ব্যাপারটা যত সহজে বলা হচ্ছে ঠিক তত সহজ নয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বসে ডিনার সারতে চান? তাও আবার তাঁরই প্রাইভেট ভিলাতে বসে? ফ্লোরিডা-র পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো এস্টেটে বসে ডিনারের সুযোগ এবার খুলে গিয়েছে জনসাধারণের জন্য। একটু ভুল বললাম! সুযোগ মিলছে, তবে সেটা সাধারণের জন্য কি? কারণ আপাতত ধনকুবেররাই অকাতরে অর্থ বিলোচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করতে। আক্ষরিক অর্থেই ‘সুবর্ণ’ সুযোগ। কারণ, এই ডিনারের খরচ সোনার মতোই বা তার চেয়েও দামি। সূত্র বলছে, ট্রাম্পের সঙ্গে একান্তে নৈশভোজের খরচ ৫০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় টাকায় প্রায় ৪৪ কোটি টাকার কাছাকাছি।
এবার ভেবে দেখুন আপনি কি করবেন? এক প্রতিবেদন জানাচ্ছে, গত সপ্তাহের শনিবার থেকে ট্রাম্প লোকচক্ষুর আড়ালে তাঁর ফ্লোরিডা বিচের এস্টেটে নৈশভোজের আয়োজন করছেন। অতিথিরা মোটা ডলারের বিনিময়ে সেখানে নিজেদের জন্য আসন সংরক্ষণ করতে পারবেন। প্রতি আসনপিছু খরচ ১০ লক্ষ মার্কিন ডলার বা ৯ কোটি টাকার কাছাকাছি। বিশেষ ক্যান্ডেল লাইট ডিনার বা আলো-আঁধারিতে মোমবাতি জ্বালিয়ে নৈশভোজের জন্য ৪৪ কোটি টাকা খরচ করলেই চলবে। পুরোটাই চলছে অত্যন্ত গোপনে ও লুকিয়ে। অতিথিরা আমন্ত্রণ পেতে চাইলে তাঁদের কাছে পুরোটা একবারে খোলসা করা হচ্ছে না। মেসেজে বলা হচ্ছে, ধাপে ধাপে বিস্তারিত তথ্য পেতে থাকবেন।