শাশ্বতী চ্যাটার্জি;;
শনিবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। তবে অস্বস্তির গরম রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিনের পাশাপাশি, রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ মে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারিবৃষ্টি হতে পারে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মে রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি
বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়।
সময়ের আগেই বর্ষার আগমন হয়েছে আন্দামানে। বলা হয়েছিল ২৬-২৭ মে নাগাদ বর্ষার আগমন হতে পারে কেরলে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মাস শেষের আগেই বর্ষার আগমন হতে চলেছে কেরলে। এর জন্য অনুকূল পরিবেশ তৈরি।