শৈলেন সরকারঃ শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বার্নপুর উৎসব। চলবে আগামীকাল, রবিবার পর্যন্ত। এই অল্প সময়ের জন্য উৎসবকে মন থেকে মানতে কষ্ট হচ্ছে বাসিন্দাদের। তাদের আশা চলুক আরও কিছুদিন। তবে আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে উৎসবের গেট খুলে দেওয়া হবে সকলের জন্য। থাকছে বিচিত্রানুষ্ঠানও।
শুক্রবার ভারতী ভবনে প্রদীপ জালিয়ে এর শুভ সূচনা করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমত্তমনন্দ মহারাজ। উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান ও রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও পুলিশ কমিশনার, পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কাউন্সিলর ও সমাজ সেবক তপন ব্যানার্জী ও অন্যান্যরা। প্রত্যেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশ কমিশনার জানিয়েছেন আগামী বছরের উৎসবে জেলা পুলিশ একটি সুন্দর স্টল দেবেন এবং সেখান থেকেই নাগরিকদের নানান সুবিধা/অসুবিধার কথা ঠিক মতো শোনা ও প্রতিকারের চেষ্টাও করবেন তাঁরা। জেলাশাসক বলেন, এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করছেন তিনি। উৎসব এর শুরু হয় স্থানীয়দের গান, আবৃত্তি, নৃত্য দিয়ে। শিল্পীদের মধ্যে ছিলেন মধুমিতা জমিদার, শ্রেয়া সরকার, নৃত্য পরিবেশন করেন সুবীর দাস। বিচিত্রানুষ্ঠানের শেষ শিল্পী ছিলেন কলকাতার শুভঙ্কর ভাস্কর। তিনি কয়েকটি গান পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব কমিটির সভাপতি তপন ব্যানার্জী।