দীর্ঘ সময়ে ধরে মহাশূন্যে ভেসে থাকার পর মাসখানেক হল পৃথিবীতে ফিরেছেন নাসার ভারতীয় বংশোদ্ভুত নভোচর সুনীতা উইলিয়ামস। মহাকাশে থাকার অসুস্থতা কাটাতে রিহ্যাবে থাকার পর আপাতত তিনি সুস্থ। এবার সেই সুনীতাই বাংলার মাটিতে! মোমশিল্পে ধরা দিলেন তিনি। আসানসোলে বসল নভোচরের মোমের মূর্তি। আকাশনীল মহাকাশের পোশাক পরা, দু’হাতে জয়চিহ্ন সূচক মূর্তিটি প্রথমবার দেখে বোঝার উপায় নেই যে তা রক্তমাংসের নয়। রবিবার শিল্পী সুশান্ত রায়ের তৈরি সেই মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুণ্যবলম। এবার থেকে ‘মোম’ মূর্তিতেই সুনীতা-দর্শন হবে আমজনতাও। আসানসোলের মহিশীলা কলোনির সুশান্ত রায় নামী ভাস্কর। মোমের ভাস্কর্য গড়ায় তাঁর নাম জগদ্বিখ্যাত।
বিশ্বের হেন কোনও সেলিব্রিটি নেই যে সুশান্তর ওয়াক্স মিউজিয়ামে তাঁর মূর্তি নেই। এবার তাতে নতুন সংযোজন মহাশূন্যে প্রায় ৮ মাস কাটিয়ে আসা সুনীতা উইলিয়ামসের মোম মূর্তি। প্রায় দেড় মাস ধরে এই মূর্তি তৈরি করেছেন সুশান্তবাবু। কিন্তু মূর্তি তৈরিতে কিছুটা বিলম্ব হয়। তার মূল কারণ, মহাকাশ নভোচারীর পোশাক এ দেশে পাওয়া যাচ্ছিল না। তাই আমেরিকার এক বন্ধুর কাছে সাহায্য চান সুশান্তবাবু। ওই বন্ধুই নাসা থেকে পোশাক নিয়ে আসার ব্যবস্থা করেন। সেই পোশাকের দামের চেয়েও এখানে আনার খরচ বেশি বলে জানিয়েছেন সুশান্ত রায়।