www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 15, 2025 11:29 am

ব্যাপারটা সহজ করে বললে এমন দাঁড়ায় যে শ্যামবাজার থেকে বারাকপুর যেতে যত সময় লাগে তার থেকেও কম সময়ে ভারত থেকে আমেরিকা যাওয়া যাবে।

ব্যাপারটা সহজ করে বললে এমন দাঁড়ায় যে শ্যামবাজার থেকে বারাকপুর যেতে যত সময় লাগে তার থেকেও কম সময়ে ভারত থেকে আমেরিকা যাওয়া যাবে। এই স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের হাত ধরে। সম্প্রতিই তিনি ঘোষণা করেছেন, ‘আর্থ টু আর্থ’ স্পেস ট্রাভেল প্রজেক্টের। মাস্কের নিজস্ব সংস্থা স্পেস এক্সের হাত ধরেই অসম্ভবকে সম্ভব করার কাজে নেমেছেন। ১০ বছর আগে থেকেই এই পরিকল্পনা করেছিলেন ইলন মাস্ক। এবার সেই স্বপ্ন সত্যি করার কাজে নেমেছেন। সম্ভবত ট্রাম্প তাকে সবুজ সিগন্যাল দিতে চলেছেন।

খবরে প্রকাশ, স্পেস এক্সের স্টারশিপ পৃথিবীর পাক দেবে। লস অ্যাঞ্জেলস থেকে টরেন্টো যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে ২৯ মিনিট। নিউইয়র্ক থেকে সাংহাই যেতে সময় ব্যয় হবে ৩৯ মিনিট। সেখানেই দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য মাত্র আধ ঘণ্টা সময় লাগবে। মাস্কের এই পরিকল্পনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে আলোচনা চলছে। এখন আরও কিছুটা অপেক্ষা করতে হবে এই প্রকল্প বাস্তবে রূপায়ন করতে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *