এবার খোদ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতে চুরি। রুপোর শিবলিঙ্গের সঙ্গে সিসিটিভির হার্ড ডিক্সও নিয়ে গেল চোরেরা। রবিবার বারুইপুরের কালীনগরের বাড়িতে ফিরে চুরির ঘটনা টের পান কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষ। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
রবিবার বাড়ি ফিরে দেবাশিসবাবু দেখেন, একের পর এক দরজার তালা ভাঙা। মন্দির থেকে চুরি গিয়েছে রুপোর শিবলিঙ্গ। ঘর থেকেও খোয়া গিয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। চোরেদের সন্ধান পেতে সিসিটিভি মনিটরের সামনে এসে দেবাশিসবাবু দেখেন, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গিয়েছে চোরেরা।
সংবাদমাধ্যমকে পুলিশকর্তা জানিয়েছেন, চোরেরা বাড়ির বাইরের তালা ভাঙেনি। পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে। সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে গিয়েছে। তার মানে এরা সব জানে। এরা সাধারণ চোর নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। চোরেদের সন্ধানে আসেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। পুলিশকর্তার বাড়িতে চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।