www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 8:30 am

মহাকুম্ভতে হারিয়ে যায় অনেকে। কিন্তু নতুন করে দুই বন্ধু পরস্পরকে খুঁজে পাওয়ার নিদর্শন কিন্তু খুব বেশি নেই।

মহাকুম্ভতে হারিয়ে যায় অনেকে। কিন্তু নতুন করে দুই বন্ধু পরস্পরকে খুঁজে পাওয়ার নিদর্শন কিন্তু খুব বেশি নেই। এবারের মহাকুম্ভ তেমনই এক নিদর্শন তৈরী করলো। একদিন সিনেমার মতো কাহিনী। ৩৭ বছর আগে তারা ছিল ব্যাচমেট। একসঙ্গে কলেজে পড়ত। তারপরে গঙ্গা-যমুনা-সরস্বতী দিয়ে প্রচুর জল প্রবাহিত হয়েছে। তাদের মধ্যে এখন সঞ্জীবকুমার সিং, যিনি এখন দমকল অফিসার। ভাগ্যচক্রে মহাকুম্ভে ডিউটি পড়েছে তাঁর। আর সেই কুম্ভ স্নানে এসেছিলেন তাঁর সহপাঠী রেশমী গুপ্ত। ভিড়ের মাঝে তাঁরা একে অপরকে দেখতে পান। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বেজায় খুশি তাঁরা। সেই সংক্রান্ত একটি ভিডিও বানিয়েছেন সঞ্জীব। তা রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। সকলেই ভীষণ খুশি সেই ভিডিও দেখে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই অফিসার বলছেন, “আমার সঙ্গে দীর্ঘদিন পরে বন্ধুর দেখা হয়েছে। আমরা ‘৮৮সালের ব্যাচ ছিলাম। কলেজ শেষের পর ফের আজ কুম্ভে দেখা। রেশমী এখন শিক্ষিকা।” উত্তরে রেশমীদেবী বলেন, “কুম্ভে দারুণ আয়োজন। বিশেষ করে সঞ্জীব আমাদের জন্য যা করেছে, আর কী বলব। তবে আমরা যখন পড়াশোনা করতাম ও খুব চুপচাপ থাকত। সাদামাটা ছিল। এখন পুরোটাই বদলে গিয়েছে। ফের দেখা হয়ে খুব ভালো লাগলো।” দুজনেই আনন্দে উদ্বেলিত। আমরা সকলে খুশি সেই ভিডিও দেখে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *