আমরা রামায়ণের প্রাণ পুরুষ ভগবান রামকে রামচন্দ্র বলেই জানি। কিন্তু তাঁর নামের সঙ্গে ‘চন্দ্র’ কথাটি পরে যুক্ত হয়েছে। এই বিষয় নিয়ে একাধিক কাহিনী প্রচলিত থাকলেও তার তারমধ্যে দুটি মত হলো, শিশুকালে রাম তাঁর মায়ের কাছে খেলনা হিসাবে ‘চাঁদ’ চেয়েছিল। তখন তাঁর মা একটা মাটির হাঁড়িতে জল ভরে আনেন ও সেই জলে চাঁদের প্রতিচ্ছবি রামকে দেখান। তাই তাঁর নামের সাথে ‘চন্দ্র’ কথাটি যুক্ত হলো।
আর দ্বিতীয় মতটি হলো –
ভগবান রাম বনবাস শেষ করে কার্তিক অমাবস্যার দিন ফিরেছিলেন,যেদিন আমরা ‘দেওয়ালি’ পালন করি। অমাবস্যা থাকায় চাঁদ সেদিন রামকে দেখতে পায় নি। তাই চাঁদ রামের কাছে অভিযোগ করে বলেন যে, সে রামকে দেখতে পায় নি। তখন রাম বলেন, ‘এখন থেকে আমার নামের সঙ্গে তোমার নাম যুক্ত থাকবে’।তাই তাঁর নামের সঙ্গে যুক্ত হলো ‘চন্দ্র’।