ভারতীয় বাস্তুশাস্ত্র দীর্ঘ গবেষণার ফসল। সেই বাস্তুশাস্ত্র দেখেছে বেশ কিছু পশু, পাখি ও প্রাণী বাড়িতে থাকা অশুভ। তারমধ্যে যেমন কালো কুকুর,শকুন আছে তেমনই আছে গিরগিটি। গিরগিটির রঙ পরিবর্তনের জন্যই সকলের কাছে পরিচিত। তবে সে স্থান অনুসারে তার রঙ পরিবর্তন করতে থাকে। সহজেই কিন্তু সে একজন শিকারির চোখ ফাঁকি দিতে পারে। গিরগিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাস্তুশাস্ত্রে। গিরগিটি দেখা কি শুভ? উত্তর -‘না’।
- আপনি কি জানেন আপনি যদি চোখের সামনে গিরগিটি রঙ পরিবর্তন হওয়া দেখেন এটা কিন্তু খুব অশুভ। এতে আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারেন।
- গিরগিটির মৃত্যু ও হত্যা করা দুটি কিন্তু অত্যন্ত খারাপ, যদি আপনি গিরগিটি দেখতে পান, সে যদি আপনার কোনও ক্ষতি না করে তাকে তাড়িয়ে দিন। অযথা তাকে মেরে ফেলবেন না। এতে আপনার জীবনে খুব খারাপ প্রভাব পড়বে ,। সমস্ত কাজেই বাধার সৃষ্টি হবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- তবে বাস্তুশাস্ত্র মনে করে, কোনো কোনো ক্ষেত্রে আবার এই প্রাণীটির দর্শন শুভ। যেমন,সোমবার ও শনিবার গিরগিটি দেখা অত্যন্ত শুভ। এর ফলে আপনারা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি থেকে ব্যবসায় যেখানেই আপনার টাকা আটকে থাকুক না কেন তা পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে।