মানে এখানে কোনো অশরীরী আত্মা নয়, ভূত হলো কিছু সাইবার প্রতারক। রাজ্য সরকার পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দিচ্ছে।

‘ভূত’ মানে এখানে কোনো অশরীরী আত্মা নয়, ভূত হলো কিছু সাইবার প্রতারক। রাজ্য সরকার পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দিচ্ছে। আর সেই টাকা পাচ্ছে না তারা। চলে যাচ্ছে অন্য একাউন্টে। একজন নয়, একাধিক পড়ুয়ার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। একাধিক স্কুলে এই অভিযোগ সামনে এসেছে। ঘটনায় চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে শিক্ষকরা এই দায় ঠেলছেন সংশ্লিষ্ট দফতরের দিকেই। তাদের বক্তব্য,’বাংলার শিক্ষা পোর্টাল’ হ্যাক করা সাইবার হ্যাকারদের কাছে খুব কঠিন নয়। কিন্তু প্রশ্ন, কিভাবে প্রশাসন ও স্কুলের অধীনে থাকা এই টাকা সাইবার ‘ভূত’ খেয়ে নিচ্ছে?

এর আগেও ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা এভাবেই চলে গিয়েছিল অন্যের একাউন্টে। এবার ট্যাব কেনার টাকা। প্রধান অভিযোগ এসেছে পশ্চিম মেদিনীপুরের ৪টি স্কুলের ৬৪ জন পড়ুয়ার টাকা গায়েব হয়েছে। চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলে একই অভিযোগ সামনে আসছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। সাইবার ক্রাইম দপ্তর তদন্ত শুরু করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *