এমন ভাবনা কোনো কোনো ধর্মগ্রন্থতে নাকি প্রকাশ করা হয়েছে যে কলিযুগে যখন পাপে পূর্ণ হবে, তখন চারিদিকে এমনই রক্তবৃষ্টি হবে। এটা কি তারই ইঙ্গিত? ঘটনাটি ঘটেছে ইরানের হরমুজ দ্বীপে। অদ্ভুত এই দৃশ্য দেখে আগ্রহ জন্মেছে নেটিজেনদের মধ্যেও। কিন্তু কেন এই অদ্ভুত ঘটনা? কী মনে করছেন বিজ্ঞানীরা? মুষল ধারায় হচ্ছে বৃষ্টি! ভেসে যাচ্ছে চারপাশ। এতটুকু পড়ে দৃশ্যটা সাধারণ বলেই মনে হতে পারে। বাকিটা শুনলে চমকে যাবেন। দেখা যাচ্ছে বৃষ্টি ধারা পড়ার পরেই যে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে তার রং রক্তের মতো লাল। যে দৃশ্য দেখলে মনে হচ্ছে যেন রক্তবৃষ্টি হচ্ছে। ভূ-পৃষ্ঠে বয়ে চলেছে রক্তের স্রোত । এই ঘটনা দেখে স্তম্ভিত অনেকেই।
সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যা দেখে অনেকেই বিষয়টিকে কলি যুগের চরম দশার সঙ্গে তুলনা করেছেন। ইরানের হরমুজ দ্বীপের রেড বিচে প্রবল বৃষ্টিপাতের ফলে লাল বন্যা দেখে নেটিজেনদের অবাক হলেও, বিজ্ঞানীর বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নয়। আসলে ওই হরমুজ দ্বীপের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। যা হরমুজ দ্বীপের সমুদ্র সৈকতকে লাল রঙের করে তোলে। এমনকি সমুদ্রের জল যখন এখানে এসে আছড়ে পড়ে তখন লাল রঙের দেখায়। এই সমুদ্র সৈকতে পাওয়া যায় এক ধরনের লাল রঞ্জক পদার্থ। যা স্থানীয়দের কাছে ‘গোলাক’ বলে পরিচিত। এই গোলাক বিভিন্ন শৈল্পিক কাজে এবং রান্নায় ব্যবহার করা হয়।