www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:03 pm

করোনা কালের সেই ভয়াবহ স্মৃতি আমরা কেউ ভুলই নি। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আমাদের সকলের মনে আছে।

করোনা কালের সেই ভয়াবহ স্মৃতি আমরা কেউ ভুলই নি। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আমাদের সকলের মনে আছে। সেই সময়ের এক ঘটনা। সেটা তো সয়ে গেছে। এই সবকিছু নিয়েই মন ভাল করা একটি খবর সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। করোনার সময় সেলুনের এক কর্মীকে রোহিত অর্জন নামের এক ব্যক্তি ২০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন। সেই টাকা কোনওরকম ভাবেই ফেরতের কথা বা সুদ ইত্যাদির প্রসঙ্গে দেওয়ার সময় তোলেননি তিনি। হয়নি কোনও চুক্তিও। করোনা গেছে, টাকার কথা হয়তো ভুলেও গেছেন তিনি। হঠাৎ ওই সেলুনের কর্মী এসে টাকা ফেরত দিয়ে যান। যা দেখে রীতিমতো হতভম্ব হয়েছিলেন তিনি। কিন্তু ওই কর্মীর কর্তব্যবোধ দেখে আপ্লুতও হন। সকলে খুবই খুশি।

মঙ্গলবার এই বিষয়টি তিনি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। লেখেন, ‘২০২১ সালে আমার সেলুনের ভাইকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। কারণ তখন ও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। পরিবারের একজনের মৃত্যুও হয়েছিল। ওই টাকাই ও ফেরত দিয়ে যায়।’ তিনি আরও জানান, কখনওই ওই টাকা ফেরত পাওয়ার আশা করেননি, এমনকি কখনও চানওনি। তবে বছর পেরিয়ে সেই সেলুন কর্মী নিজে থেকে এসে পুরো টাকাটাই ফিরিয়ে দেন এবং কৃতজ্ঞতা জানান। রোহিত বলেন, ‘আমি বলেছিলাম, এটা তো আমি দিয়েছিলাম। ফেরত নেব না। কিন্তু ও জোর করেই টাকা ফিরিয়ে দিয়ে যায়। কিছু মানুষ সত্যিই নিজের কথা রাখতে পারে।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *