আগামী ১৩ মার্চ দোল পূর্ণিমা। হিন্দু ধর্মের মানুষদের কাছে ওই দিনের বিশেষ মূল্য আছে। দোল উৎসবের পরের দিন পালন হয় হোলি উৎসব। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, শুভ সময় শুরু হবে সকাল ১০ টা ৩৫ থেকে আর ১৪ মার্চ পর্যন্ত ১২ টা ২৩ মিনিট পর্যন্ত। উদয়তিথি অনুসারে ১৪ মার্চ পালিত হবে হোলি উৎসব। দোলের দিন আপনি যদি বাড়িতেই এই জিনিসগুলি কিনে আনেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি, জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন, এমনকি আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারবেন।
- রুপোর মুদ্রা
দোলের দিন বাড়িতে অবশ্যই রুপোর মুদ্রা কিনে আনুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। তবেই মুদ্রাটি পুজো করবেন। তারপর আপনার আলমারিতে তুলে রাখবেন। এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি।
- রুপোর কচ্ছপ
দোলে আপনি একটি রুপোর কচ্ছপ কিনে বাড়িতে আনতে পারেন। তাহলে আপনার জীবনে অনেক উপকার হবে। সেই সঙ্গে যদি পারেন কুবেরের যন্ত্র বাড়িতে কিনে আনতে পারবেন। এটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কিংবা কচ্ছপ বাড়িতে রাখলেও আপনার আর্থিকদিকে লাভ হবে।
- পিরামিড
বাস্তুশাস্ত্র অনুসারে পিরামিডের বিশেষ গুরুত্ব রয়েছে। পিরামিড বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। তবে দোলেই পিরামিড বাড়িতে কিনে আনবেন আপনি। এতে সম্পদের দেবীর বিশেষ কৃপা পাবেন।
- বাঁশ গাছ
বাস্তুশাস্ত্রে বাঁশ গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে এটি রাখলে আপনার ওপর অত্যন্ত শুভ প্রভাব পড়বে। আর্থিক দিকে লাভ হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন। তাই দোলের দিন আপনি অবশ্যই বাড়িতে বাঁশ গাছ কিনে আনুন। এটি আনলে পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো থাকতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত।