www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:35 pm

বিবাহ' প্রত্যেক মানুষের জীবনে একটা খুবই স্মরণীয় বিষয়। অনেকেই নানাভাবে তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে চায়।

‘বিবাহ’ প্রত্যেক মানুষের জীবনে একটা খুবই স্মরণীয় বিষয়। অনেকেই নানাভাবে তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে চায়। এবার তেমনই এক পরিবেশ বান্ধব বিয়ের বার্তা আপনাদের কাছে আনছি। বিয়েছে বরপক্ষ যৌতুক নিয়েছে, তবে তা টাকা পয়সা বা কোনো ভোগ্য সামগ্রী নয়, ১১ হাজার গাছ নিয়েছে যৌতুক হিসাবে। লক্ষ্য সমস্যা এলাকাকে সবুজায়ন করা। বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে কন্যা বিদায় পর্যন্ত সমস্ত লৌকিক প্রক্রিয়া ছিল অভিনবত্বে ভরা। জাঁকজমকহীন এই বিয়ের আমন্ত্রণপত্রে ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন নবদম্পতি। যেগুলি হল, গোমাতার সেবার জন্য বিশেষ ভোজের আবেদন, বস্তি স্কুল উদ্বোধন, রক্তদান শিবির, গ্রাম দত্তক প্রকল্প, গ্রামীণ এলাকায় ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য ৫১টি ই লাইব্রেরি খোলা, সেলাই স্কুল খোলা, মাদকবিরোধী সচেতনতা অভিযান-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সুরবিন্দর কিষানের সঙ্গে গত ২ মার্চ বিয়ে সম্পন্ন হয়েছে প্রিয়ার। বিশ্ব উষ্ণায়নের দগদগে ক্ষতে ভালোবাসার এই প্রলেপ মন কেড়ে নিল প্রকৃতিপ্রেমীদের। শুধু গাছ নয়, পরিবেশবান্ধব এই বিয়েতে নবদম্পতির ১০ প্রতিশ্রুতিকে স্যালুট জানালেন নেটিজেনরা। পাশাপাশি, বিয়েতে দুই পক্ষের তরফে আয়োজন করা হয় রক্তদান শিবির। সবশেষে গরুর গাড়িতে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন বর ও কনে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *