আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। আজই বিকালের মধ্যে পরিস্কার হয়ে যাবে বর্ধমান পুরসভার নতুন চেয়ারম্যান কে হচ্ছেন। নাম যদিও চূড়ান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নাম চূড়ান্ত করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তবু শেষ বেলায় সেই নামের পরিবর্তন যদি করা সম্ভব তা নিয়েই চলছে তদবির। তৃণমূল সূত্রে খবর, চেয়ারম্যান হতে চলেছেন দীর্ঘদিনের কাউন্সিলর তথা আইনজীবী অরূপ দাস। আবার নবাগতা কাউন্সিলর তথা বিধায়ক খোকন দাসের স্ত্রী মৌসুমী দাসও পিছিয়ে নেই। আসানসোল ধাঁচে বর্ধমানেও যদি বিধায়ক খোকন দাসকেই চেয়ারম্যান করে ফেলা যায়, তার জন্যও একাংশ উঠে পড়ে লেগেছে। এমনিতেই এবারের তৃণমূল প্রার্থী বাছাইয়ে খোকন দাসের সুপারিশকেই প্রাধান্য দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। তবু গত বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা এবারের বিধায়ক নিজেই চাইছেন চেয়ারম্যান হতে। তাতে নাকি শহরের উন্নয়নে গতি আনা সম্ভব হবে। বিধায়ক নিজে যে ইচ্ছুক নন এমন প্রস্তাবে তা বলা যাবে না। তবে তিনি চেয়ারম্যান হচ্ছেন না বলেই খবর। তবে তাঁকে সন্তুষ্ট রাখতে স্ত্রীকে পদ দেবে তৃণমূল নেতৃত্ব। এমনটাও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে। চেয়ারম্যান অরূপ হলে ভাইস চেয়ারম্যান মৌসুমী। দৌড়ে ছিলেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্তর স্ত্রী শিখা ও প্রবীন তৃণমূল নেতা পরেশ সরকারও। দৌড়ে রয়েছে নবাগত কাউন্সিলর ভবদেব চক্রবর্তী। আজ দুপুরে বিধানসভা কক্ষে এক প্রস্থ বৈঠকের পরেই নাম প্রকাশ করা হবে। ঘটনাচক্রে কলকাতাতেই রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রয়েছেন খোকন দাসও বলে খবর। চলছে ক্ষমতা হাতে রাখার শেষ চেষ্টাও।
